বাসন্তীর চরবিদ্যায় তৃণমূল ও আরএসপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলছে। সকাল থেকেই এই সংঘর্ষকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দু’দলের মধ্যে চলছে গুলি ও ব্যাপক বোমাবাজি। গুলি লেগে গুরুতর আহত হয়েছেন আরএসপি-র এক সদস্য। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী। তবে এখনও পরিস্থিতি উত্তপ্ত।
|
প্রকাশ্যে গুলি, যুবক খুন আসানসোলে |
প্রকাশ্যে গুলি করে খুন করা হল এক যুবককে। আজ সকাল ১০টা নাগাদ আসানসোলে ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম সুশীল যাদব। পেশায় পোষ্টমাস্টার। ঘটনার জেরে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ব্যক্তিগত শত্রুতার জেরেই এই খুন বলে মনে করা হচ্ছে।
|
নোনাডাঙা অনশনের অষ্টম দিন |
নোনাডাঙা বস্তি উচ্ছেদের প্রতিবাদে বস্তিবাসীদের অনির্দিষ্ট কালের অনশন আজ অষ্টম দিনে পড়ল। এর মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন এক অনশনকারি। পূনর্বাসন-সহ বেশ কয়েকটি দাবিতে আজ বিকেলে গণকনভেনশন অনুষ্ঠিত হবে নোনাডাঙায়। এ’দিকে এই কনভেনশনের অনুমতি লালবাজার থেকে নিতে হবে বলে জানিয়েছে তিলজলা থানার পুলিশ। যদিও তাতে কর্ণপাত করছেন না নোনাডাঙার বাসিন্দারা।
|
২৪ ঘন্টার ট্যাক্সি ধর্মঘট |
১২ দফা দাবিতে আগামীকাল ২৪ ঘন্টার ট্যাক্সি ধর্মঘট। ট্যাক্সির ভাড়া বৃদ্ধি, পুলিশি হয়রানি, ডিজিটাল মিটারের সময়সীমা বাড়ানোর দাবি-সহ ১২ দফা দাবিকে সামনে রেখে আজ বিকেলে লালবাজার অভিযানে যাচ্ছেন সব ট্যাক্সি ইউনিয়নের কর্তাব্যক্তিরা।
|
বাঁকুড়ায় গ্রেফতার সক্রিয় মাওবাদী সদস্য |
বাঁকুড়ার বাড়িকূল থেকে গ্রেফতার এক সক্রিয় মাওবাদী সদস্য। ২০১০ সাল থেকে মনোরঞ্জন সর্দার নামে এই মাওবাদীকে খুঁজছিল পুলিশ। বিভিন্ন সন্ত্রাসমূলক কাজে যুক্ত মনোরঞ্জন সর্দারকে রাতে গ্রেফতার করে আজ তোলা হয় মহকুমা আদালতে। আদালত ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। তার থেকে সাম্প্রতিক মাও অভিযানের বিশদ খবর-সহ বিভিন্ন তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। |