ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি |
৬ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। ফলে খড়্গপুর থেকে ডেবরা ও পাঁশকুড়া পর্যন্ত এলাকার সড়কের পাশে অস্থায়ী দোকান করা শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীকে সরে যেতে হবে। এই সব ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি তুলল ‘মেদিনীপুর ক্ষুদ্র-ব্যবসায়ী ও দোকানদার পুনর্বাসন সংগ্রাম সমিতি’। সমিতির এক প্রতিনিধিদল সোমবার কলকাতায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন। তাঁদের হাতে একটি স্মারকলিপিও তুলে দেন তাঁরা। সমিতির মুখপাত্র নারায়ণ নায়েক বলেন, “৬ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের ফলে প্রায় এক হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে সরে যেতে হবে। সম্প্রসারিত রাস্তার পাশে বসে তাঁরা যাতে ফের ব্যবসা করতে পারেন, এ দিন আমরা সেই দাবিই জানিয়েছি।” পাশাপাশি জাতীয় সড়কের ব্যস্ত এলাকায় সাবওয়ে-ওভারব্রিজ তৈরিরও দাবি জানানো হয়েছে।
|
রবিবার খড়্গপুর শহরের তালবাগিচায় শেষ হল পাঁচ দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা। গত বুধবার ন্যাশনাল ইয়ুথ ক্লাবের উদ্যোগে রবীন্দ্রনাথের জন্ম-সার্ধশতবর্ষ স্মরণে শুরু হয় প্রতিযোগিতা। রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র-নৃত্য, অঙ্কন ও ক্যুইজ প্রতিযোগিতায় প্রায় ৩০০ জন ছাত্রছাত্রী যোগ দেয়। প্রতি বিভাগের সফল ৫ জনকে পুরস্কৃত করা হয়। রবিবার সন্ধ্যায় সফলদের হাতে পুরস্কার তুলে দেন ক্লাবের পক্ষে প্রলয়শঙ্কর ঘোষ। |