টুকরো খবর
তিন দুর্ঘটনায় মৃত আট
তিনটি পৃথক দুর্ঘটনায় রাজ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, আজ ভোর সাড়ে ৪টে নাগাদ, কাজিরাঙা এলাকার বসাগাঁওয়ের কাছে তিনসুকিয়া থেকে তেজপুরগামী একটি বাসের সঙ্গে উল্টোদিক থেকে আসা একটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার চোটে দু’টি যানেই আগুন ধরে যায়। বাসের কেবিনে আটকে পড়ে জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে চালক ও সহকারী-সহ পাঁচ ব্যক্তি মারা যায়। পরে স্থানীয় বাসিন্দারা ও পুলিশ জখম যাত্রীদের উদ্ধার করে। ঘটনার জেরে বহুক্ষণ ৩৭ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন ১৪ জন যাত্রী। বাসযাত্রীরা জানিয়েছেন, অসম রাজ্য পরিবহণের বাসটি গত কাল রাত পৌনে আটটার পরিবর্তে সাড়ে ৯টায় ছাড়ে। বাসে ৩৩ জন যাত্রী ছিলেন। তাঁদের নামের কোনও তালিকা অবশ্য মেলেনি। রাতে চালক ও সহকারী চালক একটি ধাবায় বসে মদ্যপান করে। পরিবহণ নিগম সূত্রে খবর, বাসের জন্য নির্দিষ্ট চালক না জানিয়ে ছুটি নেওয়ায় নতুন চালক বাসটি নিয়ে রওনা হয়। তার নামও নথিভুক্ত ছিল না। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কাল রাতে বেবেদিয়া থেকে ডিমৌ যাওয়ার পথে দমকলের গাড়ির সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মারা যান অমরজ্যোতি নামে এক দমকলকর্মী। ঘটনায় জখম অন্য ৪ দমকলকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য একটি ঘটনায়, গোহপুরে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পথের পাশে গড়িয়ে পড়লে আর কে হাজরিকা ও তাঁর পত্নী রশ্মি হাজরিকা মারা যান।

ক্ষতিপূরণের নির্দেশ এয়ার ইন্ডিয়াকে
চেন্নাইয়ের এক মহিলা চিকিৎসককে নব্বই হাজার টাকা ক্ষতিপূরণ দিতে এয়ার ইন্ডিয়াকে নির্দেশ দিল ক্রেতা সুরক্ষা আদালত। মেরি রামস্বামী নামে চেন্নাইয়ের ওই ডাক্তার ও তাঁর দুই মেয়ের সিঙ্গাপুরে যাওয়ার ‘কনফার্মড’ টিকিট বাতিল করেছিল এয়ার ইন্ডিয়া। আজ ক্রেতা সুরক্ষা আদালত একে ‘অসাধু ব্যবসা’ আখ্যা দেয়। শুধু এয়ার ইন্ডিয়া নয়, যে ট্রাভেল এজেন্টের সাহায্যে টিকিট কেটেছিলেন তিন জন, ক্ষতিপূরণের একাংশ বহন করতে হবে তাদেরও। মেরি অভিযোগ করেন, সিঙ্গাপুরের টিকিট থাকা সত্ত্বেও তাঁদের বিমানে উঠতে দেওয়া হয়নি। ফলে সিঙ্গাপুর থেকে মেলবের্নের বিমান ধরতে পারেননি তাঁরা। এতে প্রায় ৩৬ ঘণ্টা পিছিয়ে যায় তাঁদের যাত্রা। এয়ার ইন্ডিয়ার পাল্টা দাবি, ট্রাভেল এজেন্টের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে ক্রেতা সুরক্ষা আদালত আজ জানায়, বিমান সংস্থার অতিরিক্ত বুকিংয়ের জেরেই এই ঘটনা ঘটেছে। এটা কোনও মতেই মানা যায় না।

গ্রেফতার দুই ডিমাসা জঙ্গি
সংঘর্ষবিরতি মেনে চলা জঙ্গি সংগঠন ডিএইচডি জুয়েল গোষ্ঠী-র ভাইস চেয়ারম্যান পাইপরাং ডিমাসাকে অপহরণ ও খুনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। সঙ্গে ধরা হয়েছে সংগঠনের ক্যাডার ডিকন ডিমাসাকেও। ডিমা হাসাও জেলার পুলিশ সুপার মুগ্ধজ্যোতি মহন্ত জানান, পাইপরাং ও ডিকন শুক্রবার হাফলং বাজার থেকে রাহু ওয়ারিসা নামে এক যুবককে অপহরণ করে। পরদিন তারা রাহুকে হত্যা করে হাফলং থানার নতুন ওয়াড়ি গ্রামের জঙ্গলে মাটির তলায় পুঁতে দেয়। শনিবার রাহুর দিদি হাফলং থানায় নিখোঁজ সংক্রান্ত এফআইআর দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, পাইপরাংয়ের সঙ্গে তার ঠিকাদারি সংক্রান্ত বিবাদ চলছিল। ডিকনকে সঙ্গে নিয়ে সে-ই রাহুকে বাজার থেকে তুলে নিয়ে যায়। কাল রাতে জুয়েল গোষ্ঠীর সরকার নির্দিষ্ট শিবির থেকে দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতেই আজ নতুন ওয়াড়িতে গিয়ে পুলিশ রাহুর মৃতদেহ উদ্ধার করে। সংঘর্ষ বিরতিতে থাকা জঙ্গি গোষ্ঠীগুলিকে সতর্ক করে পুলিশ সুপার মহন্ত জানান, সরকারি শিবিরে থেকেও আত্মসমর্পণকারী জঙ্গিরা হিংসায় মাতলে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। প্রসঙ্গত, সংঘর্ষবিরতির আগেই পাইপরাংকে ডিমাপুরের এক হোটেল থেকে পুলিশ গ্রেফতার করেছিল। আনুষ্ঠানিক অস্ত্র সমর্পণের সময় সে জেলেই ছিল। পরে জামিনে মুক্তি পেয়ে শিবিরে চলে আসে। অন্য দিকে, রাহুদের মূল বাড়ি কাছাড় জেলার জয়পুরে। সে হাফলংয়ে দিদির বাড়ি থেকে ছোটখাটো ঠিকাদারি করত।

নেতাদের হজে ভর্তুকি বন্ধ হোক, চায় কোর্ট
হজযাত্রী হিসেবে সরকারি ভর্তুকিতে রাজনৈতিক নেতা ও সরকারি আমলাদের সফর করার যে রীতি চলে আসছে, তার সমালোচনা করল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত আজ জানিয়েছে, সরকারি খরচে এই ধরনের সফর অবিলম্বে বন্ধ হওয়া দরকার। আর তা হলে, আরও বেশ কিছু মানুষের উপকার হবে। সুপ্রিম কোর্টের বক্তব্য, সরকারের দেখা উচিত সত্যিই যাঁদের প্রয়োজন, তাঁরা যেন এই সফরের জন্য সরকারি সাহায্য পান। বিচারপতি আফতাব আলম এবং বিচারপতি রঞ্জনা দেশাইয়ের ডিভিশন বেঞ্চ আজ অ্যাটর্নি জেনারেল জি ই বাহানবতীকে এ কথা জানিয়ে বলেছে, “এই ধরনের শুভেচ্ছা-সফর এখন অপ্রয়োজনীয়। নয়, দশ জনের সরকারি দলেরও ভর্তুকি দিয়ে এই সফরে পাঠানোর দরকার নেই।”

যাত্রী-নিরাপত্তায় শিল্ড পেল পূর্ব রেল
যাত্রী নিরাপত্তায় বিশেষ সাফল্য দেখানোয় এ বছরের ‘প্যাসেঞ্জার সিকিওরিটি শিল্ড’ পেল পূর্ব রেল। আজ রেলমন্ত্রী মুকুল রায় দিল্লিতে রেলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওই শিল্ড তুলে দেন পূর্ব রেলের শীর্ষ কর্তাদের হাতে। ব্যক্তিগত পর্যায়ে মরণোত্তর পুরস্কার পান পূর্ণেন্দু মণ্ডল। ভুল লাইনে চলে আসা শান্তিপুর লোকালকে দুর্ঘটনা থেকে বাঁচাতে পারলেও গেটম্যান পূর্ণেন্দুবাবু মারাত্মক জখম হন। পরে মারা যান। আজ রেলমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেন তাঁর স্ত্রী। ব্যক্তিগত পর্যায়ে উল্ল্যেখযোগ্য দক্ষতা দেখানোয় পুরস্কার পান রেল বোর্ডের অফিসার অমিত মুখোপাধ্যায়, দমদমের স্টেশন সুপার কানাইলাল মুখোপাধ্যায়, মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক প্রত্যূষ ঘোষ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দেবজিৎ মিশ্র ও অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। যাত্রী নিরাপত্তা ও তদন্তের ক্ষেত্রে সাফল্য দেখানোয় পুরস্কার পেয়েছেন পূর্ব রেলের অশোক চক্রবর্তী।

ঠিক বাজেটই করেছিলাম, আবার দাবি দীনেশের
সুযোগ পেলে আবার একই বাজেট পেশ করবেন বলে আজ মুম্বইয়ে একটি অনুষ্ঠানে মন্তব্য করেছেন প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। তিনি ঠিক বাজেটই পেশ করেছিলেন বলে মনে করেন এই তৃণমূল সাংসদ। ন’বছর পরে রেলে ভাড়া বাড়ানোর প্রস্তাব দেন দীনেশ। সেই বাজেট মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ না হওয়ায় রেলমন্ত্রীর পদ হারান তিনি। দীনেশের আক্ষেপ, কোনও রাজনৈতিক দলেই সঠিক গণতন্ত্র নেই। তাঁর বাজেট কেন রেলের পক্ষে ভাল ছিল না, তা নিয়ে দেশবাসীর প্রশ্ন তোলা উচিত বলে মনে করেন তিনি।

জালন্ধরে কারখানা ভেঙে পড়ে মৃত্যু ২ জনের
রবিবার জালন্ধরে একটি তিনতলা কারখানা ভেঙে পড়লে প্রাণ হারান দু’জন। এই দুর্ঘটনার সময় ওই কারখানায় আড়াইশো থেকে ৩০০ জন উপস্থিত ছিলেন। ধ্বংসাবশেষ থেকে ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে। তবে আরও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা। উদ্ধারে দমকলের সঙ্গে হাত লাগিয়েছে সেনা ও পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, বয়লারে বিস্ফোরণের পর কারখানাটি ভেঙে পড়ে। জালন্ধরের ডেপুটি কমিশনার প্রিয়াঙ্ক ভারতী জানান, বৃষ্টির জন্য উদ্ধারের কাজ বাধা পাচ্ছে। বাড়িটি ভেঙে পড়ার কারণ জানা যায়নি।

মাওবাদীদের ডাকা বন্ধে মিশ্র সাড়া
মাওবাদীদের ডাকা ৪৮ ঘণ্টার বন্ধের দ্বিতীয় দিনেও আজ ঝাড়খণ্ডের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ভাল সাড়া মিলেছে। তবে রাজধানী রাঁচি-সহ শহরাঞ্চলে জীবনযাত্রা প্রায় স্বাবাবিকই ছিল। সব মিলিয়ে এই বন্ধে মিশ্র সাড়া মিলেছে রাজ্যে। গত কালের মতো আজও দূরপাল্লার বাস চলেনি। বন্ধ রাখা হয়েছিল দূরপাল্লার পণ্য পরিবহণের ট্রাক চলাচলও। তবে রাঁচি-সহ রাজ্যের শহরাঞ্চলে এ দিনও বন্ধের কোনও প্রভাব পড়েনি বলে রাজ্য পুলিশের দাবি। রাত অবধি বন্ধকে ঘিরে গোলমালের কোনও ঘটনা ঘটেনি বলে রাজ্য পুলিশের কর্তারা জানিয়েছেন। কেন্দুপাতার দাম বাড়ানোর দাবিতে ১৫ এবং ১৬ এপ্রিল টানা ৪৮ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছিল সিপিআই (মাওবাদী)।

বড় জয় কংগ্রেসের
মহারাষ্ট্রে পুরভোটে বড় জয় পেল কংগ্রেস। কেন্দ্রীয় মন্ত্রী বিলাসরাও দেশমুখের জন্মস্থান লাতুর ছাড়াও আরও তিনটি পুরসভায় একক বৃহত্তম দলের মর্যাদা পেয়েছে তারা। রবিবার রাজ্যে মোট পাঁচটি পুরসভায় ভোট হয়েছিল। লাতুর পুরসভার ৭০টি আসনের মধ্যে ৪৯টিই দখল করেছে কংগ্রেস। শরদ পওয়ারের এনসিপি পেয়েছে ১৩টি আসন। লাতুর ছাড়া চন্দ্রপুর, পারভানি, মালেগাঁও এবং ভিওয়ান্ডি-নিজামপুর পুরসভায় ভোট হয়েছিল। একমাত্র পারভানিতে এনসিপি-র চেয়ে পিছিয়ে পড়েছে কংগ্রেস।

কর্মী খুনে ধৃত হোটেল মালিক
এক কর্মচারীর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট হোটেল মালিককে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকালে ঘটনাটি ঘটেছে পটনার গর্দানিবাগ থানা এলাকার হাইওয়েতে। থানার ওসি জানিয়েছেন, দু’দিন ধরে পুলিশিয়া কুমার (১৭) নামে হোটেলের ওই কর্মচারি নিখোঁজ ছিল। সোমবার সকালে হোটেলের পাশে একটি বদ্ধ জায়গা থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। তার বাড়ি বৈশালির রাঘোপুরায়। নিহতের বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে হোটেলের মালিক উমানাথ রাইকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ মনে করছে, ঝগড়ার কারণে ওই যুবককে মেরে সেখানে ফেলে রাখা হয়েছিল।

আলফা ঘাঁটিতে পুলিশি হানা
আলফা ঘাঁটিতে হানা দিয়ে বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে শিবসাগরে। পুলিশ সূত্রে খবর, সোনারির লুখুরাগাঁওতে আলফার ১০ জনের দলটি ঘাঁটি গেড়েছিল। খবর পেয়ে আজ ভোরে পুলিশ সেখানে হানা দেয়। তবে অন্ধকারের সুযোগ নিয়ে জঙ্গিরা পালায়। ঘাঁটি থেকে বোমা, কয়েকটি জিলেটিন স্টিক, ব্যাটারি, ফিউজ, হুমকি চিঠি প্রভৃতি উদ্ধার করা হয়। বোমা তৈরির সরঞ্জাম ও মশলাও মিলেছে।

বিদ্যুতের তার ছিঁড়ে বস্তিতে আগুন
বিদ্যুতের তার ছিড়ে আগুন লাগায় একটি বস্তির প্রায় ৭০টি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। আজ সকাল ১০ নাগাদ ঘটনাটি ঘটেছে সমস্তিপুরের জিরাটটোলা এলাকায়। অঙ্গনহাট ঘাট থানার ওসি জানিয়েছেন, আজ সকাল ১০টা নাগাদ বস্তির উপর দিয়ে যাওয়া বিদ্যুতের একটি তার ছিঁড়ে নীচে পড়ে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে বস্তিতে। এই ঘটনায় হতাহত না হলেও বহু মানুষ গৃহহীন হয়ে পড়ে।

ক্রিকেট-জুয়ায় ধৃত ৭
আইপিএল-এর ক্রিকেট খেলা নিয়ে কাল রাতে ইস্পাতনগরী জামশেদপুরে সন্ধান মিলল একটি জুয়া-চক্রের। সীতারামডেরা থানা এলাকার একটি স্থানে বসেছিল ওই ক্রিকেট-জুয়ার আসর। সেখান থেকে উদ্ধার হয়েছে নগদ ৮০ হাজার টাকা, একটি ল্যাপটপ এবং ডজনখানের মোবাইল সেট। গ্রেফতার হয়েছে সাত যুবক। ওই ল্যাপটপ পরীক্ষা করে এই জুয়ার সঙ্গে জড়িত আরও বড় চক্রের হদিশ মেলার আশা করছে পুলিশ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.