পুরী-গুয়াহাটি এক্সপ্রেসের বাতানুকূল কামরা থেকে ধোঁয়া বেরোনোয় সোমবার দুপুরে আসানসোল স্টেশনে বিক্ষোভ দেখান যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, ট্রেনটি এ দিন দুপুরে দুর্গাপুর স্টেশন ছাড়ার পরেই তাঁরা বি-১ কামরায় বাতানুকূল যন্ত্র থেকে ধোঁয়া বেরোতে দেখেন। আসানসোল স্টেশনে পৌঁছলে যাত্রীরা স্টেশন ম্যানেজারের কাছে যন্ত্রটি সারানোর দাবি জানান। বিকাল ৩টে ২০ মিনিট নাগাদ সেটি না সারিয়েই ট্রেনটি ছেড়ে দেয় বলে অভিযোগ। এর পরে যাত্রীরা চেন টেনে ট্রেন দাঁড় করিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে রেল কর্তৃপক্ষ বাতানুকূল যন্ত্রটি সারাতে উদ্যোগী হন। বিকাল ৪টে ৪০ মিনিট নাগাদ ট্রেনটি ফের রওনা দেয়।
|
আশা প্রকল্পে দূর্নীতির আশ্রয় নিয়ে উপ প্রধানের স্ত্রীকে নিয়োগ-সহ একগুচ্ছ অভিযোগে সোমবার সকালে প্রায় তিন ঘণ্টা জামুড়িয়ার চিচুড়িয়া পঞ্চায়েত কার্যালয়ে দরজায় তালা ঝুলিয়ে তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। তাদের অভিযোগ, দরপত্র ডাকা হলেও রাস্তার কাজ শুরু হয়নি। দরপত্র খারিজ করা হয়েছে। একশো দিনের কাজ নিয়ে দূর্নীতি হচ্ছে। চার বছরের হিসাব পঞ্চায়েত কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েও কার্যালয়ে পাঠিয়ে দেয়নি। পঞ্চায়েত প্রধান কৃষ্ণা দাস জানান, দাবিগুলি খতিয়ে দেখা হবে।
|
শ্রেণি ভিত্তিক শিক্ষক নিয়োগ, মিড-ডে মিলের সামগ্রীর টাকা প্রতি মাসে নিয়মিত প্রদান-সহ বিভিন্ন দাবিতে রানিগঞ্জ বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে বিক্ষোভ দেখালেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। তাদের আরও দাবি, সর্বশিক্ষা মিশন সফল করতে স্বীকৃত শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের সর্বস্তরের কমিটিতে রাখতে হবে ও শিক্ষার উন্নয়নের স্বার্থে পরিদর্শককে বিদ্যালয় ভিত্তিক ধারাবাহিক পরিদর্শন করতে হবে। বিদ্যালয় পরিদর্শক অজয় পাল জানান, দাবিপূরণের চেষ্টা করা হবে।
|
সিএবি আয়োজিত ৯ নম্বর গ্রুপের অনূর্ধ্ব ১৭ ক্রিকেট লিগে সোমবারের খেলায় বিজয়ী হয় শান্তিদেবী সিসিসি। ডিসিসি মাঠের খেলায় তারা সিউড়ির ডায়মন্ড ওয়াইসিএ-কে ৮ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ৯০ রান তোলে ডায়মন্ড। তার মধ্যে সুমিত মণ্ডল ৫২ রান করে। জবাবে ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় শান্তিদেবী সিসিসি। এক্কা সিংহ অপরাজিত ৫৪ রান করেন। বিজয়ী দলের দেবল দাস ৩৩ রানে ৫টি উইকেট পেয়েছে।
|
বুদবুদ
একাঙ্ক নাট্য প্রতিযোগিতা। ক্লাব প্রাঙ্গন। সন্ধ্যা ৭টা। উদ্যোগ: আমরা ক’জন স্পোর্টিং ক্লাব।
কেতুগ্রাম
যাত্রা। নিরোল। রাত ৮টা। উদ্যোগ: ঈশানেশ্বর বারোয়ারি কমিটি।
বর্ধমান
শ্রী রামকৃষ্ণদেবের ১৭৭তম জন্ম তিথি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান। রাধানগর শ্রীরামকৃষ্ণ স্বাত্মানন্দ মঠ।
বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা। দুপুর ১২টা। রাজবাটি ক্যাম্পাস। |