বোমা ও আগ্নেয়াস্ত্র-সহ দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা হল শান্তিপুরের কারিগরপাড়ার বাসিন্দা রাজা কারিগর ও রবিউল কারিগর। এদের কাছ থেকে ৬’টি তাজা বোমা, একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, রবিবার দুপুরে ছ’জনের একটি দল শান্তিপুরের মুন্সিরবাগান এলাকায় ঘোরাঘুরি করছিল। বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তাঁরা একজনকে ধরে ফেলেন। পুলিশ গিয়ে আরও একজনকে ধরে ফেলে। দু’জনেই সমাজবিরোধী কাজকর্মে জড়িত।
|
মদ্যপ অবস্থায় একটি বারে ভাঙচুর চালানো ও কর্মীদের মারধরের অভিযোগে চার জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে কৃষ্ণনগরের ঘটনা। ধৃতরা হলেন, রাজারোডের বাসিন্দা সুব্রত সরকার, দুর্গাপুরের বাসিন্দা অজয় বসু, জয়দেব মণ্ডল ও মৃদুল সাহা। পুলিশ জানিয়েছে, এ দিন বারে মদ্যপান করতে গিয়ে চেয়ার কিছুক্ষণ পরে ছুড়ে কর্মীদের মারধর শুরু করেন তাঁরা। ভাঙচুরও করেন।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। নাম ভজহরি হালদার (৪৫), বাড়ি চাপড়ার ময়দাননগর। রবিবার সকালে একটি মাছবোঝাই গাড়ি নিয়ে বহরমপুর যাচ্ছিলেন তিনি। তখনই নাকাশিপাড়ার সোনাডাঙার কাছে জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।
|
মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির ত্রয়োদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হল শনি ও রবিবার। রঘুনাথগঞ্জের নাচনা হাই মাদ্রাসার ওই সম্মেলনে প্রায় ৪০০ প্রতিনিধি যোগ দিয়েছিলেন। জেলা পরিষদের সভাধিপতি পূণির্মা দাস, মৎস্য দফতরের প্রতিমন্ত্রী সুব্রত সাহা-সহ বিশিষ্টেরা উপস্থিত ছিলেন।
|
পথ দুর্ঘটনায় মারা গেলেন অমর মারাণ্ডি (৩৫) নামে এক ব্যক্তি। বাড়ি ঝাড়খণ্ডের লিটিপাড়া গ্রামে। রবিবার সামশেরগঞ্জের ধুলিয়ান-পাকুড় রাজ্য সড়কে চাঁদপুর সেতুর কাছে দুর্ঘটনাটি ঘটে। ধুলিয়ান থেকে সাইকেলে নিজের গ্রামে ফিরছিলেন অমরবাবু। তখনই পিছন থেকে একটা লরি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে উত্তেজিত স্থানীয়রা সড়ক অবরোধ করেন। তবে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়।
|
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল টুম্পা রায় (৩৫) নামে এক মহিলার। বাড়ি কোতোয়ালির বসাকপাড়া। পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন টুম্পাদেবী। রবিবার বাহদুরপুরের কাছে ডাউন লালগোলা প্যাসেঞ্জারে কাটা পড়েন তিনি। |