রাজ্যের প্রথম ও উত্তর-পূর্বের দ্বিতীয় ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন হল নাগাল্যান্ডে। কাল সন্ধ্যায়, সোভিমায় নাগাল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এনসিএ) তত্ত্বাবধানে গড়ে ওঠা মাঠ ও স্টেডিয়ামের উদ্বোধন করেন রাজ্যর মুখ্যমন্ত্রী তথা এনসিএ-র সভাপতি নেফিউ রিও। রাজ্যের ক্রীড়ামোদীদের জন্য স্টেডিয়ামটি উৎসর্গ করে রিও বলেন, “রাজ্যের ইতিহাসে এটি স্মরণীয় দিন। স্টেডিয়াম গড়তে খরচ হয়েছে ১০ কোটি ৩১ লক্ষ টাকা।
|
নিখুঁত রেস লড়ে চিনা গ্রাঁ প্রি জিতে নিলেন মার্সিডিজের নিকো রোজবার্গ। ছাব্বিশ বছরের জার্মান তরুণের ফর্মুলা ওয়ান কেরিয়ারে এটাই প্রথম রেস জয়। ছাপান্ন বছর পরে আবার ফর্মুলা ওয়ানে জিতে আবেগে ভাসল মার্সিডিজ দলও। “অবিশ্বাস্য লাগছে! এত আনন্দ আগে কখনও হয়নি। এই মুহূর্তটার জন্য আমাকে আর আমাদের দলকে অনেক দিন অপেক্ষা করতে হল। কিন্তু শেষ পর্যন্ত করে দেখাতে পেরেছি,” বলেছেন উচ্ছ্বসিত রোজবার্গ। ১৯৫৫ সালে মার্সিডিজের হয়ে শেষ জিতেছিলেন রেসিং কিংবদন্তি হুয়ান ম্যানুয়েল ফাঞ্জিও। এ দিন দ্বিতীয় এবং তৃতীয় হলেন ম্যাকলারেনের দুই তারকা জেনসন বাটন ও লুইস হ্যামিল্টন। হতাশ করল সহারা ফোর্স ইন্ডিয়া। চিন থেকে কোনও পয়েন্ট পেল না তারা। পল ডি’রেস্টা ১২ নম্বরে এবং নিকো হুলকেনবার্গ ১৫ নম্বরে রেস শেষ করলেন। নারায়ণ কার্তিকেয়ন শেষ করলেন বাইশে।
|
দলবদল-বিতর্ক, সতীর্থের সঙ্গে মারামারির পর এ বার টোলগে ওজবেকে হাজির হতে হচ্ছে ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির সামনে। সেটা-ও এক মাঠ কর্মীর সঙ্গে ঝামেলায় জড়ানোর জন্য। তাঁকে আগামী বৃহস্পতিবার মারগাওয়ে কমিটির সামনে হাজির থাকতে হবে। পর দিন শুক্রবারই সেখানে ডেম্পোর মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। গত ৫ ডিসেম্বর স্পোর্টিং ক্লুবের বিরুদ্ধে মারগাওয়ে ম্যাচ ছিল টোলগেদের। তার আগের দিন ফাতোরদা স্টেডিয়ামে প্র্যাক্টিস করতে গিয়ে এক স্টেডিয়াম কর্মীর সঙ্গে ঝামেলায় জড়ান টোলগে। ওই কর্মীর সঙ্গে বাকবিতণ্ডা হয়েছিল লাল-হলুদ কোচ ট্রেভর মর্গ্যানেরও। কিন্তু টোলগের সঙ্গে ধাক্কাধাক্কি হয় ওই কর্মীর। শৃ্ঙ্খলারক্ষা কমিটির সামনে হাজির থাকবেন ওই কর্মীও। দোষী প্রমাণিত হলে শাস্তির সামনে পড়তে হবে অস্ট্রেলীয় স্ট্রাইকারকে।
|
রবিবার আই লিগে শিলংয়ে লাজংকে ৫-৩ হারাল প্রয়াগ ইউনাইটেড। হ্যাটট্রিক জোসিমারের। বাকি গোল তুলুঙ্গা এবং ডেনসনের। ইয়াকুবুরা এখন লিগ তালিকায় চার নম্বরে (২৫ ম্যাচে ৪২ পয়েন্ট)। শেষ ম্যাচ ডেম্পোর সঙ্গে। |
সোমবারে আই লিগ
ইস্টবেঙ্গল : চিরাগ কেরল
(যুবভারতী, ৩-৩০)
|
• কাশীপুর সরস্বতী ক্লাবের ফুটবল ট্রায়াল আজ বিজি প্রেস মাঠে।
• আজ শুরু এনসি কোলে ট্রফি। ফাইনাল ২৭ এপ্রিল। |