নিজের স্কুলেই জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষাকেন্দ্র হওয়া নিয়ে হল বিতর্ক। রবিবার মেদিনীপুর শহরের দু’টি স্কুলে তিন ছাত্রের ক্ষেত্রে এই বিতর্ক দানা বাঁধে। যে স্কুলে তারা একাদশ-দ্বাদশ শ্রেণি পড়েছে, সেখানেই জয়েন্ট এন্ট্রান্স দিল ওই তিন ছাত্র। মেদিনীপুর শহরের কেরানিটোলায় মোহনানন্দ স্কুলে জয়েন্টের পরীক্ষাকেন্দ্র হয়েছিল। এমন দুই ছাত্র ওই স্কুলে এ দিন পরীক্ষা দিয়েছে, যারা এখানেই একাদশ-দ্বাদশ শ্রেণি পড়েছে। ওই দুই ছাত্রের মধ্যে এক জন এ বছরই মোহনানন্দ স্কুল থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছে। অন্য জন গত বছর উচ্চ মাধ্যমিক পাশ করে এখন কলেজ পড়ছেন। মেদিনীপুর টাউন স্কুলের এক ছাত্রের সঙ্গে অনুরূপ ঘটনা ঘটেছে। ওই ছাত্র এ বছরই উচ্চ মাধ্যমিক দিয়েছে। কেন এই ঘটনা? জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ভাস্কর গুপ্ত বলেন, “নিজের স্কুলে পরীক্ষাকেন্দ্র করা যাবে না, এমন নিয়ম নেই। তবে আমরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এটা করি না। অনেক সময় পরীক্ষার্থী ফর্মে নিজের স্কুলের পুরো নাম-সহ অন্য তথ্য যথাযথ ভাবে না লিখলে এমনটা হওয়ার সম্ভাবনা থাকে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়া হবে।” সংশ্লিষ্ট দুই স্কুল কর্তৃপক্ষ জানান, এ ক্ষেত্রে তাঁদের কিছু করার নেই। মোহনানন্দ স্কুলের প্রধান শিক্ষক জ্ঞানেন্দ্রনাথ ভুঁইয়া বলেন, “জানতে পেরেই বোর্ডের সঙ্গে যোগাযোগ করি। বোর্ডের দু’জন প্রতিনিধি ওই দুই ছাত্র যে ঘরে পরীক্ষা দিয়েছে, সেখানেই উপস্থিত ছিলেন। বিশেষ নজরদারিতে ওদের পরীক্ষা নেওয়া হয়েছে।” একই বক্তব্য টাউন স্কুলের প্রধান শিক্ষক বিবেকানন্দ চক্রবর্তীর। মেদিনীপুর টাউন স্কুলে এ বার ৩৫৯ জন ছাত্রছাত্রীর জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষাকেন্দ্র হয়েছিল। আর মোহনানন্দ স্কুলে পরীক্ষা দিয়েছেন ৩৩৩ জন।
|
স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন (পশ্চিমবঙ্গ) অনুমোদিত ওয়েস্টবেঙ্গল ল্যান্ড এন্ড ল্যান্ড রিফমর্স এমপ্লয়িজ ফেডারেশনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে এক কনভেনশন অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরে। রবিবার শহরের শ্যাম সংঘ ভবনে এই কনভেনশনের উদ্বোধন করেন ফেডারেশনের জেলা সম্পাদক সুব্রত সরকার। উপস্থিত ছিলেন বিধায়ক রাধাকান্ত মাইতি, শ্রীকান্ত মাহাতো, মেদিনীপুরের পুরপ্রধান প্রণব বসু প্রমুখ। কনভেনশন থেকেই ২৫ জনের নতুন একটি জেলা কমিটি গঠন করা হয়। কমিটির সম্পাদক হয়েছেন সুশীল সেন। সভাপতি ও কার্যকরী সভাপতি হয়েছেন যথাক্রমে তাপ্তি মুখোপাধ্যায় ও প্রতাপ চট্টোপাধ্যায়। কনভেশনে বক্তব্য রাখতে গিয়ে সুব্রতবাবু বলেন, “রাজ্য জুড়ে উন্নয়ন চলছে। জঙ্গলমহল এলাকার উন্নয়নে বিশেষ উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের রাজ্য সরকারের পাশে থেকে সমস্ত রকম সহযোগিতা করতে হবে।” সিদ্ধান্ত হয়েছে, আগামী ৮ মে বেশ কিছু দাবিতে জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরে বিক্ষোভ কর্মসূচি হবে।
|
খেলতে গিয়ে নিখোঁজ ছাত্র, মাইকিং |
দ্বিতীয় শ্রেণির এক ছাত্রের নিখোঁজ হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মেদিনীপুরে। ছাত্রটির নাম অভিজিৎ মজুমদার। সে শহরের তোলাপাড়া মহল্লা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। গত ২৯ মার্চ থেকে অভিজিৎ-এর খোঁজ পাচ্ছেন না পরিবারের লোকজন। ইতিমধ্যে মেদিনীপর কোতয়ালি থানায় অভিযোগও জানিয়েছেন ওই ছাত্রের বাবা তাপস মজুমদার। তাঁর কথায়, “অনান্য দিনের মতো ওই দিন বিকেলেও স্কুলের পাশের মাঠে খেলতে গিয়েছিল ছেলে। আর বাড়ি ফেরেনি। সকলেই চিন্তায় রয়েছি।” ছেলের খোঁজ পেতে শহরে মাইকিংও করেছেন পরিবারের লোকজন। পুলিশ জানিয়েছে, ওই ছাত্রের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
|
দু’দিন নিখোঁজ থাকা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে চন্দ্রকোনা থানার ক্ষীরপাই সংলগ্ন মারগ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম গৌতম কাটারি (৪০), বাড়ি মাড়গ্রামেই। রবিবার সকালে পুকুরে দেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। পুলিশ জেনেছে, অবিবাহিত গৌতমবাবু অবসাদগ্রস্ত ছিলেন। শুক্রবার দুপুর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের তরফে পুলিশে নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। |