টুকরো খবর
সল্টলেকে সুবর্ণজয়ন্তীতে ফিরছে দুই বাসরুটও
বিধাননগরের সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে শোভাযাত্রা। রবিবার। ছবি: অশোক মজুমদার
সল্টলেকের ৫০ বছর পূর্ণ হল রবিবার। এই উপলক্ষে আজ, সোমবার থেকে ফের চালু হচ্ছে দীর্ঘদিন বন্ধ থাকা এস-১৬ এবং এস-২৩ রুটের বাস। পরিবহণমন্ত্রী মদন মিত্র ওই দু’টি রুট ফের আনুষ্ঠানিক ভাবে চালু করবেন বলে বিধাননগর পুরসভার তরফে খবর। ১৯৬২-র ১৬ এপ্রিল সল্টলেকের জন্ম। বয়স ৫০ পেরোলেও সল্টলেকে এখনও আছে পরিবহণের সমস্যা। তৃণমূল পরিচালিত পুরবোর্ড ক্ষমতায় আসার পরেই দীর্ঘদিন বন্ধ থাকা বেশ কিছু বাস রুট ফের চালু করতে রাজ্যের কাছে দরবার করে। পঞ্চাশ বছর পূর্তিতে সল্টলেকের ইতিহাস নিয়ে তথ্যচিত্রও করা হয়েছে পুরসভার পক্ষ থেকে। এই উপনগরী তৈরির জন্য যেখানে প্রথম মাটি ফেলা হয়, বর্তমানে পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের সেই জায়গায় বসছে ফলক। সুবর্ণজয়ন্তী উপলক্ষে রবিবার সকালে সল্টলেকবাসীদের নিয়ে শোভাযাত্রার আয়োজন করে বিধাননগর পুরসভা। মঙ্গলবার পর্যন্ত বাসিন্দাদের সংগঠন বিধাননগর (সল্টলেক) ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও পুরসভা যৌথ ভাবে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছে।

অগ্নি-সুরক্ষার অভাবেই বিপর্যয়
প্রিন্সেপ স্ট্রিটের বহুতলের অফিসে যথাযথ অগ্নি-নির্বাপণ ব্যবস্থা ছিল না বলেই প্রাথমিক তদন্তে জানিয়েছে দমকল। শনিবার, পয়লা বৈশাখের রাতে ১০ নম্বর প্রিন্সেপ স্ট্রিটের ওই ছ’তলা বহুতলের তিন ও চারতলার একটি টিভি চ্যানেলের অফিসে আগুন লাগে। গভীর রাতে আগুন নিভলেও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে রবিবার সকাল পর্যন্ত দমকলের সঙ্গে কাজ করতে হয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। জানা গিয়েছে, সার্ভার রুমে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। দমকল জানিয়েছে, সার্ভার রুমের কাছেই ছিল বেশ কিছু রান্নার গ্যাসের সিলিন্ডার। ওই ঘরের পিছনে ছিল জেনারেটরও। রবিবার ওই বহুতলে গিয়ে দেখা যায়, তিনতলার অফিসঘরের পুড়ে যাওয়া শাটারটি বন্ধ। ঘরের ভিতরে যে সব ‘কিউবিকল্’ এবং যন্ত্রপাতি ছিল, সবই নষ্ট হয়ে গিয়েছে। তুলনায় কম ক্ষতিগ্রস্ত ওই অফিসের চারতলার অংশটি। ওই অফিসের ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন) শ্যামসুন্দর চট্টোপাধ্যায় পুলিশকে জানান, দুই নিরাপত্তারক্ষী অফিস রক্ষণাবেক্ষণ করেন। কিন্তু পয়লা বৈশাখের রাতে তাঁরা কেউ ছিলেন না। আজ, সোমবার ফরেন্সিকের প্রতিনিধিরা সেখানে যাবেন।

পারমিটের নামে প্রতারণা, ধৃত ১
অটোর রুট পারমিট পাইয়ে দেওয়ার নামে এক ব্যক্তির থেকে ৯০ হাজার টাকা হাতানোর অভিযোগে সম্প্রতি এক যুবককে গ্রেফতার করা হয়েছে। যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষ জানান, ধৃত তাপস বসুর বাড়ি নারকেলডাঙায়। অভিযোগ, অনির্বাণ দে নামে এক ব্যক্তিকে ফুলবাগান-গণেশ টকিজ রুটে অটো চালানোর পারমিট পাইয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দেন তাপস। তার জন্য নগদ ৮০ হাজার টাকা এবং চেকে ১০ হাজার টাকা নেন তিনি। কিন্তু দীর্ঘদিন পরেও পারমিট না-পেয়ে পুলিশে অভিযোগ করেন অনির্বাণবাবু। তাপস কোনও দালাল চক্রের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

শ্লীলতাহানি
বিদ্যাসাগর সেতুর নীচে তরুণীর শ্লীলতাহানির অভিযোগে এক জনকে ধরা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম ওমপ্রকাশ শর্মা।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.