শান্তিনিকেতনের প্রাথমিক শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানটি রবিবার ঘুরে দেখলেন এনসিটিই-র এক প্রতিনিধি দল। ২০০৬ সালে রাজ্য সরকার ও এনসিটিই-র মধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নানা বিষয়ে মতানৈক্য তৈরি হয়। পরিকাঠামোর অভাব রয়েছে বলে অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করে এনসিটিই ১২০ আসন বিশিষ্ট বিশ্বভারতী কর্তৃপক্ষের আওতায় থাকা এই প্রতিষ্ঠানটির অনুমোদন বাতিল করে। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি রাজা ঘোষ বলেন, “বন্ধ থাকা প্রাথমিক শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানগুলি ফের চালু করার বিষয়ে নতুন সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এনসিটিই প্রতিনিধি দল আসায় আমরা আশাবাদী এই প্রতিষ্ঠান শীঘ্রই চালু হবে।”
|
মাস পয়লায় জেলার অনেক এলাকার শিক্ষকেরা বেতন পাচ্ছেন না। বিরোধীরা নয়, খোদ তৃণমূলের শিক্ষা সেলের একাংশ এই অভিযোগ তুলেছেন। রবিবার বোলপুর হাইস্কুলে সংগঠনের আলোচনা সভায় এই অভিযোগ উঠেছে। সংগঠনের বোলপুর মহকুমা সভাপতি প্রলয় নায়েক বলেন, “মুখ্যমন্ত্রীর উদ্যোগে অন্যান্য জেলায় ‘জিরো ব্যালান্স অ্যাকাউন্ট’, মাস পয়লায় বেতন-সহ নানা ব্যবস্থা অন্যত্র চালু হলেও এই জেলায় এখনও তা হয়নি। দাবিগুলি জেলা (ভারপ্রাপ্ত) মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শককে লিখিত ভাবে জানাব।” উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি বিকাশ রায়চৌধুরী, সুদীপ্ত ঘোষ-সহ মহকুমা নেতৃত্ব।
|
একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দুবরাজপুরে বি আর অম্বেডকরের ১২২ তম জন্মদিবস সাড়ম্বরে পালিত হল। শনিবার সকালে প্রভাতফেরির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। রবিবার বিকালে দুবরাজপুর ডাঙালতলা মাঠে অম্বেডকরের জীবনী শীর্ষক আলোচনাচক্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, বর্তমান প্রজন্মের কাছে অম্বেডকরের জীবন সম্বন্ধে স্বচ্ছ ধারণা গড়ে তোলার লক্ষ্যে গত বেশ কয়েক বছর ধরে এই দিনটি পালন করা হচ্ছে।
|
রাস্তার ধার থেকে রবিবার সকালে এক মধ্যবয়স্ক অজ্ঞাতপরিচয় অদিবাসী মহিলার দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি রাজনগর থানার ভূরকুনা গ্রামের। দেহটি ময়না-তদন্তের জন্য সিউড়ি হাসপাতালে পাঠানো হয়। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। |