|
|
|
|
শাহরুখ নিয়ে এ বার সরব নিরুপমা রাও |
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক ও মুম্বই |
নিউ ইয়র্কের বিমানবন্দরে শাহরুখ খানের হেনস্থার বিষয়টি নিয়ে এ বার মার্কিন বিদেশ দফতরের সঙ্গে সরাসরি কথা বললেন আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত নিরুপমা রাও। বিষয়টি নিয়ে নয়াদিল্লি কতটা উদ্বিগ্ন, তা-ও জানানো হয়েছে মার্কিন প্রশাসনকে। একটি অনুষ্ঠানের জন্য এখন নিউ ইয়র্কে নিরুপমা। সেখানেই সাংবাদিকদের তিনি বলেন, “বিষয়টি নিয়ে মার্কিন বিদেশ দফতরের সঙ্গে আমি কথা বলেছি। শাহরুখের সঙ্গে যা হয়েছে, তা একেবারেই হওয়া উচিত ছিল না।” তবে শাহরুখের বিষয়টি নিয়ে যে শুধু নয়াদিল্লি উদ্বিগ্ন, তা নয়। নিরুপমার কথায়, “শুধু তো আমরা নই, বিষয়টি নিয়ে গোটা দেশ উদ্বিগ্ন। আমরা সেই কথাটাই মার্কিন বিদেশ দফতরকে বোঝাতে চেয়েছি। আর ওঁরা আমাদের এই উদ্বেগকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন।” ওয়াশিংটনে ভারতের দূতাবাসের তরফে এ নিয়ে একটি প্রেস বিবৃতিও জারি করা হয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য মার্কিন প্রশাসনের হস্তক্ষেপও দাবি করেছে নয়াদিল্লি।
তবে শাহরুখের পদবির জন্যই তাঁকে মার্কিন বিমানবন্দরে হেনস্থা হতে হয়েছে বলে মনে করছেন লতা মঙ্গেশকর। গত কাল রাতে মুম্বইয়ের একটি অনুষ্ঠানে তাঁকে এ বিষয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। সেখানেই লতা বলেন, “কী বলব জানি না। আমার মনে হয়, জঙ্গি হানার আশঙ্কায় সব সময় খুব সতর্ক থাকে আমেরিকা। হতে পারে শাহরুখের পদবির জন্যই সে দিন তাঁকে আটকানো হয়েছিল। আবার তা না-ও হতে পারে। আসলে সন্দেহের থেকেই এমন ঘটনা ঘটেছে বলে আমার ধারণা।” |
|
|
|
|
|