কাবুলে বারবার
হামলার লক্ষ্যে

 

 


১৪ জানুয়ারি, ২০০৮ রাজধানীর সবচেয়ে বিলাসবহুল হোটেল সেরেনায় আত্মঘাতী তালিবান হানা। হত ৮।
৭ জুলাই, ২০০৮ ভারতীয় দূতাবাসে গাড়িবোমা বিস্ফোরণ। নিহত ৫৮। জখম ১৫০ জনের বেশি।
১১ ফেব্রুয়ারি, ২০০৯ বিভিন্ন সরকারি ভবনে হামলা। ২৬ জনের মৃত্যু। জখম ৫৫।
২৮ অক্টোবর, ২০০৯ হামলা হোস্টেলে। রাষ্ট্রপুঞ্জের ৫ কর্মী-সহ ৮ জন নিহত। খতম ৩ তালিবান গেরিলাও।
১৫ ডিসেম্বর, ২০০৯ প্রচুর বিদেশিতে ঠাসা এক হোটেলের কাছে আত্মঘাতী হানা হত ৮। জখম অন্তত ৪০।
১৮ জানুয়ারি, ২০১০ রাজধানী জুড়ে পরের পর বিস্ফোরণ, গুলি। তালিবান তাণ্ডবে মৃত্যু ৫ জনের। আহত অন্তত ৭১।
২৬ ফেব্রুয়ারি, ২০১০ দু’টি অতিথি-নিবাসে হামলা। ৭ ভারতীয়-সহ নিহত ১৬।
১৮ মে, ২০১০ শহরের ব্যস্ত এলাকায় ন্যাটোর কনভয়ে মানববোমা। ৫ মার্কিন সেনা-সহ নিহত ১৮।
১৯ ডিসেম্বর, ২০১০ ফৌজি বাসে দুই মানববোমার হামলা। ৫ সেনার মৃত্যু।
২৮ জানুয়ারি, ২০১১ পশ্চিমীদের প্রিয় সুপার-মার্কেটে ৮ জনের মৃত্যু বিস্ফোরণে।
২১ মে, ২০১১ সেনা-হাসপাতালে তালিবান হামলা। ৬ ডাক্তারি ছাত্রের মৃত্যু।
১৮ জুন, ২০১১ আত্মঘাতী হামলা কাবুলের থানায়। নিহত ৯।
২৮ জুন, ২০১১ বিলাসবহুল হোটেলে হানা। ২১ জনের মৃত্যু।
১৯ অগস্ট, ২০১১ ব্রিটিশ কাউন্সিলের দফতরে আক্রমণ। ৯ জনের মৃত্যু।
১৩/১৪ সেপ্টেম্বর, ২০১১ মার্কিন দূতাবাস ও বিদেশি সেনার ছাউনি ঘিরে ১৯ ঘণ্টা সংঘর্ষ। নিহত অন্তত ১৪।
২০ সেপ্টেম্বর ২০১১ প্রাক্তন প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রব্বানি খুন। শান্তি আলোচনায় অগ্রণী ভূমিকা ছিল তাঁর।
২৯ অক্টোবর, ২০১০ বিদেশি সেনার কনভয়ে গাড়িবোমা বিস্ফোরণ। কয়েক জন মার্কিন সেনা-সহ নিহত ১৭।
৬ ডিসেম্বর, ২০১১ আরও এক দশক আফগানিস্তানে শান্তি ফেরাতে আন্তর্জাতিক প্রয়াস চলবে জার্মানিতে এক সম্মেলনে এই সিদ্ধান্তের পর দিনই কাবুল ও মাজার-ই-শরিফের মসজিদে বিস্ফোরণ। নিহত ৫৪ জন।
১৫ এপ্রিল ২০১২ পাকিস্তানের জেল থেকে নিজেদের নেতা-সদস্যদের মুক্ত করে তালিবান। আফগানিস্তানে পুনরুভ্যুত্থানের অভিযান।
   



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.