পুড়ে যাওয়া সামগ্রী। নিজস্ব চিত্র। |
আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি কাপড়ের দোকান। শনিবার রাতে আসানসোলের বস্তিন বাজার এলাকার ঘটনা। দমকলের চারটি ইঞ্জিন ঘণ্টা দু’য়েকের চেষ্টায় আগুন আয়ত্তে আনে। হতাহতের কোনও খবর নেই। দোকানের মালিক বিষ্ণু জাকারিয়া জানান, রাত সাড়ে ৯টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় আগুন ও ধোঁয়া বেরোতে দেখেন। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দমকলে খবর যায়। দমকলের ওসি সেলিম জাভেদ জানান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
|
অনূর্ধ্ব ১৭ ক্রিকেট চলছে দুর্গাপুরে। রবিবার বিশ্বনাথ মশানের তোলা ছবি। |
সিএবি আয়োজিত ৯ নম্বর গ্রুপের অনূর্ধ্ব ১৭ ক্রিকেট লিগে রবিবারের খেলায় জিতল রানিগঞ্জের অশোক সঙ্ঘ। ডিসিসি মাঠের খেলায় তারা সিউড়ির ডায়মন্ড ওয়াইসিএ-কে ৮ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে সব ক’টি উইকেট হারিয়ে ১০১ রান তোলে ডায়মন্ড। দেবাশিস দাস ২৯ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় অশোক সঙ্ঘ। রাজেশ কান্তি অপরাজিত ৫৮ রান করেন। বল করে সে ৩৭ রানের বিনিময়ে ৩টি উইকেট তুলে নেন। বিজয়ী দলের আরিয়ান কুমার ৮ রানে ৫টি উইকেট তুলে নেয়। ম্যাচটি পরিচালনা করেন ভবানীপ্রসাদ মুখোপাধ্যায়, সুব্রত ঘোষাল।
|
ক্যানালে সিমেন্ট বোঝাই ট্রাক। পানাগড়ে ২ নম্বর জাতীয় সড়কে রবিবার ছবিটি তুলেছেন বিকাশ মশান। |
পানাগড়ে ক্যানাল ব্রিজের রেলিং ভেঙে একটি সিমেন্ট বোঝাই ট্রাক নীচে ক্যানালে পড়ে যায়। রবিবার ভোরে ২ নম্বর জাতীয় সড়কের ঘটনা। পুলিশ জানিয়েছে, ট্রাকটি দুর্গাপুর থেকে সিমেন্ট নিয়ে বর্ধমানে যাচ্ছিল। ক্যানাল ব্রিজে উঠতেই উল্টো দিক থেকে আসা একটি লরি সেটিকে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই ট্রাকটি ক্যানালে পড়ে যায়। ট্রাকটির চালক ও খালাসিকে কাঁকসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়।
|
তৃণমূল ছাত্র পরিষদের দুর্গাপুর মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার দুর্গাপুরের গোপালমাঠে। উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও বিচারমন্ত্রী মলয় ঘটক। এ দিন সভায় অনুপস্থিত ছাত্র নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় ও শঙ্কুদেব পান্ডার বক্তব্য পড়ে শোনানো হয়। আসন্ন দুর্গাপুরের পুর নির্বাচনে তাঁদের ছাত্র সংগঠনের ভূমিকা কী হবে তাও নির্দিষ্ট করে দেন সংগঠনের নেতারা।
|
বুদবুদ
একাঙ্ক নাট্য প্রতিযোগিতা। ক্লাব প্রাঙ্গন। সন্ধ্যা ৭ টা। উদ্যোগ: আমরা ক’জন স্পোর্টিং ক্লাব।
বর্ধমান
শ্রী রামকৃষ্ণদেবের ১৭৭ তম জন্ম তিথি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান।
রাধানগর শ্রীরামকৃষ্ণ স্বাত্মানন্দ মঠ। চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।
আসানসোল
রামনাম সংকীর্তন। বিকাল ৫ টা। রামকৃষ্ণ মিশন আশ্রম। |