নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ‘ফোরাম’ ভেঙে দিয়ে নতুন ইউনিট খোলার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। শুক্রবার শিলিগুড়িতে তৃণমূলের জেলা পার্টি অফিসে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের উপস্থিতিতে আইন বিভাগের ৪০ জন ছাত্রছাত্রী তৃণমূলে যোগ দেন। তাদের সঙ্গে ২ জন ছাত্র প্রতিনিধি রয়েছে বলেও দাবি করা হয়েছে। তৃণমূলের তরফে দাবি করেছে, ওই ছাত্রছাত্রীরা ফোরামের সঙ্গে যুক্ত রয়েছেন। মন্ত্রী বলেন, “এতদিন এসএফআইয়ের সন্ত্রাসের মুখে টিএমসিপি ও ছাত্র পরিষদকে রাজনীতি করতে হয়েছে। এখন রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর সে অবস্থা নেই। তাই টিএমসিপি আলাদা ইউনিট করে সংগঠন তৈরির কাজে নামবে। তাই ফোরাম থেকে বেরিয়ে এসেছে। অন্য কোনও ব্যপার নেই।” সংগঠন সূত্রের খবর, কার্যত ছাত্র পরিষদ ও টিএমসিপি নিয়েই আইন বিভাগে ফোরাম গঠিত হয়েছিল। সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচনে ফোরামের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে এসএফআই। ১৬ টি আসনের মধ্যে ৩টি ফোরাম দখলে রাখতে পেরেছে। গত মাসে টিএমসিপি ও ছাত্র পরিষদ গণ্ডগোলের জেরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রোনাল্ড দে’কে গ্রেফতার করে পুলিশ। তা নিয়ে দুই দল রাস্তায় নেমে একে অপরের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। দুই তরফের নেতাদের বক্তব্য, ওই লড়াইয়ের ফল আইন বিভাগের নির্বাচনে পড়ে। টিএমসিপির তরফে দাবি করা হয়েছে, ছাত্র পরিষদ আইন বিভাগের নির্বাচনে এসএফআইয়ের হয়ে কাজ করেছে। তার জেরেই ফোরাম ছেড়ে টিএমসিপি বেরিয়ে গিয়েছে। কংগ্রেসের দার্জিলিং জেলার মুখপাত্র অভিজিৎ রায়চৌধুরী বলেন, “দুটি সংগঠনেরই ইউনিট রয়েছে আইন বিভাগে। তা নিয়েই ফোরাম গঠিত হয়। এবারের নির্বাচনে টিএমসিপির ২ জন এবং ছাত্র পরিষদের ১ জন করে প্রার্থী জয়ী হয়। আমাদের দলের কর্মী, ছাত্র প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। এখন আবার নতুন করে টিএমসিপি ইউনিট খোলার কথা বলছে কেন বুঝতে পারছি না।” টিএমসিপির জেলা সভাপতি নির্ণয় রায় বলেন, “আইন বিভাগে আমাদের কোনও ইউনিট ছিল না। ফোরাম হিসেবেই লড়াই হত। এবার ইউনিট খোলার কাজ শুরু করেছি।” |