রাজস্ব আদায়ের পরিমাণ বেড়েছে কেন্দ্রীয় রাজস্ব দফতরের শিলিগুড়ি কমিশনারেটে। শুক্রবার দুপুর সাড়ে ১২টা নাগাদ সাংবাদিক বৈঠক করে ওই কথা জানান কেন্দ্রীয় রাজস্ব দফতরের শিলিগুড়ির কমিশনার সুনীল কুমার দাস। তিনি জানান, ২০১১-১২ আর্থিক বছরে ‘সেন্ট্রাল এক্সাইজ’ ১১৫ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। গত আর্থিক বছরে ওই আদায়ের পরিমাণ ছিল ৯৩ কোটি টাকা। ‘সার্ভিস ট্যাক্সে’ ২০১১-১২ আর্থিক বছরে ১৬২ কোটি টাকা ৮৫ লক্ষ টাকা আদায় হয়েছে। গত বছরে ওই আদায়ের পরিমাণ ছিল ৭০ কোটি টাকা। এ ছাড়াও দুটি ক্ষেত্রেই বেশ কয়েকটি মামলায় ১ কোটি ১৩ লক্ষ টাকা আদায় করা হয়েছে। এই আর্থিক বছরে চোরাকারবারে ৫ হাজার ৯৮০টি মামলা রুজু হয়েছে। ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। উত্তরবঙ্গের ছয় জেলা এবং সিকিম নিয়ে কেন্দ্রীয় রাজস্ব দফতরের শিলিগুড়ি কমিশনারেট। কমিশনার বলেন, “গত বছরের তুলনায় এবারে রাজস্ব আদায়ের বৃদ্ধির হার অনেক বেশি হয়েছে।”
|
দীনবন্ধু মঞ্চের উন্নয়ন নিয়ে বৈঠক করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। শুক্রবার দুপুরে মঞ্চের অফিস ঘরে ওই বৈঠক হয়। সেখানে মঞ্চ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মঞ্চের সাউন্ড সিস্টেম, শীততাপ নিয়ন্ত্রিত হল, পাঁচিল সহ বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের ব্যপারে সিদ্ধান্ত নেওয়া হয়।
|
বাংলা স্নাতক স্তরে প্রথম বর্ষের পরীক্ষার প্রশ্ন নিয়ে বির্তক সৃষ্টি হয়েছে। বাংলা পরীক্ষার একটি প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ভান্ডারের বাইরে থেকে এসেছে বলে ছাত্রছাত্রীরা অভিযোগ করেছে। শুক্রবার জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজে পরীক্ষার পরে ছাত্রছাত্রীদের তরফে কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি দেওয়া হয়। ছাত্রছাত্রীদের সঙ্গে আন্দোলনে সামিল হয়েছে তৃণমুল ছাত্র পরিষদও। কলেজ কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয়ই এ বিষয়ে বিবৃতি দেবে।
|
মহকুমা প্রশাসনের উদ্যোগে বাড়িতে রান্নার জন্য চিহ্নিত সিলিন্ডার বাণিজ্যিক কাজে ব্যবহার বন্ধ করতে দিনভর অভিযান চলল শিলিগুড়িতে। শুক্রবার মহকুমাশাসক বৈভব শ্রীবাস্তবের নেতৃত্বে শহরের কোর্ট মোড়, সুভাষপল্লি, রবীন্দ্রনাগর, বিধান মার্কেট, শেঠ শ্রীলাল মার্কেট-সহ নানা এলাকায় অভিযান চলে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মোট ৫২টি সিলিন্ডার আটক করা হয়েছে।
|
সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসায় অধ্যক্ষকে স্মারকলিপি দিল ছাত্র পরিষদ ও এসএফআই। শুক্রবার আলিপুরদুয়ার কলেজে প্রথম বর্ষের বাংলা অর্নাস পরীক্ষার প্রশ্নপত্রকে ঘিরে অসন্তোষ ছড়ায়। অধ্যক্ষ সুব্রত পঞ্চানন বলেন, “প্রশ্নটি সিলেবালের বাইরে ছিল বাংলা বিভাগের প্রধান দিলীপ রায় এখন এই বিষয়টি দেখছেন।” |