টুকরো খবর
বজ্রপাতে দু’জনের মৃত্যু হলদিয়ায়
কালবৈশাখীর সময়ে বজ্রাঘাতে মৃত্যু হল এক মহিলা-সহ দু’জনের। শুক্রবার সকালের ঝড়বৃষ্টির সময়ে বজ্রাঘাতে মৃতদের নাম মালতি দাস (২৯), বাড়ি মহিষাদলে এবং জয়দেব দাস, বাড়ি হলদিয়ায়। আহত হয়েছেন মহিষাদলের আরও ৪ জন। তাঁদের মহিষাদল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এ দিন সকাল ৭টা নাগাদ কালবৈশাখীর সময়ে বাজ পড়ে। সেই সময়েই বজ্রাহত হন মালতিদেবীরা। মহিষাদলের কাঞ্চনপুর জালপাই গ্রামে বাড়ির উঠোনে বসে বিড়ি বাঁধতে-বাঁধতে মোবাইলে বাপের বাড়ির লোকজনের সঙ্গে কথা বলছিলেন মালতিদেবী। তাঁর সঙ্গেই উঠোনে ছিলেন শাশুড়ি গীতাবালা দাস। তিনি এবং মালতিদেবীর চার বছরের ছেলে ইন্দ্রজিৎও আহত হয়। মালতিদেবীদের তিন প্রতিবেশীও আহত হন। স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে বিকেলে মালতিদেবীর দেহটির সুরতহাল হয়। অন্য দিকে, মাঠে কাজ করতে যাচ্ছিলেন হলদিয়ার ভবানীপুর থানা এলাকার বাসিন্দা জয়দেববাবু। সাইকেলে চেপে যাওয়ার সময়েই বজ্রাহত হন তিনি।

খেজুরিতে বিবেক মেলা
দু’দিনব্যাপী ‘বিবেক মেলা’ হয়ে গেল খেজুরি-১ ব্লকে। রাজ্য সরকারের নির্দেশানুসারে জন্ম-সার্ধশতবর্ষে বিবেকানন্দের ভাবাদর্শ প্রচারের লক্ষ্যে মেলার আয়োজন করেছিল খেজুরি-১ ব্লক প্রশাসন ও ব্লক যুব দফতর। বুধবার মেলার উদ্বোধন করেন মুগবেড়িয়া কলেজের প্রাক্তন অধ্যক্ষ হরিপদ মাইতি। ছিল ছাত্রছাত্রীদের প্রভাতফেরি, আলোচনাসভা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।

তোলাবাজি, হলদিয়ায় গ্রেফতার ২ তৃণমূল কর্মী
রেলের ডাবল-লাইনের কাজে বাধা দেওয়া এবং তোলাবাজির অভিযোগে ২ তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার সন্ধ্যায় মহিষাদলের সতীশ সামন্ত হল্ট-স্টেশনের কাছ থেকে শেখ সিরাজ ও সাদ্দাম মল্লিককে গ্রেফতার করে মহিষাদল থানার পুলিশ। ধৃতদের বাড়ি ওই থানা এলাকারই রঙ্গিবসানে। স্থানীয় সূত্রের খবর, সিরাজরা নাটশাল-২ গ্রাম পঞ্চায়েত প্রধান আমেদ আলির ঘনিষ্ঠ। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির পদাধিকারী এক নেতা আবার আমেদের বিরুদ্ধেও তোলাবাজিতে মদত দেওয়ার অভিযোগ করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজগোদা থেকে হলদিয়া ডাবল-লাইনের মাটি ভরাটের কাজে নিযুক্ত ডাম্পার-চালক ও কন্ট্রাক্টরদের থেকে মোটা অঙ্কের টাকা তুলছিল সিরাজরা। এ দিন দাবির বহর চরমে পৌঁছলে কাজ বন্ধ হয়ে যায়। পুলিশের কাছে অভিযোগও দায়ের হয়। পুলিশ সিরাজ ও সাদ্দামকে গ্রেফতার করে। আমেদ আলির অবশ্য দাবি, তাঁর সম্পর্কিত ভাইপো সিরাজ এবং তাঁকে মিথ্যা অভিযোগে জড়ানো হচ্ছে।

কাঁথির স্কুলে নির্মল অভিযান
‘নির্মল বিদ্যালয় অভিযান’ চলছে কাঁথি মহকুমার বিভিন্ন স্কুলে। আয়োজন করা হচ্ছে নানা অনুষ্ঠানের। সোফিয়াবাদ শীতলপ্রসাদ বিদ্যামন্দির, রামনগর-২ ব্লকের কালিন্দি ইউনিয়ন হাইস্কুল, কাঁথি-৩ ব্লকের করলদা বাণীনিকেতন হাইস্কুল ও করঞ্জি সুভাষ বিদ্যাভবনে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে শিশুসংসদ গঠন করা ছাড়াও নিরাপদ পানীয় জল, যথাযথ স্বাস্থ্যবিধান ও উন্নত স্বাস্থ্যাভ্যাস গড়ে তোলার জন্য প্রচার চলছে। হয়েছে ছাত্রছাত্রীদের মিছিলও।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.