গাজনের মেলা দেখতে এসে দুষ্কৃতীর ছুরির ঘায়ে জখম হলেন মা ও ছেলে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কামারপুকুরের গাজনতলায়।
স্থানীয় শিবপুর গ্রামের বাসিন্দা প্রতিমা দাস ও তাঁর ছেলে বিশ্বনাথ দাস গাজনতলায় মেলা দেখতে এসেছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ পেছন থেকে তাঁদের উপর ছুরি চালায় এক ব্যক্তি। অভিযুক্ত ব্যক্তি, অজিত মণ্ডল সম্পর্কে বিশ্বনাথবাবুর মেসোমশাই। স্থানীয় লোকজন অজিত মণ্ডলকে ধরে ফেলে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। গ্রেফতার করা হয় তাঁকে। আহতদের প্রথমে কামারপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে বিশ্বনাথবাবুকে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রতিমাদেবীর হাতে এবং বিশ্বনাথবাবুর পিঠে আঘাত লেগেছে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবারের ঘটনার নেপথ্যে রয়েছে পাবিবারিক বিবাদ। কয়েক মাস আগে প্রতিমাদেবী ও বিশ্বনাথবাবু অজিতবাবুর ছেলের বিয়ের জন্য মেয়ে দেখাশোনা করেছিলেন। সে সময় অজিতবাবুর ছেলের সঙ্গে একজনের বিয়ে ঠিক হয়েও শেষমুহূর্তে তা ভেঙে যায়। অজিতবাবু তখন পুরো বিষয়টির জন্য প্রতিমাদেবীদের দায়ী করেন বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। তাঁদের আরও দাবি, মাসখানেক আগে ওই বিয়ে ভেঙে যাওয়ায় অপমানবোধে ভুগছিল অজিতবাবুর পরিবার। তার জেরেই অজিতবাবু নিজের স্ত্রী ও ছেলেকে নিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। স্থানীয় বাসিন্দাদের অনুমান, পুরনো আক্রোশের বশেই অজিতবাবু এ দিনের ঘটনাটি ঘটিয়েছেন। পুলিশ তদন্ত করছে। |