বাদাম খেত থেকে উদ্ধার হল এক যুবকের দেহ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে পুড়শুড়ার নেওটা গ্রামে। বিশ্বনাথ সামুই (৩৫) নামে ওই যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলেন পরিবারের লোক এবং গ্রামবাসীদের একাংশ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিশ্বনাথবাবুর বাড়ির লোকের অভিযোগর তির শ্বশুরবাড়ির আত্মীয়দের দিকে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়না-তদন্তের জন্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যেখান থেকে ওই যুবকের দেহ মেলে, তাঁর বাড়ি সেখান থেকে দু’কিলোমিটার দূরে খানাকুলের বালিপুরে। তাঁর শ্বশুর বাড়ি আরও কাছে, নেওটা গ্রামেই। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, মৃতের শরীরে আঘাতের চিহ্ন নেই। দেহ পাঠানো হয় ময়না-তদন্তে। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, ওই যুবকের দেহে বিষক্রিয়ার লক্ষণ ছিল। বিশ্বনাথ পেশায় দিনমজুর। পারিবারিক শান্তির জেরে তাঁর স্ত্রী কয়েক দিন আগে বাপের বাড়ি চলে গিয়েছিলেন। বৃহস্পতিবার বিশ্বনাথ বাড়িতে বলেছিলেন, শ্বশুরবাড়ি যাবেন। তারপর রাতে তাঁর সঙ্গে বাড়ির কারও যোগাযোগ হয়নি। সকালে মাঠে দেহটি পড়ে থাকতে দেখা যায়।
|
বাউড়িয়ায় বিভিন্ন এলাকায় হুগলি নদীর ভাঙন মেরামতির কাজ দীর্ঘদিন ধরে অসমাপ্ত। আগামী বর্ষায় এই এলাকা প্লাবিত হতে পারে বলে বাসিন্দাদের আশঙ্কা। বছর খানেক আগে সিন্দুরিয়া মহল, হাট বাউড়িয়া, গৌড়ীয় মঠ, ডিপুর মাঠ, দক্ষিণ বাউড়িয়া শ্মশানঘাট প্রভৃতি এলাকায় হুগলি নদীর পাড়ে প্রায় ৮০০ ফুট ভাঙন মেরামতির কাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দারা জানান, মাসখানেক চলার পরে তা বন্ধ। এলাকাবাসীর দাবি, বোল্ডার দিয়ে পাকাপাকি ভাবে ভাঙন মেরামত করতে হবে। সমবায়মন্ত্রী হায়দর আজিজ সফি এই এলাকা পরিদর্শনে আসেন। তার পরেও কাজ হয়নি। সেচ দফতরের বক্তব্য, সিন্দুরিয়ামহল এবং গৌড়ীয় আশ্রমের কাছে ভাঙন মেরামতির কাজ শীঘ্র হবে। তবে ডিপুর মাঠের কাছে মেরামতির কাজ কবে শুরু হবে সে বিষয়ে নির্দিষ্ট ভাবে কিছুই বলতে পারেননি আধিকারিকেরা।
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। নাম শিবশঙ্কর সাউ (৩২)। বাড়ি গোঘাটের পাতুলপাড়া গ্রামে। শুক্রবার সকালে ঘরের পাখা চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই মৃত্যু হয় ওই যুবকের।
|
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। ঘটনাটি খানাকুলের রঞ্জিতবাটি গ্রামের। বৃহস্পতিবার সকালে আগুন লাগে রিঙ্কু ভুঁইয়ার (২৮) বাড়ির খড়ের ছাউনিতে। গ্রামবাসীরা আগুন নিভিয়ে ওই মহিলাকে উদ্ধার করেন।
|
শুক্রবার ভোরে শ্রীরামপুর স্টেশনের কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম কাউন্টারে আগুন লেগে যায়। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। দমকলের অনুমান, শর্টসার্কিট থেকেই ওই আগুন লাগে। |