আপাতত সংস্থার প্রকল্প স্থগিত রাজ্যে
ইনফোসিসের বিবর্ণ পূর্বাভাসে নামল বাজার
শেয়ার বাজারকে হতাশ করল ইনফোসিসের ব্যবসা বৃদ্ধির পূর্বাভাস। চলতি অর্থবর্ষের শেষে আয় কোথায় গিয়ে দাঁড়াতে পারে, শুক্রবারই সেই পরিসংখ্যান প্রকাশ করেছে তথ্যপ্রযুক্তি সংস্থাটি। যা আদৌ খুশি করতে পারেনি বাজারের লগ্নিকারীদের। এ দিন সংস্থার তরফ থেকে ‘প্রত্যাশিত দুঃসংবাদ’ এসেছে রাজ্যের জন্যও। কারণ পশ্চিমবঙ্গের প্রকল্প আপাতত স্থগিত রাখার কথা এ দিনই প্রথম সরকারি ভাবে জানিয়েছে ইনফোসিস।
এ দিন গত আর্থিক বছরের শেষ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশের পরই আনন্দবাজারকে পাঠানো ই-মেলে ইনফোসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গ্লোবাল হেড (কমার্শিয়াল অ্যান্ড কর্পোরেট রিলেশন্স) বিনোদ হামপাপুর জানান, “কলকাতার প্রকল্প আপাতত স্থগিত রাখছি আমরা। যথা সময়ে তা পুনর্বিবেচনা করব এবং পরবর্তী পদক্ষেপ করব।”
বিশেষজ্ঞদের মতে, ইউরোপ-সহ সারা বিশ্বের টালমাটাল অর্থনীতির কারণে ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির বরাত যে সে ভাবে বাড়বে না, তা আগেই আন্দাজ করেছিলেন লগ্নিকারীরা। তবুও ২০১২-’১৩ সালে ইনফোসিসের ব্যবসা ১০-১৫% বাড়বে বলে আশা করেছিলেন তাঁরা। কিন্তু সেখানে নিজেদের পরিসংখ্যানে ব্যবসা থেকে আয় ৮-১০% বাড়তে পারে বলে জানিয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থাটি। বরাত সে ভাবে না বাড়লেও ব্যবসা বৃদ্ধির পূর্বাভাস যে এতটা কম হবে, তা আশা করেননি লগ্নিকারীরা। যে কারণে বম্বে স্টক এক্সচেঞ্জে এক ঝটকায় ১২.৬১% পড়েছে সংস্থার শেয়ার দর। এক দিনের মধ্যে ২০ হাজার কোটি টাকা খুইয়েছেন ওই শেয়ারে লগ্নিকারীরা। কমেছে আরও দুই তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস এবং উইপ্রোর দরও। আর এ সবের ফলেই ২৩৮.১১ পয়েন্ট পড়ে ১৭,০৯৪.৫১ অঙ্কে থিতু হয় সেনসেক্স। অবশ্য চতুর্থ ত্রৈমাসিকে আগের বছরের একই সময়ের সাপেক্ষে সংস্থার আয় ও নিট মুনাফা বেড়েছে যথাক্রমে ২২% ও ২৭.৪%।
এতখানি হতাশাজনক পূর্বাভাস বাজার আগাম আঁচ না-করলেও, প্রায় প্রত্যাশিতই ছিল এ রাজ্যে ইনফোসিসের প্রকল্প আপাতত স্থগিতের সিদ্ধান্ত। কেন্দ্রের কাছে বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার জন্য বিশেষ আর্থিক অঞ্চল বা ‘সেজ’-এর তকমা ছাড়া প্রকল্প গড়া যে অসম্ভব, এ রাজ্যে এসেই তা জানিয়ে গিয়েছিলেন ইনফোসিসের প্রাক্তন কর্ণধার এন আর নারায়ণমূর্তি। গত ক’মাসে এই একই কথা বারে বারে মনে করিয়ে দিয়েছে সংস্থাও। আবার উল্টো দিকে, মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী গোড়া থেকেই জানিয়েছেন যে, দল হিসেবে তৃণমূল ও বর্তমান রাজ্য সরকার নীতিগত ভাবে সেজ-এর বিরোধী। তাই দু’পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় এই ঘোষণা কার্যত সময়ের অপেক্ষা ছিল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। এ দিনের প্রত্যাশা না-মেটানো আর্থিক ফলাফল এবং বিবর্ণ পূর্বাভাস শুধু সেই ঘোষণাকে সামান্য ত্বরান্বিত করেছে বলে তাঁদের দাবি।
এ দিকে, ২০১১-’১২ অর্থবর্ষের জন্য শেয়ার পিছু ২২ টাকা ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে ইনফোসিস। পাশাপাশি নিজেদের বিপিও ব্যবসার ১০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া হবে শেয়ার-পিছু ১০ টাকার বিশেষ ডিভিডেন্ডও।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.