শেয়ার বাজারকে হতাশ করল ইনফোসিসের ব্যবসা বৃদ্ধির পূর্বাভাস। চলতি অর্থবর্ষের শেষে আয় কোথায় গিয়ে দাঁড়াতে পারে, শুক্রবারই সেই পরিসংখ্যান প্রকাশ করেছে তথ্যপ্রযুক্তি সংস্থাটি। যা আদৌ খুশি করতে পারেনি বাজারের লগ্নিকারীদের। এ দিন সংস্থার তরফ থেকে ‘প্রত্যাশিত দুঃসংবাদ’ এসেছে রাজ্যের জন্যও। কারণ পশ্চিমবঙ্গের প্রকল্প আপাতত স্থগিত রাখার কথা এ দিনই প্রথম সরকারি ভাবে জানিয়েছে ইনফোসিস।
এ দিন গত আর্থিক বছরের শেষ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশের পরই আনন্দবাজারকে পাঠানো ই-মেলে ইনফোসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গ্লোবাল হেড (কমার্শিয়াল অ্যান্ড কর্পোরেট রিলেশন্স) বিনোদ হামপাপুর জানান, “কলকাতার প্রকল্প আপাতত স্থগিত রাখছি আমরা। যথা সময়ে তা পুনর্বিবেচনা করব এবং পরবর্তী পদক্ষেপ করব।”
বিশেষজ্ঞদের মতে, ইউরোপ-সহ সারা বিশ্বের টালমাটাল অর্থনীতির কারণে ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির বরাত যে সে ভাবে বাড়বে না, তা আগেই আন্দাজ করেছিলেন লগ্নিকারীরা। তবুও ২০১২-’১৩ সালে ইনফোসিসের ব্যবসা ১০-১৫% বাড়বে বলে আশা করেছিলেন তাঁরা। কিন্তু সেখানে নিজেদের পরিসংখ্যানে ব্যবসা থেকে আয় ৮-১০% বাড়তে পারে বলে জানিয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থাটি। বরাত সে ভাবে না বাড়লেও ব্যবসা বৃদ্ধির পূর্বাভাস যে এতটা কম হবে, তা আশা করেননি লগ্নিকারীরা। যে কারণে বম্বে স্টক এক্সচেঞ্জে এক ঝটকায় ১২.৬১% পড়েছে সংস্থার শেয়ার দর। এক দিনের মধ্যে ২০ হাজার কোটি টাকা খুইয়েছেন ওই শেয়ারে লগ্নিকারীরা। কমেছে আরও দুই তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস এবং উইপ্রোর দরও। আর এ সবের ফলেই ২৩৮.১১ পয়েন্ট পড়ে ১৭,০৯৪.৫১ অঙ্কে থিতু হয় সেনসেক্স। অবশ্য চতুর্থ ত্রৈমাসিকে আগের বছরের একই সময়ের সাপেক্ষে সংস্থার আয় ও নিট মুনাফা বেড়েছে যথাক্রমে ২২% ও ২৭.৪%।
এতখানি হতাশাজনক পূর্বাভাস বাজার আগাম আঁচ না-করলেও, প্রায় প্রত্যাশিতই ছিল এ রাজ্যে ইনফোসিসের প্রকল্প আপাতত স্থগিতের সিদ্ধান্ত। কেন্দ্রের কাছে বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার জন্য বিশেষ আর্থিক অঞ্চল বা ‘সেজ’-এর তকমা ছাড়া প্রকল্প গড়া যে অসম্ভব, এ রাজ্যে এসেই তা জানিয়ে গিয়েছিলেন ইনফোসিসের প্রাক্তন কর্ণধার এন আর নারায়ণমূর্তি। গত ক’মাসে এই একই কথা বারে বারে মনে করিয়ে দিয়েছে সংস্থাও। আবার উল্টো দিকে, মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী গোড়া থেকেই জানিয়েছেন যে, দল হিসেবে তৃণমূল ও বর্তমান রাজ্য সরকার নীতিগত ভাবে সেজ-এর বিরোধী। তাই দু’পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় এই ঘোষণা কার্যত সময়ের অপেক্ষা ছিল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। এ দিনের প্রত্যাশা না-মেটানো আর্থিক ফলাফল এবং বিবর্ণ পূর্বাভাস শুধু সেই ঘোষণাকে সামান্য ত্বরান্বিত করেছে বলে তাঁদের দাবি।
এ দিকে, ২০১১-’১২ অর্থবর্ষের জন্য শেয়ার পিছু ২২ টাকা ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে ইনফোসিস। পাশাপাশি নিজেদের বিপিও ব্যবসার ১০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া হবে শেয়ার-পিছু ১০ টাকার বিশেষ ডিভিডেন্ডও। |