টুকরো খবর
মালগাড়ির ধাক্কায় মৃত্যু
ঘটনাস্থল। নিজস্ব চিত্র।
রেললাইন পার হতে গিয়ে মালগাড়ির ধাক্কায় মৃত্যু হল বাঁকোলা ১ নম্বর ইনক্লাইনের এক খনিকর্মীর। মৃতের নাম হরিচন্দ্র প্রধান (৪৪)। ঘটনাটি ঘটেছে অন্ডালের বাঁকোলা রেল সাইডিংয়ের কাছে। আইএনটিটিইউসি-র দাবি, তাদের বিক্ষোভের জেরে কোলিয়ারি কর্তৃপক্ষ মৃতের ছেলেকে চাকরিতে নিয়োগ করার চুক্তি স্বাক্ষর করেছেন।

নতুন সিআইএসএফ ব্যারাক কুলটিতে
কুলটিতে শুক্রবার নতুন সিআইএসএফ ব্যারাক ও আবাসনস্থলের উদ্বোধন করলেন সেল গ্রোথ ডিভিশনের ইডি তপনকুমার দাস। সেলগ্রোথ ডিভিশনের কুলটি কারখানার নিরাপত্তার জন্য এই ব্যারাক ও আবাসন স্থলটি তৈরির প্রয়োজনীয়তা ছিল বলে জানান তিনি। সংস্থার ডিজিএম কৃষ্ণকান্ত তিওয়ারি জানান, এই প্রকল্পটির জন্য খরচ হয়েছিল প্রায় পাঁচ কোটি টাকা। সিআইএসএফের ডিজি অনিল কুমার জানান, ১৬০ জন সিআইএসএফ কর্মী অফিসার কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকবেন। সংস্থার কর্মী তথা স্থানীয় বাসিন্দা কল্যাণ মুখোপাধ্যায় জানান, সিআইএসএফ নিয়োগ হওয়ায় কারখানার সম্পদ রক্ষার পাশাপাশি নিরাপদে বসবাস করবে এলাকার বাসিন্দারা।

খনিতে জয়ী তৃণমূল
কেন্দা এরিয়ার কেন্দা কোলিয়ারির এমপ্লয়িজ ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটির পরিচালন সমিতির নির্বাচনে ৯টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল সমর্থিত জয়েন্ট অ্যাকশন কমিটির প্রার্থীরা। সোসাইটি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। তৃণমূল সমর্থিত প্রার্থীরা ছাড়া অন্য কেউ মনোনয়ন দাখিল করেননি। তৃণমূলের প্রদেশ কমিটির সদস্য মুকুল বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, দু’দশকের বেশি সময় সিটু এই সোসাইটিতে নির্বাচন হতে দেয়নি।

মুখ্যমন্ত্রীর কাছে স্কুলের দাবি
কনভয় থামিয়ে ঊর্দূ ভাষায় পঠন-পাঠনের জন্য স্কুল তৈরির দাবি শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুর্গাপুরের দু’টি অনুষ্ঠান সেরে বড়জোড়ায় যাওয়ার পথে এসবিএসটিসি গ্যারাজের কাছে স্টেশন রোডের ধারে কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে কথাও বলেন দুর্গাপুর মাইনরিটি ডেভলপমেন্ট কমিটির কর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। একটি স্মারকলিপি দিয়ে স্কুল তৈরির আর্জি জানান কর্তারা। আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার অজয় নন্দকে ডেকে বিষয়টি দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

জলসঙ্কট, ঘেরাও
পানীয় জল সরবরাহ অপর্যাপ্ত, নোংরা জল সরবরাহ করা হচ্ছে। প্রতিকারের দাবিতে বেন কোলিয়ারির এজেন্ট এবং ম্যানেজারকে প্রায় ৩ ঘণ্টা কার্যালয়ে আটকে রেখে কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। এজেন্ট জিপি সিংহ জানান, দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

লরির ধাক্কায় জখম, বিক্ষোভ
বালিবোঝাই লরির ধাক্কায় জখম হলেন এক মহিলা। তার জেরে লরি আটকে রেখে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের তিরাট পঞ্চায়েত কার্যালয়ের সামনে। চালক পালিয়ে গেলেও বাসিন্দারা লরিটিকে পঞ্চায়েত কার্যালয় চত্বরে আটকে রেখেছে। পুলিশ জানিয়েছে, কোনও পক্ষই কোনও অভিযোগ দায়ের করেনি। তবে পঞ্চায়েত কার্যালয়ে লরিটি আটকে রাখায় বিডিও-র কাছে বিষয়টি লিখিত পর্যায়ে জানানো হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.