নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ইসিএলের একটি ভূগর্ভস্থ কয়লা খনির চাল ধসে মারা গেলেন কর্মরত এক শ্রমিক। গুরুতর জখম হয়েছেন আরও চার জন। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে সালানপুর এরিয়ার রাঙা কোলিয়ারিতে। পুলিশ জানিয়েছে, মৃত শ্রমিকের নাম সুখেন মোদি (৪২)। আহতদের ইসিএলের কাল্লা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন ইসিএলের আধিকারিকেরা।
ইসিএল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতের পালিতে শ্রমিকেরা ওই খনিতে কয়লা কাটার কাজে নামেন। হঠাৎই প্রায় ৫ মিটার লম্বা কয়লার স্তর চাল থেকে ভেঙে পড়ে। কমর্রত পাঁচ শ্রমিক চাপা পড়েন। অন্য শ্রমিকেরা উপরে খবর পাঠান। উদ্ধারকারী দল খনিগর্ভে নেমে ধসে যাওয়া চাল সরিয়ে আহতদের তুলে আনেন। |
হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা এক জনকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার তৃণমূল নেতা পাপ্পু উপাধ্যায়ের নেতৃত্বে মৃতের আত্মীয় পরিজন ও প্রতিবেশীরা মৃতদেহটি খনি চত্বরে রেখে মৃতের আত্মীয়কে চাকরি দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন। বেশ কয়েক ঘণ্টা বিক্ষোভ চলে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান ইসিএলের আধিকারিকেরা। সংস্থার সালানপুর এরিয়ার চিফ জেনারেল ম্যানেজার হরিসাধন মুখোপাধ্যায় জানান, নিয়ম অনুযায়ী নিকট আত্মীয়ের ক্ষতিপূরণ করা হবে। এর পরেই বিক্ষোভ উঠে যায়। কী ভাবে এই দুর্ঘটনা ঘটেছে? জবাবে ইসিএলের আধিকারিকেরা জানান, কোনও কারণে খনির চালে ফাটল ধরেছিল। বাইরে থেকে যা বোঝা যায়নি। কয়লা কাটার সময় তা আলগা হয়ে ধসে পড়েছে। ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন হরিসাধনবাবু। |