নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
খোদ দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী শহরে উপস্থিত। তার মধ্যেই দুর্গাপুরে সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূলের শ্রমিক সংগঠনের দু’টি গোষ্ঠী। দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ঠিকা শ্রমিকের কাজ পাওয়া নিয়ে শুক্রবার আইএনটিটিইউসি-র দু’টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনায় জখম চার জন দুর্গাপুর হাসপাতালে ভর্তি।
ডিএসপি-তে ঠিকা শ্রমিকের কাজ পাওয়া নিয়ে এর আগেও একাধিক বার আইএনটিটিইউসি-র গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে। কারখানার গেটের বাইরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েক দিন আগে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে জানিয়েছিলেন, দলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। ঘটনাচক্রে, বৃহস্পতিবার রাতেই দুর্গাপুরে পৌঁছন তিনি। শুক্রবার দুপুরে শহরে দু’টি সরকারি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। তিনি দুর্গাপুরে থাকাকালীনই এ দিন সকালে আমরাইয়ে আইএনটিটিইউসি-র দু’টি গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন সকালে শেখ সালাউদ্দিন ও শেখ সাহাবুদ্দিন নামে দুই স্থানীয় আইএনটিটিইউসি নেতার অনুগামীদের মধ্যে বচসা শুরু হয়। |
দু’পক্ষই দাবি করতে থাকে, ডিএসপি-তে ঠিকা শ্রমিক নিয়োগের ক্ষেত্রে তাদের বঞ্চিত করা হচ্ছে। নিজেদের গোষ্ঠীর আরও বেশি লোককে কাজ দিতে হবে বলে দু’পক্ষ দাবি জানাতে থাকে। দু’দলই ডিএসপি-র উদ্দেশে রওনা হয়। কারখানায় ঢোকার আগেই কাণ্ডেশ্বর এলাকায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। জখম হন জনা দশেক। তাঁদের মধ্যে সালাউদ্দিনের পক্ষের শেখ মান্নান ও শেখ লোকমান এবং সাহাবুদ্দিনের পক্ষের শেখ নুরউদ্দিন ও সৈয়দ আলিকে হাসপাতালে ভর্তি করানো হয়। সাহাবুদ্দিনের গোষ্ঠীর তরফে শেখ আনারুল দাবি করেন, সাহাবুদ্দিনের কর্তৃত্ব মানতে না চাওয়ায় তাঁদের উপরে হামলা হয়েছে। সাহাবুদ্দিন অবশ্য এমন অভিযোগ মানতে চাননি। তিনি শুধু বলেন, “রুটি-রুজিতে টান পড়ার জন্যই প্রতিবাদ করা হয়েছে।”
আইএনটিটিইউসি-র জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় অবশ্য এই ঘটনার মধ্যে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলে দাবি করেছেন। ঝামেলায় জড়িয়ে পড়া দু’পক্ষই আইএনটিটিইউসি-র কর্মী-সমর্থক বলে মেনে নিলেও তাঁর দাবি, “আমি খোঁজ নিয়ে জেনেছি, এটি নিতান্তই এক ঘরোয়া বিবাদ। বেশ কয়েক দিন ধরেই এই বিবাদ চলছে। সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নয়।” |