ফাইনালে গেল মিলনী ক্লাব
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বাম অ্যাপালো স্পোর্টস কোচিং সেন্টারের উদ্যোগে আব্দুর রশিদ স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে উঠল মিলনী ক্লাব। তারা সেমিফাইনালে তিওয়ারিবাগান সাথী সঙ্ঘকে ৮২ রানে হারায়। প্রথমে ব্যাট করে মিলনী করে ২০ ওভারে ২১১-৬। দলের সৌরভ মণ্ডল করেন ১১০। সৌমদীপ মিত্র করেন ৩৪। সাথীর সনৎ দাস ৪১ রানে ৩ উইকেট দখল করেন। পরে সাথী করে ২০ ওভারে ১২৯-৭। সনৎ দাস করেন অপরাজিত ৬৯। মিলনীর সঞ্জয় যাদব ২২ রানে ২ উইকেট দখল করেন। রবিবার অন্য সেমিফাইনালে কলকাতা একাদশ খেলবে বাম অ্যাপালোর বিরুদ্ধে। |
জয়ী বাবুরবাগ চাঙ্কি একাদশ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
আউশগ্রামের বনপাশ-কামারপাড়া মাঠে অনুষ্ঠিত ক্রিকেট প্রতিযোগিতায় খেতার জিতল বাবুরবাগ চাঙ্কি একাদশ। তারা ফাইনালে বর্ধমানের রাজনন্দিনী ক্লাবকে দু’রানে হারায়। প্রথমে চাঙ্কি একাদশ করে ১৬ ওভারে ১৩৯। রাজনন্দিনী ১৫.৫ ওভারে করে ১৩৭। ফাইনালের সেরা উজ্জ্বল দাস ও প্রতিযোগিতার সেরা রাজনন্দিনীর আব্দুল হাফিজ। |
অনূর্ধ্ব ১৭ ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
সিএবি আয়োজিত ৯ নম্বর গ্রুপের অনূর্ধ্ব ১৭ ক্রিকেট লিগে শুক্রবারের খেলায় জয় পেল আসানসোলের শান্তিদেবী সিসি। এ দিন ডিসিসি মাঠের খেলায় তারা রানিগঞ্জের অশোক সঙ্ঘকে ৩ রানে হারায়। প্রথমে ব্যাট করে সব ক’টি উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে শান্তিদেবী সিসি। দেবল দাস ৩৮ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ১৫৪ রানের বেশি তুলতে পারেনি। আরিয়ান কুমার ৩২ রান করেন। ম্যাচটি পরিচালনা করেন তুষারকান্তি ঘোষ, বিপ্লব বসু। |
জয়ী পানুড়িয়া
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
আছড়া নেতাজি ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় দ্বিতীয় সেমিফাইনালে জয়ী হল পানুড়িয়া বিবেকানন্দ ক্লাব। আছড়া হাইস্কুল মাঠে তারা সালতা ক্রিকেট ক্লাবকে ৩ রানে হারিয়ে ফাইনালে ওঠে। প্রথমে ব্যাট করে পানুড়িয়া ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান করে। জবাবে সালতার ইনিংস ১৩২ রানে শেষ হয়ে যায়। |