টুকরো খবর
অ্যাডমিট কার্ড আসেনি
প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট বা পিটিটিআই পড়ুয়াদের ২২ জন অ্যাডমিড কার্ড না আসায় ন্যাশানাল ইন্সটিটিউশন অব ওপেন স্কুলিং বা এনআইওএস পরিচালিত উচ্চমাধ্যমিকের স্তরের দু’টি পরীক্ষায় বসতে পারলেন না। পিটিটিআই-এর যে সব পড়ুয়ার উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর নেই তাঁরাই ওই পরীক্ষায় বসতে পারেন। জীববিদ্যা ও ইংরেজি ওই দু’টি পরীক্ষায় বসতে না পারায় তাঁরা এ বার ওই পরীক্ষায় পাস করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় থেকেই গেল। সোমবার ওই দু’টি পরীক্ষা দিতে না পারলেও কলকাতার এনআইওএস-এর আঞ্চলিক দফতর থেকে অ্যাডমিড কার্ড সংগ্রহ করে বুধবার ওই ২২ জন অবশ্য ভূগোল পরীক্ষা দিয়েছেন বলে জানা গিয়েছে। কিন্তু এনআইওএস কর্তৃপক্ষ তাঁদের অ্যাডমিট কার্ড পাঠালেন না কেন? চেষ্টা করেও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যায়নি। যে ২২ জন পরীক্ষা দিতে পারেননি তাঁদের অন্যতম পার্থ ঘোষ ও সিরাজুল ইসলাম। তাঁরা বলেন, “কয়েক বছর ধরে পিটিটিআই নিয়ে ভুগছি। ব্রিজ কোর্স দেওয়ার সুযোগ এলেও অ্যাডমিড কার্ড না পাওয়ায় প্রথম দিনের পরীক্ষা আমাদের দিতে দেওয়া হয়নি। কলকাতায় গিয়ে কার্ড নিয়ে বুধবার পরীক্ষা দিয়েছি।”

কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠীর সভা আজ
সাগরদিঘিতে ফের দলের ব্লক সভাপতি বদলকে ঘিরে দুই গোষ্ঠী পরপর দু’দিন দু’টি বৈঠক ডেকেছে। বৃহস্পতিবার দলের বিক্ষুব্ধ গোষ্ঠীর সভা। শুক্রবার পাল্টা সভা দলের নব নির্বাচিত সভাপতির অনুগামীদের। দু’টি বৈঠকই হবে দলের ব্লক কার্যালয়ে। এরপর শনিবার সাগরদিঘি আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। তাঁর সংসদীয় এলাকার মধ্যেই পড়ে সাগরদিঘি। দেড় বছরে সেখানে ব্লক অফিসে সভাপতি বদল হল এই নিয়ে চার বার। রবিবার ওই ব্লকের সভাপতি পদে বসানো হয়েছে অলক চট্টোপাধ্যায়কে। অপসৃত হয়েছেন রাজেশ ভকত। আর এই পরিবর্তনকে ঘিরেই এ বারে দলের মধ্যে বিক্ষোভ দেখা দিয়েছে।

আইনজীবীরা কর্মবিরতিতে
হাইকোর্টের আইনজীবী মদন লালকে গুলি করার চেষ্টায় দোষীদের গ্রেফতারের দাবিতে রানাঘাট মহকুমা আদালতে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে আইনজীবী এবং কর্মীরা। বুধবার একটি প্রতিবাদ মিছিলও বের করেন তাঁরা। রানাঘাট বার অ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ চট্টোপাধ্যায়, সম্পাদক মিলন চট্টোপাধ্যায়, সদস্য শুভেন্দু চট্টোপাধায় ও আইনজীবী মদন লাল ওই মিছিলে যোগ দেন। শুভেন্দুবাবু বলেন, “অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলন করা হবে।” গত ৯ এপ্রিল মদনবাবুর উপর দু’জন দুষ্কৃতী হামলা করে। সে দিনও বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছিল।

খামারে আগুন
কল্যাণীর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি খামারে আগুন লেগেছে বুধবার সকালে। তবে হতাহতের কোনও খবর নেই। প্রথমে আধিকারিক ও কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ফার্মের অধিকর্তা প্রতীতী বন্দ্যোপাধ্যায় বলেন, “একটি মেশিন থেকে আগুন লাগে। তুষ থাকায় আগুন নিভছিল না। তবে দমকল আসায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হয়নি। কোনও ক্ষয়ক্ষতিও নেই।”

দুর্ঘটনায় মৃত্যু
মোটর সাইকেলের চাকায় হাওয়া দেওয়ার সিলিন্ডার ফেটে মারা গেলেন এক ব্যক্তি। নাম দেবাশিস ঘোষ (৩৫), বাড়ি শক্তিনগরে। শক্তিনগরের পাঁচ মাথার মোড়েই দেবাশিসবাবুর দোকান। বুধবার সকালে তিনি মেশিন চালিয়ে সিলিন্ডারে হাওয়া ভরার সময় হঠাৎই ফেটে যায় সিলিন্ডারটি। তাতেই আহত হন তিনি। শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয় তাঁর। পুলিশ দেহটি ময়না-তদন্তের জন্য পাঠিয়েছে।

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে অমিয় দত্ত (৩০) নামে এক ব্যবসায়ীর। বুধবার সকালে নবদ্বীপের বুড়ো শিবতলার বাসিন্দা অমিয়বাবুকে তাঁর ঘরে গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান বাড়ির লোক জন। উদ্ধার করে তাঁকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন তিনি।

লরির ধাক্কায় মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হল সাব্রাতুন বিবি (৬৭) নামে এক মহিলার। বাড়ি রঘুনাথগঞ্জের সম্মতিনগরে। মঙ্গলবারে রঘুনাথগঞ্জের ফুলতলার ওই দুর্ঘটনায় আহত হন ২ জন। সাব্রাতুন বিবিকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বুধবার তিনি মারা যান।

দুর্ঘটনায় মৃত ২
পথের মাঝে লরি বিকল হয়ে পড়েছিল। নবগ্রাম থানা এলাকার দফরপুর গ্রাম লাগোয়া ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর সেই লরি সারাচ্ছিলেন চালক ও খালাসি। বুধবার ভোরে তাঁদের দু’ জনকেই অন্য একটি লরি পিষে দিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তাঁরা। তাঁদের নাম আব্দুল শেখ (৪২) ও আলমগির শেখ (৩৬)।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.