বনহাতি ঠেকাতে বিদ্যুতের বেড়া |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বুনোহাতির উৎপাত থেকে ব্রহ্মপুত্রের পাশ্ববর্তী গ্রামগুলিকে বাঁচাতে হাতি চলাচলের পথে সৌরশক্তি চালিত বিদ্যুৎবাহী বেড়া বসানোর পরিকল্পনা নিয়েছে বন দফতর। আপাতত যোরহাটে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু হতে পারে। যোরহাট বনবিভাগ ও রাজস্ববিভাগ যৌথভাবে হাতির চলাচলের পথ ও ক্ষতিগ্রস্ত গ্রামগুলিতে সমীক্ষা চালাচ্ছে। ডিএফও এন কে মালাকার জানান, প্রায় ১৪ বছর ধরে, হাতিরা ব্রহ্মপুত্র পেরিয়ে নেমাতিঘাট অবধি চলে আসে। দলটিতে এখন প্রায় ১০০টি হাতি রয়েছে। অন্তত ৪০টি গ্রামের মানুষ হাতির হানায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এক বার আসার পরে, দীর্ঘদিন ধরে গ্রামের খেতগুলি ধ্বংস করে হাতিরা। তাই হাতি ঢোকার পথেই প্রথম পর্যায়ে ৫ কিলোমিটার দীর্ঘ সৌর-বিদ্যুৎ বেড়া বসানো হচ্ছে।
|
সাপ বেরল আসানসোল হাসপাতালে |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
কম্পিউটার রুম খুলতেই সাপের দেখা মিলল আসানসোল মহকুমা হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ১০ টা নাগাদ তালা খুলে কম্পিউটার রুমে ঢুকতেই কর্মীরা দেখেন, একটি সাপ কম্পিউটারের কাছেই ঘুরে বেরাচ্ছে। সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। অন্যান্য কর্মীরা এসে সাপটিকে মেরে ফেলেন। যদিও হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস বলেন, “সাপটিকে মারা হয়নি। বাইরে ছেড়ে দেওয়া হয়েছে।” নিখিলবাবু জানান, পুরসভার পক্ষ থেকে যাতে সাফাই অভিযান চালানো হয় স্থানীয় কাউন্সিলরকে আবেদন করা হয়েছে।
|
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বন দফতরের রেঞ্জ অফিস চত্বরে ঢুকে তাণ্ডব চালাল বুনো দাঁতাল। মঙ্গলবার ঘটনাটি ঘটে শিলিগুড়ির অদূরে সুকনায়। সেখানে বন দফতরের বাংলোর খুব কাছেই এলিফ্যান্ট রাইডিং এলাকার সামনে বন দফতরের সীমানার কাঠের বেড়া ভেঙে দেয়। তার আগে বন দফতর লাগোয়া জঙ্গলিকোঠা বনবস্তিতেও দাঁতালটি হামলা চালায়। ওই বনবস্তির ১১টি বাড়ি ভেঙে দেয়। খবর পেয়ে সুকনা এলিফ্যান্ট স্কোয়াডের কর্মীরা দাঁতালটিকে গভীর জঙ্গলে তাড়িয়ে পাঠান। ক্ষতিপূরণের দাবিতে এদিন বনবস্তির বাসিন্দারা সুকনা এলিফ্যান্ট স্কোয়াডে গিয়ে বিক্ষোভ দেখান। রেঞ্জ অফিসার কাঞ্চন বন্দ্যোপাধ্যায় পটকা-সহ হাতি তাড়ানোর সামগ্রী দিয়ে শান্ত করেন। দার্জিলিঙের বন্যপ্রাণ বিভাগের ডিএফও সিদ্ধার্থ রায় বলেন, “দাঁতালটি সুকনা রেঞ্জ অফিস চত্বরে ঢোকার খবর পেয়েই বনকর্মীরা ব্যবস্থা নেন। জঙ্গলিকোঠার ক্ষতিগ্রস্তদের কী ভাবে সাহায্য করা যায় সেটা খতিয়ে দেখা হচ্ছে।” মহানন্দা অভয়ারণ্যে প্রায় ২০-২৫টি বুনো হাতির একটি দল রয়েছে। এর বাইরে দলছুট হাতি রয়েছে আরও ৫-৭টি। মঙ্গলবার যে দাঁতাল রেঞ্জ অফিস ও জঙ্গলিকোঠায় হামলা করে সেটিও দলছুট। রাত ৮টা নাগাদ সেটি বনবস্তিতে ঢুকে পড়ে।
|
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
দামোদর পেরিয়ে বাঁকুড়ার দিক থেকে বুধবার বিকেলে কাঁকসার রাজবাঁধের জঙ্গলে ঢুকে পড়ে তিনটি হাতি। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা খবর দেন বন দফতরে। খবর পেয়ে চলে আসেন বনকর্মীরা। হাতিগুলিকে দামোদর নদ পার করে ওপারে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন তাঁরা।
|
ফের গন্ডার খুন কাজিরাঙায় |
চোরাশিকারিদের গুলিতে গন্ডারের মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে কাজিরাঙা জাতীয় উদ্যানে। বনবিভাগ সূত্রে খবর, কাল রাত দু’টো নাগাদ উদ্যানের শীতলমারি ও নলদোলোনি শিবিরের মধ্যবর্তী এলাকায় গুলির শব্দ শোনা যায়। আজ সকালে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে একটি স্ত্রী গন্ডারের দেহ মেলে। তার খড়্গটি শিকারিরা কেটে নিয়ে গিয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে আটক করেছে পুলিশ। |