সরকারের সমালোচনা
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
আজ, বুধবার দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকে প্রকাশ্য সমাবেশের মাধ্যমে শুরু হচ্ছে আরএসপির ১৯-তম রাজ্য সম্মেলন। ১১-১৩ এপ্রিল পর্যন্ত সম্মেলন চলবে। মঙ্গলবার বালুরঘাটে পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামী। সংবাদপত্র নিয়ে সরকারের সাম্প্রতিক নির্দেশিকার কড়া সমালোচনা করেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও সময় দেওয়ার পক্ষে এদিন সওয়াল করেন তিনি। কিছুদিন আগেই দলের বালুরঘাটের সাংসদ প্রশান্ত মজুমদার ধান কেনা নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করায় দলে সমালোচনার মুখে পড়েন। দলীয় সূত্রের খবর, রাজ্য সম্মেলনে বিষয়টি উঠতে পারে। প্রবীণ আরএসপি নেতা প্রশান্তবাবুর নিন্দা করায় জেলা নেতারা সমালোচিত হতে পারেন বলে জানা গিয়েছে। তবে নিচু তলার কর্মীদের কাছে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর প্রশংসা যাতে ভুল বার্তা নিয়ে না যায় সে জন্য ক্ষিতিবাবু রাজ্য সম্মেলনের আগে সংবাদপত্রের বিরুদ্ধে ফতোয়া থেকে পার্ক স্ট্রিটের ঘটনা তুলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন, “মুখে গণতন্ত্র নিয়ে চিৎকার করব আর সংবাদ মাধ্যমের মুখ স্তব্ধ করে দেব, এটা ঠিক নয়। এতে হিটলারি মনোভাব ফুটে উঠছে মুখ্যমন্ত্রীর মানসিকতায়।” তাঁর অভিযোগ, চিটফান্ডের টাকা আসছে গরিব মানুষের কাছ থেকে। ডাকাতরা যেমন কোথায় ‘মাসোহারা’ দিলে অপরাধ করেও পার পাওয়া যাবে জানে, তেমনই চিটফান্ডের ব্যবসায়ীরাও জানে ‘কাকে’ সন্তুষ্ট করে ব্যবসা হবে।” তাঁদের আমলেও সংবাদ মাধ্যম বাম সরকারের সমালোচনা করেছে বলে জানিয়ে ক্ষিতিবাবু দাবি করেন, “আমরা সংবাদপত্র বন্ধের কথা ভাবিনি।” রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তিনি আরও সময় দিতে চান বলে মন্তব্য করে বলেন, “পরিবর্তনের এই সরকারকে আরও সময় দিতে হবে।” আরএসপির অন্যতম নেতা তথা দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক বিশ্বনাথ চৌধুরী অসুস্থ হয়ে মালদহ নার্সিংহোমে ভর্তি থাকায় সম্মেলনে না থাকার সম্ভাবনা বেশি। |
ঝড়ে ক্ষতি
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
প্রায় আধঘন্টার ঝড় ও বৃষ্টিতে ভেঙে পড়ল ৬টি কাঁচাবাড়ি। এছাড়াও প্রায় ২০ টি কাঁচাবাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ইটাহার ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের রাহোই ও তরাঞ্চি গ্রামে। ইটাহারের বিডিও শেখ জহুর আলি বলেন, “দুর্গতদের মধ্যে ত্রাণ বিলির কাজ শুরু করা হয়েছে। ঝড় ও বৃষ্টিতে চাষের কোনও ক্ষতি হয়নি।” অন্যদিকে ত্রাণের দাবিতে এদিন সকালে করণদিঘির রহটপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন দুর্গতরা। পরে প্রশাসনিক আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়! গত শুক্রবার করণদিঘি ব্লকের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়। তাতে শতাধিক কাঁচাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। অন্য দিকে, উত্তর দিনাজপুর জেলায় ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দুর্গতদের সরকারি সাহায্য দেওয়ার দাবিতে সরব হল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্যাচার্য রাজ্যের মুখ্যসচিব সমর ঘোষকে চিঠি দিয়ে ওই দাবি জানিয়েছেন। গত শুক্রবার ঝড় ও শিলাবৃষ্টির জেরে জেলার চোপড়া, করণদিঘি ও রায়গঞ্জ ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত জানান, ক্ষয়ক্ষতির রিপোর্ট প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে পাঠিয়ে দুর্গতদের সরকারি সাহায্যের ব্যবস্থার দাবি জানিয়েছিলাম। ঝড় ও শিলাবৃষ্টির জেরে জেলার ওই তিনটি ব্লকে ১ লক্ষ ১৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। |
ত্রাণে ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের ত্রাণ বিলি নিয়ে ক্ষোভ-বিক্ষোভ চলছেই মালদহের চাঁচল মহকুমায়। মঙ্গলবার ত্রাণের দাবিতে রতুয়ায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান দুর্গতরা। সকাল থেকে ৫ ঘন্টা ধরে ওই বিক্ষোভের জেরে চূড়ান্ত নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। চাঁচলের ভারপ্রাপ্ত মহকুমাশাসক অশোক সরকার বলেছেন, “এদিন বিকাল থেকেই পঞ্চায়েতগুলি ত্রাণ বিলি শুরু করবে। আজ, বুধবারের মধ্যে প্রত্যেকেই ত্রাণ পেয়ে যাবেন।” |
পাশে বিএসএফ
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
মঙ্গলবারও বিএসএফের পক্ষ থেকে সীমান্ত এলাকায় কম্পিউটার, খাতা, পেনসিল, জ্যামিতি বক্স এবং খেলাধূলার জিনিসপত্র বিলি করা হয়েছে। এদিন বেরুবারি সীমান্ত এলাকার বিন্নাগুড়ি প্রাইমারি স্কুল এবং গিধরিডাঙা প্রাইমারি স্কুলে দুটি কম্পিউটার দেওয়া হয়। ঝাপটতলা কমিউনিটি হলে ব্যায়মের সেট, ঝাপটতলা যুব সঙ্ঘকে দুটি ভলিবল, নেট এবং ফুটবল দেওয়া হয়। কেশপাড়া প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের খাতা, পেনসিল, রবার এবং জ্যামিতি বক্স দেওয়া হয়। |
দু’লক্ষের কেপমারি
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
মোটর সাইকেলের বাক্স থেকে ২ লক্ষ টাকা কেপমারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে চাঁচল নেতাজি মোড়ের কাছে ঘটনাটি ঘটে। চাঁচল পঞ্চায়েত সমিতির প্রাক্তন কংগ্রেস সভাপতির ছেলে আফজল হোসেন এদিন ব্যাঙ্ক থেকে ২ লক্ষ টাকা তোলেন। আফজলদের স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে। কর্মীদের বেতন সহ নানা কাজে ওই টাকা তোলা হয়। |
মিনি বাসের ধাক্কায় এক কিশোরের মৃত্যুর ঘটনায় ভাঙচুর চালাল একাংশ বাসিন্দা। মঙ্গলবার বিকাল ৪টা নাগাদ ঘটনাটি ঘটে গৌরীপুর থানার ব্যপারিপট্টি মোড় এলাকায়। মৃত হাসেম আলি (১০)। ব্যাপারিপট্টি এলাকার এলপি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। তাঁর বাড়ি ওই এলাকাতেই। ঘটনার পর উত্তেজিত বাসিন্দারা বাসটি উল্টে ফেলে দিয়ে ভাঙচুর করে। একটি ট্রাফিক পয়েন্টেও ভাঙচুর চালায় জনতা। প্রায় দু’ঘণ্টা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। |
এতটি গয়নার দোকানের দরজা ভেঙে অলঙ্কার ভর্তি ভল্ট তুলে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। সোমবার রাতে চাঁচল বাজারে ঘটনাটি ঘটে। ঘটনার জেরে ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়েছে। ওই ভল্টে লক্ষাধিক টাকার অলঙ্কার ছিল বলে দোকানের মালিক বুধন দাসের দাবি। |