চিঠি-বিতর্ক থামাতে উদ্যোগ
চেয়ারম্যান, এমডি-কে পরামর্শ গৌতমের
চিঠি বিতর্কের যবনিকা টানতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টকে ‘সমণ্বয়ের মাধ্যমে’ কাজ করার পরামর্শ দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। মঙ্গলবার একাধিক অনুষ্ঠানে যোগ দিতে কোচবিহারে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সার্কিট হাউসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এনবিএসটিসি’র চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে পাশে বসিয়ে ওই পরামর্শ দেন মন্ত্রী। গৌতমবাবু বলেন, “একজন জনপ্রতিনিধি। অন্যজন প্রশাসক। দুই জনকে সমণ্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। এটা কোনও লড়াইয়েরও বিষয় নয়। কাজ করতে গেলে কথাবার্তা হয়। মতবিরোধ হয়। এসব বড় করে দেখানোর মত কিছু নয়।”
এনবিএসটিসি চেয়ারম্যান তথা নাটাবাড়ির তৃণমূল কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ কোনও মন্তব্য করতে চাননি। মন্ত্রীর পরামর্শের ব্যাপারে মন্তব্য করতে চাননি নিগমের ম্যানেজিং ডিরেক্টর সি মুরুগনও। আজ, বুধবার কলকাতায় রাজ্যের পরিবহণ মন্ত্রী মদন মিত্রর ডাকা বৈঠকে যোগ দিতে দুই নিগম কর্তাই মঙ্গলবার কলকাতা রওনা হয়েছেন। ওই বৈঠকেই প্রায় দুই সপ্তাহ পর তাঁদের মুখোমুখি হওয়ার কথা। সম্প্রতি কয়েকজন আধিকারিককে বদলি ও দায়িত্ব রদবদলের নির্দেশ জারি করেন এমডি। তাঁকে না জানিয়ে ওই নির্দেশ জারি হয়েছে অভিযোগ তুলে তা স্থগিত রাখার জন্য এমডি কে চিঠি দেন চেয়ারম্যান রবীন্দ্রনাথবাবু। পাল্টা এমডি সি মরুগনও তাঁকে চিঠি দিয়ে দৈনন্দিন প্রশাসনিক কাজে জড়াতে না করেন। গত সোমবার নিজের দফতরে বসে এমডির সমালোচনা করেন চেয়ারম্যান। নিগমের তৃণমূল প্রভাবিত কর্মী সংগঠনের তরফেও এমডির অপসারণের দাবিতে বিক্ষোভ দেখানো হয়। এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পরিবহণ নিগমের বেহাল দশা ঘোচাতে দিল্লির পরিবহণ সংস্থার বিশেষজ্ঞদের এনে সমীক্ষার কথা জানিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.