শৃঙ্খলাভঙ্গে চিকিৎসককে বদলি করল স্বাস্থ্য দফতর |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রায়গঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসক অনিন্দ্য সরকারকে বদলি করল রাজ্য স্বাস্থ্য দফতর। মঙ্গলবার বিকেলে একথা দাবি করেন হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগী কল্যাণ কমিটির সদস্যরা। গত ২ এপ্রিল রাজ্য স্বাস্থ্য দফতরের যুগ্মসচিব কমল বসু অনিন্দ্যবাবুর বদলির নির্দেশ জারি করেন। মঙ্গলবার দুপুরে রাজ্য স্বাস্থ্য দফতরের ওই নির্দেশ হাসপাতাল কর্তৃপক্ষের হাতে পৌঁছয়। তখনই হাসপাতাল কর্তৃপক্ষ অনিন্দ্যবাবুকে বদলির নির্দেশের কথা জানিয়ে তাঁর হাতে রিলিজ অর্ডার ধরিয়ে দেন। অনিন্দ্যবাবুকে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে বদলি করা হয়েছে। প্রায় ১২ বছর ধরে তিনি রায়গঞ্জ জেলা হাসপাতালে অতিরিক্ত চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।
হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সোমনাথ চট্টোপাধ্যায় বলেন, “অনিন্দ্যবাবু নিজের চাকরি জীবনে কোনও স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্ব নেননি। রায়গঞ্জ জেলা হাসপাতালে থাকাকালীন তিনি প্রতিবন্ধীদের শংসাপত্র দেওয়ার শিবিরে হাজির হয়েও স্বাস্থ্য পরীক্ষা করেননি। হাসপাতালে হাজির না হয়ে তিনি প্রাইভেট প্র্যাক্টিসে বেশি ব্যস্ত থাকতেন বলে অভিযোগ রয়েছে। অনুমতি না নিয়েই তিনি একাধিকবার ছুটিতে চলে গিয়েছিলেন। তাঁর এসব অনিয়মের প্রতিবাদ করায় গত ১৭ ফেব্রুয়ারি অনিন্দ্যবাবু আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। তাঁর বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছিলাম। এ সব শৃঙ্খলাভঙ্গের কারণেই রাজ্য স্বাস্থ্য দফতর তাঁকে বদলি করল।”
যোগাযোগের চেষ্টা হলে অনিন্দ্যবাবু ফোন ধরেননি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগী কল্যাণ কমিটি গত কয়েক মাস ধরে অনিন্দ্যবাবুর বিরুদ্ধে একাধিকবার জেলা ও রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তাদের কাছে অনিয়মের অভিযোগ জানায়। জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা তদন্ত করেন। ওই তদন্তের রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দফতরে পাঠিয়ে দেওয়ার পরেই রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে বদলির নির্দেশ জারি করা হয়। ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক অজয় চক্রবর্তী বলেন, “রাজ্য স্বাস্থ্য দফতরই তাঁকে বদলির নির্দেশ দিয়েছে। |