দুই জেলার স্কুলে ‘নির্মল-অভিযান’
নিজস্ব সংবাদদাতা • কাঁথি ও ঝাড়গ্রাম |
‘নির্মল বিদ্যালয় অভিযান’ উপলক্ষে গত সোমবার পূর্ব মেদিনীপুরের রামনগর-১ ব্লকের দিঘা দেবেন্দ্রলাল জগবন্ধু শিক্ষাসদনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধান ও উন্নত স্বাস্থ্যাভ্যাস নিয়ে বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক নন্দগোপাল পাত্র, মুক্তিপদ মাইতি ও অজিত বাগ। স্কুলে ‘নির্মল স্বাস্থ্য অভিযান’ সফল করতে ছাত্রছাত্রীদের মধ্যে থেকে পাঁচ জনকে নিয়ে একটি স্বাস্থ্য-সংসদ তৈরি করা হয়। সংসদের প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী করা হয় অষ্টম শ্রেণির বিক্রম জানা ও সপ্তম শ্রেণির স্নেহা প্রধানকে। শিক্ষক নন্দগোপাল পাত্র বলেন, ‘‘নিরাপদ পানীয় জল, যথাযথ স্বাস্থ্যবিধান ও উন্নত স্বাস্থ্যাভ্যাস বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতন করতে ইউনিসেফ ও রাজ্য সরকারের উদ্যোগে সারা রাজ্যের সঙ্গেই আমাদের বিদ্যালয়েও এই অভিযান শুরু হয়েছে। আগামী এক বছর ধরে এই স্বাস্থ্য-সংসদ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উন্নত স্বাস্থ্যভ্যাসের প্রতি নজর রাখবে।” পশ্চিম মেদিনীপুরের সাঁকরাইল ব্লকের ছত্রি অঞ্চলের দুধকুণ্ডি এসসি উচ্চ বিদ্যালয়েও শুরু হয়েছে ‘নির্মল বিদ্যালয় অভিযান’। শনিবার, ৭ এপ্রিল সূচনা-দিনটি পালিত হয় ‘স্বাস্থ্যবিধান দিবস’ হিসাবে। স্কুলের প্রধান শিক্ষক গৌতম চক্রবর্তী জানান, কর্মসূচিতে স্কুলের সাড়ে পাঁচশো ছাত্রছাত্রী যোগ দিয়েছে।
|
ডিএম-এর চাপে আজ অস্ত্রোপচার
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
জেলাশাসকের হস্তক্ষেপে শেষ পর্যন্ত প্রায় তিনমাস ঘোরানোর পরে প্রতিবন্ধী মহিলার অস্ত্রোপচারে উদ্যোগী হল বালুরঘাট হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার শহরের কবিতীর্থ স্কুলপাড়ার বাসিন্দা আরতী ঘোষকে হাসপাতালে ভর্তি করানো হয়। আজ, বুধবার তাঁর ‘গলবাল্ডার স্টোন অপারেশন’ হবে। পেটে অস্ত্রোপচারের জন্য ওই মহিলা গত জানুয়ারি মাসে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসককে দেখান। তাঁকে পরীক্ষা নিরীক্ষা করার পরে ২৭ ফেব্রুয়ারি দেখা করতে বলা হয়। অভিযোগ সেসময় বহির্বিভাগে গেলে তাকে প্রায় ৬ মাস পর, ৮ অগস্ট অস্ত্রোপচারের জন্য সময় দেওয়া হয় বলে অভিযোগ। উপায় না-দেখে তাঁর ছেলে অজয় জেলাশাসকের দ্বারস্থ হন।
|
হোমিও চিকিৎসা শুরু হল সূর্যোদয়ে
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
রায়গঞ্জের সূর্যোদয় মূক ও বধির হোমে চালু হল হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা। উত্তর দিনাজপুর জেলা পরিষদ কর্তৃপক্ষের উদ্যোগে মঙ্গলবার থেকে হোমে এই পরিষেবা চালু করা হয়েছে। জেলার বিভিন্ন পঞ্চায়েত এলাকার উপ স্বাস্থ্যকেন্দ্রের হোমিওপ্যাথিক চিকিৎসকেরা প্রতি মাসে হোমে শিবির করে মূক ও বধির আবাসিকদের স্বাস্থ্য পরীক্ষা করবেন। আবাসিকদের স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ দেওয়া হয়। আবাসিকদের রক্তের গ্রুপও নির্ণয় করা হয়। হোমের অধ্যক্ষ পার্থসারথি দাস বলেন, “আমাদের নিজস্ব চিকিৎসক নেই। সরকারি ভাবে ওষুধের সরবরাহও যথেষ্ট কম। আবাসিকরা অসুস্থ হয়ে পড়লে তাদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”
|
উদ্বোধন স্বাস্থ্যকেন্দ্রের
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
দাতব্য চিকিসালয় ছিলই। সেখানেই জাতীয় গ্রামীণ স্বাস্থ্য-মিশনের সহযোগিতায় নতুন ভবন গড়ে উঠল। মঙ্গলবার বিকেলে মহিষাদল ব্লকের নাটশাল-১ গ্রাম পঞ্চায়েতের গেঁওখালিতে এই হাসপাতালের উদ্বোধন করেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। এ দিনই সন্ধ্যায় নাটশাল-২ পঞ্চায়েতের রঙ্গিবসানে একটি উপ-স্বাস্থ্যকেন্দ্রেরও উদ্বোধন করেন শুভেন্দু। তিনি বলেন, “জেলার সর্বত্র স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের ব্যবস্থা নেওয়া হয়েছে।” |