জলপাইগুড়ির পৃথক উন্নয়ন পর্ষদের দাবি
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
জলপাইগুড়ির জন্য পৃথক উন্নয়ন পর্ষদ গড়ার দাবিতে সরব হল কংগ্রেস। মঙ্গলবার কংগ্রেসের তরফে জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে স্মারকলিপি দিয়ে ওই দাবি জানানো হয়েছে। বিধানসভা নির্বাচনের পরে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ) বোডর্র্ থেকে জলপাইগুড়ি শহরের কংগ্রেসের জনপ্রতিনিধিরা বাদ পড়েন। সেই সময় দলতন্ত্রের অভিযোগ তুলে জলপাইগুড়ির জন্য পৃথক উন্নয়ন পর্ষদের দাবি তোলে কংগ্রেস। কংগ্রেসের তরফে গত ১০ জানুয়ারি জেলাশাসকের কাছে স্মারকলিপি দিয়ে সরকারিভাবে ওই দাবি জানানো হয়। পৃথক উন্নয়ন পর্ষদের পাশাপাশি জিটিএতে তরাই-ডুয়ার্সের অর্ন্তভুক্তির বিরোধিতা, জলপাইগুড়ি জেলাকে ভাগ না করার দাবি এবং রাজ্যের বিভিন্ন সরকারি ও সাহায্যপ্রাপ্ত গ্রন্থাগারে সংবাদপত্র রাখা নিয়ে রাজ্য সরকারের নির্দেশ প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে এদিনের স্মারকলিপিতে। জলপাইগুড়ি শহরের উন্নয়ন নিয়ে দীর্ঘসূত্রতা ও বঞ্চনা করা হচ্ছে বলে স্মারকলিপিতে প্রথমেই অভিযোগ করা হয়েছে। জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান তথা শহর ব্লক কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত স্মারকলিপি প্রদানে নেতৃত্ব দিয়েছেন। পিনাকীবাবু বলেন, “জলপাইগুড়ি শহর বরাবরই বঞ্চিত হয়ে এসেছে। এখন পরিবর্তিত পরিস্থিতেও তার বদল হয়নি। এসজেডিএতে শহরের কোনও জনপ্রতিনিধি নেই। সার্কিট বেঞ্চ উদ্বোধন নিয়ে নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি। অন্যান্য পরিকাঠামো উন্নয়নের প্রস্তাব রাজ্য সরকারের কাছে ফাইল বন্দি হয়ে রয়েছে। আমাদের দাবি, দ্রুত জলপাইগুড়ির জন্য পৃথক উন্নয়ন পর্ষদ গড়ে তোলা প্রয়োজন।” |
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ট্রাকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে ঘটনাটি ঘটে ভক্তিনগর থানার সাতমাইলে। পুলিশ জানায়, মৃতের নাম সমীর মণ্ডল (২০)। তাঁর বাড়ি শিলিগুড়ি সংলগ্ন রথখোলা এলাকায়। ওই ঘটনায় আরও ২ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্যজনকে শিলিগুড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন সন্ধ্যায় দুই বন্ধুকে নিয়ে সেবকে গিয়েছিলেন সমীর। রাতে বাইকে করে তিনজনে ফিরছিলেন। সে সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা গিয়ে মৃতদেহ উদ্ধার করে। |
প্রণবকে দাবিপত্র
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
চিটফান্ডে টাকা রেখে প্রতারিত গ্রাহকরা কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখপাধ্যায়ের দারস্থ হলেন। মঙ্গলবার দ্রুত ব্যবস্থার দাবিতে তাঁরা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে দাবিপত্র পাঠান। এর আগে তাঁরা মুখ্যমন্ত্রীকেও চিঠি দেন। তাঁরা জানান, কলকাতার ওই চিটফান্ড সংস্থা অন্তত ১৫ কোটি টাকা নিয়ে পালিয়েছে। এদিন সংস্থা বিজ্ঞাপন দিয়ে টাকা মিটিয়ে দেওয়া হবে বলে জানায়। তবে গ্রাহকেরা তাতে ভরসা রাখতে পারছেন না। সংস্থার কর্ণধার অমৃতেন্দু ভট্টাচার্য, দুই ম্যনেজিং ডাইরেক্টর প্রশান্ত বেরা ও জাফরউল্লা খান, ম্যানেজার নন্দিতা চক্রবর্তী-সহ ১১ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিতরা। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার অনুপ জয়শোয়াল বলেন, “তদন্ত চলছে।” মহকুমাশাসক অমলকান্তি রায় জানান, তিনি পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। |
চুরির অভিযোগ, ধৃত
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বাইক চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার এনজেপি স্টেশন চত্বর এলাকা থেকে তাকে ধরা হয়। ধৃত গোপাল অগ্রবালের বাড়ি মিলনপল্লিতে। ৮ এপ্রিল মিলনপল্লির একটি বাড়ি থেকে বাইক চুরি হয়। পুলিশ জানতে পারে, দুষ্কৃতীরা সেটি এনজেপি স্টেশনের পার্কিং চত্বরে রেখেছে। গোপাল গাড়িটি নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। |