টুকরো খবর
পাড়ায় পশ্চিমাঞ্চল মন্ত্রী
জঙ্গলমহলের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামোগত উন্নতি করতে আর্থিক সহায়তা করছে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের। মঙ্গলবার পাড়ায় একটি বেসরকারি রেফারেল চক্ষু হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করে পর্ষদের মন্ত্রী সুকুমার হাঁসদা এ কথা জানান। তিনি বলেন, “জঙ্গলমহলের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের জন্য এই ধরনের হাসপাতালের প্রয়োজন রয়েছে। তাই এই রকম স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো নির্মাণে আমরা আর্থিক সাহায্য করছি।” মন্ত্রী জানান, গত দশ মাসে রাজ্যর পাঁচটি জেলার ৭৪টি ব্লকে সামগ্রিক উন্নয়নের কাজে প্রায় ১৩৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই টাকা ঠিক মতো ব্যয় করা হেচ্ছে কিনা তা নিয়মিত ভাবে খতিয়ে দেখা হবে। জেলার আধিকারিকদের সঙ্গে এ দিন তিনি বৈঠকও করেন। পরে মন্ত্রী জানান, পাড়া ব্লকে দু’টি গুরুত্বপূণর্র্ রাস্তা নির্মাণ ও সংস্কারের জন্য প্রায় ১৩৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেহ উদ্ধার। একটি ফাঁকা খেত থেকে এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার করল পুরুলিয়া মফস্সল থানার পুলিশ। মঙ্গলবার বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুরুলিয়া লেপ্রসি মিশন থেকে বেশ কিছুটা দূরে একটি খেতের ধার থেকে দেহটি উদ্ধার করে। অনুমান শ্বাসরোধ করে খুন করে প্রমাণ লোপাটের জন্য শাড়ি জড়িয়ে মুখ পুড়িয়ে দেওয়া হয়েছে।

ফের জেলে গেলেন বিধায়ক
তৃণমূল কর্মী খুনের ঘটনায় ধৃত তালড্যাংরার সিপিএম বিধায়ক মনোরঞ্জন পাত্রের জেল হাজতের মেয়াদ ফের বাড়ল। মঙ্গলবার তাঁকে খাতড়া আদালতে ফের হাজির করানো হয়। ভারপ্রাপ্ত এসিজেএম দ্যুতি রায় তাঁকে ১২ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন। প্রসঙ্গত ২০১০ সালের ২৯ জুন তালড্যাংরা থানার রাজপুর গ্রামে সিপিএম-তৃণমূল সংঘর্ষে নিহত হন প্রৌঢ় তৃণমূল কর্মী মদন খাঁ। ওই ঘটনায় মনোরঞ্জনবাবু অভিযুক্ত। গত ২৭ ফেব্রুয়ারি তিনি খাতড়া আদালতে আত্মসমর্পণ করেন। সেই থেকে তিনি জেল হাজতে রয়েছেন। মাঝে কিছুদিন তিনি পুলিশ হেফাজতে ছিলেন। এ দিন তাঁর আইনজীবী চঞ্চল রায় বলেন, “মনোরঞ্জনবাবুকে প্রেসিডেন্সি সংশোধনাগারে রাখা হয়েছে। ফলে তাঁর বাড়ির লোকেরা দেখা করতে গিয়ে প্রচণ্ড সমস্যায় পড়ছেন। তাঁকে মেদিনীপুরের কেন্দ্রীয় সংশোধনাগারে রাখার জন্য বিচারকের কাছে আবেদন জানিয়েছি।” আদালত সূত্রে জানা গিয়েছে, ২৩ এপ্রিল আবেদনের শুনানি হবে।

প্রতিষ্ঠান গড়তে অর্থ বরাদ্দ
বাঘমুণ্ডিতে পলিটেকনিক ও হুড়াতে শিল্প প্রশিক্ষণ কেন্দ্র গড়ার জন্য অর্থ বরাদ্দ করল রাজ্য সরকার। মঙ্গলবার জেলাশাসক অবনীন্দ্র সিংহ জানিয়েছেন, বাঘমুণ্ডিতে পলিটেকনিক গড়ার জন্য মোট দশ কোটি টাকার অনুমোদন মিলেছে। তার মধ্যে দু’কোটি টাকা বরাদ্দ হয়েছে। অন্য দিকে, হুড়ার শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের জন্য মোট ৫ কোটি ২৮ লক্ষ টাকা ধরা হয়েছিল, যার মধ্যে ১ কোটি টাকা বরাদ্দ হয়েছে। দু’টি প্রতিষ্ঠানই গড়বে রাজ্যের কারিগরী শিক্ষাদফতর। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাঘমুণ্ডিতে পলিটেকনিকের জন্য মোট পাঁচ একর জমি প্রয়োজন। কিন্তু বাঘমুণ্ডি-চড়িদা রাস্তার ধারে যেখানে এই কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তোলা হবে বলে প্রাথমিক ভাবে ঠিক করা হয়েছিল সেখানে ৪ একর খাস জমি পাওয়া গিয়েছিল। পরে ওই ৪ একর লাগোয়া বাকি ১ একর শাহরিয়র খান এবং আরশাদ খান নামে দুই ভাই দান করেন। আর হুড়াতে শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের জন্যও ৫ একর জমি প্রয়োজন। হুড়ার যেখানে এই কেন্দ্র গড়ে উঠবে সেখানে খাস জমি চিহ্নিতও করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

পথ অবরোধ
বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে ইউনিট প্রতি ১ টাকা ৯২ পয়সা করে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত পুরুলিয়া শহরের বাসস্ট্যান্ড ও পুরুলিয়া- জামশেদপুর সড়কের মোড়ে পথ অবরোধ করল অ্যাবেকা। সংগঠনের পুরুলিয়া জেলা কমিটির সম্পাদক গৌতম হাটি জানিয়েছেন, রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির এই সিদ্ধান্ত-সহ আরও নানা দাবিতে তাঁরা পথ অবরোধ করেছেন।

সংঘর্ষে গ্রেফতার ৪
দুই পরিবারে সংঘর্ষের ঘটনায় পুলিশ সোমবার রাতে ৪ জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রের খবর, ধৃত পেলারাম মাহাতো, নেপাল রায় মাহাতো, ক্ষুদিরাম মাহাতো ও ভীম মাহাতো মানবাজার থানার ডাহা গ্রামের বাসিন্দা। একখণ্ড জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। সোমবার দুই পরিবারের সংঘর্ষে মোট ১৭ জন আহত হন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.