টুকরো খবর |
মাঝনদীতে ভস্মীভূত ভুটভুটি
নিজস্ব সংবাদদাতা • কাকদ্বীপ |
|
মঙ্গলবার দুপুরে কাকদ্বীপের লট-৮ জেটিঘাটের অদূরে মুড়িগঙ্গায় আগুনে ভস্মীভূত হল পাটকাঠি বোঝাই
একটি ভুটভুটি। মাঝি ও তাঁর দুই সঙ্গী প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। একটি পুলিশ লঞ্চ তাঁদের উদ্ধার
করে। ভুটভুটির মাঝি জানান, সাইলেন্সারের পাইপ থেকে আগুনের ফুলকি ছড়িয়ে এই কাণ্ড ঘটে। নিজস্ব চিত্র। |
মাঝনদীতে আগুনে ভস্মীভূত হল পাটকাঠি বোঝাই একটি ভুটভুটি। ওই ঘটনায় অবশ্য কেউ হতাহত হননি। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের লট-৮ জেটিঘাটে অদূরে মুড়িগঙ্গায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর দেড়টা নাগাদ পাটকাঠি বোঝাই একটি ভুটভুটি সাগরের কচুবেড়িয়া ঘাটের উদ্দেশে রওনা হয়। বেশ কিছুটা যাওয়ার পরে তাতে আগুন ধরে যায়। ভুটভুটিতে আগুন ধরে গিয়েছে দেখে মাঝি ও তাঁর দুই সঙ্গী প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। সেই সময় কাছাকাছি থাকা একটি পুলিশ লঞ্চ তাঁদের উদ্ধার করে। আশপাশের কয়েকটি ভুটভুটি ও লঞ্চ আগুন নেভানোর চেষ্টা করলেও পাঠকাঠিবোঝাই ভুটভুটিটির প্রায় পুরোটাই ভস্মীভূত হয়। ওই ভুটভুটির মাঝি জানান, সাইলেন্সারের পাইপ থেকে আগুনের ফুলকি ছড়িয়ে এই কাণ্ড ঘটে। পুড়ে যাওয়া ভুটভুটিটি পরে টেনে নিয়ে আসা হয় লট-৮ জেটিঘাটে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে সাইলেন্সারের পাইপ থেকে বের হওয়া আগুনের ফুলকি থেকেই এই দুর্ঘটনা ঘটেছে।
|
দেওয়াল ধসে মহিলার মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • পাথরপ্রতিমা |
কালবৈশাখী ঝড়ে মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার। জখম হয়েছেন তাঁর মেয়ে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ব্রজবল্লভপুর পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে। পুলিশ জানায়, মৃতের নাম খুকুরানী ভুঞয়া (৪০)। তাঁর মেয়ে রীনাকে ব্রজবল্লভপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কালবৈশাখী ঝড় ওঠে। সে সময়ে খুকুরানীদেবী এবং রীনা বাড়িতেই ছিলেন। ঝড়ে হঠাৎই বাড়ির দেওয়াল ধসে পড়লে ওই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা মা-মেয়েকে উদ্ধার করে ব্রজবল্লভপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানেই খুকুরানীদেবীর মৃত্যু হয়।
|
প্রধানকে স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • মগরাহাট |
১০০ দিনের কাজ বন্ধ, এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই ইত্যাদির প্রতিবাদে এবং ১৫ দফা দাবিতে পঞ্চায়েতের তৃণমূল প্রধানের কাছে স্মারকলিপি দিল কংগ্রেস। মঙ্গলবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট-১ ব্লকে মোহনপুর গ্রাম পঞ্চায়েতে এই ঘটনা ঘটে। স্মারকলিপি দেওয়ার পাশাপাশি পঞ্চায়েত দফতরের সামনে বিক্ষোভও দেখান শ’চারেক কংগ্রেস কর্মী-সমর্থক। বিক্ষোভের নেতৃত্ব দেন স্থানীয় কংগ্রেস নেতা সুজিত পাটোয়ারি। তিনি জানান, পঞ্চায়েত প্রধান বিপিএল তালিকায় কারচুপি করছেন। বাধর্ক্যভাতা, বিধবা ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে পঞ্চায়েত প্রধান জুলফিকার মণ্ডলের সঙ্গে যোগযোগ করার চেষ্টা হলে তাঁর মোবাইল ফোন সুইচড অফ ছিল।
|
দত্তপুকুরে যুবককে খুন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মিটার থেকে বেআইনি ভাবে সংযোগ দেওয়া নিয়ে বিবাদের জেরে এক যুবককে খুন করার অভিযোগ উঠল তাঁর পড়শিদের বিরুদ্ধে। পুলিশ জানায়, সোমবার গভীর রাতে বারাসত থানার দত্তপুকুর স্টেশনের কাছে মান্নাপাড়ায় নিহত ওই যুবকের নাম রহমত আলি শেখ (৩২)। পুলিশের দাবি, ওই এলাকার রেল কলোনির বাসিন্দা রহমত নিজের বাড়ির মিটার থেকে আশপাশের কয়েকজনকে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে পয়সা দিতেন। সম্প্রতি ওই মিটার থেকে সংযোগ চান কলোনিরই তিন যুবক। রহমত রাজি না হওয়ায় বিবাদের সূত্রপাত। অভিযোগ, ওই তিন জনই ‘মদ্যপ’ অবস্থায় সোমবার হামলা চালায় রহমতের ঘরে। ধারালো অস্ত্র দিয়ে রহমতের গলায় আঘাত করা হয়। হাসপাতালের পথে মারা যান ওই যুবক। অভিযুক্তেরা পলাতক।
|
চ্যাম্পিয়ন অভ্যুদ্বয় সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বসিরহাট মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় এবং বিদ্যুৎ সঙ্ঘের ব্যবস্থাপনায় সম্প্রতি নকআউট ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিন-রাতের ওই প্রতিযোগিতায় রাজ্যের নানা প্রান্ত থেকে ১০টি দল যোগ দিয়েছিল। ফাইনালে ওঠে বসিরহাটের অভ্যুদ্বয় সঙ্ঘ এবং দেবদূত সঙ্ঘ। ম্যাচে পর পর দু’টি সেট জিতে চ্যাম্পিয়ন হয় অভ্যুদ্বয় সঙ্ঘ। ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন বসিরহাটের এসডিপিও আনন্দ সরকার, পুরপ্রধান কৃষ্ণা মজুমদার, ফুটবলার মিহির বসু ও অলোক দাস এবং অমিত মজুমদার, নিমাই হালদার প্রমুখ। ফাইনালে দু’টি দলকেই নগদ অর্থ, ট্রফি পুরস্কার দেওয়া হয়।
|
নকআউট ভলিবল
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
উত্তর ২৪ পরগনার বারাসতের নেহরু যুবকেন্দ্র ও বসিরহাটের অঙ্কুর-এর পরিচালনায় সম্প্রতি বসিরহাটে প্রগতি সঙ্ঘের মাঠে অনুষ্ঠিত হল রাজ্যস্তরের নকআউট ভলিবল প্রতিযোগিতা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আটটি দল প্রতিযোগিতায় যোগ দেয়। ফাইনালে উঠেছে বসিরহাটের এলিট ক্লাব ও প্রভাত সঙ্ঘ। তবে ফাইনাল খেলা পরে অনুষ্ঠিত হবে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
লরির সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবাকর রাতে হাড়োয়া থানার পিয়াড়া গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সাইফুল শিকারি (২৭) ওই যুবক দেগঙ্গার সেকেন্দ্রানগর গ্রামের বাসিন্দা।
|
ঝুলন্ত দেহ উদ্ধার |
এক পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। মঙ্গলবার, ব্যারাকপুর লাটবাগান ব্যারাক থেকে। প্রদীপ মিত্র (৪৮) নামে ওই পুলিশকর্মীর দেহ দেখেন তাঁর সহকর্মীরা। পুলিশ জানায়, প্রদীপবাবু লাটবাগানের আরআই অফিসে হোমগার্ড ছিলেন। তাঁর স্ত্রী আলোরানি মিত্রের অবশ্য অভিযোগ, প্রদীপবাবুকে খুন করা হয়েছে। তিনি বলেন, “উনি কর্মস্থলে মানসিক অবসাদে ভুগছিলেন। মঙ্গলবার ভোরে ফোন করে কান্নাকাটিও করেন। কেউ ওঁর ক্ষতি করতে পারে বলতে বলতে লাইনটা কেটে যায়। পরে খবর পাই, ওঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এটি খুন বলেই মনে হচ্ছে।” পুলিশের দাবি, মানসিক অবসাদেই আত্মহত্যা করেছেন প্রদীপবাবু। ব্যারাকপুরের গোয়েন্দাপ্রধান দীপনারায়ণ গোস্বামী বলেন, “অভিযোগ খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে।”
|
টাকা ছিনতাই |
ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফেরার পথে তা ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার চাকদহের কালীতলা গ্রামে মহম্মদ আলি নামে এক শিক্ষকের ব্যাগ থেকে ওই টাকা ছিনতাই হয়। এ দিন স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে টাকা তুলে সাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পুলিশ তদন্ত করছে। |
|