টুকরো খবর
উঠল ধর্মঘট, স্বাভাবিক বাস চলাচল
ন’দিন বন্ধ থাকার পর অবশেষে মঙ্গলবার সকাল থেকে ফের চালু হল নদিয়ার ১৫টি রুটের বাস চলাচল। ১ এপ্রিল দেবগ্রাম রুটের হরনগর-বারবেগে এলাকায় এক বাস চালককে মারধর করেছিলেন লছিমন চালকেরা। তার প্রতিবাদেই কৃষ্ণনগর থেকে উত্তরে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে চলা ১৫ টি রুটের বাস চলাচল বন্ধ করে দেন বাস কর্মীরা। তাঁদের দাবি লছিমন বন্ধ করতে হবে। বাসকর্মীদের চাপে জেলার বিভিন্ন প্রান্তে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ বেশ কিছু যন্ত্রচালিত ভ্যান বা লছিমনকে আটক করে। এরপর নিজেদের অবস্থানে কিছুটা নরম হন বাস কর্মীরা। সোমবার বিকেলে কৃষ্ণনগর সদর মহকুমা শাসকের সঙ্গে বাস মালিক, কর্মী ও পুলিশের বৈঠক হয়। নেওয়া হয় বেশ কিছু গুরত্বপূর্ণ সিদ্ধান্তও। তারপর মঙ্গলবার সকাল থেকে বাস চালাতে রাজি হন বাস কর্মীরা। নদিয়া জেলা বাস মালিক সমিতির সম্পাদক অশোক ঘোষ বলেন, “যে সব রুটে লছিমনের তাণ্ডব চলে সেখানে পুলিশ অভিযান চালিয়েছে। বেশ কিছু লছিমন আটকও করেছে। প্রশাসনের এই উদ্যোগের পরেই আমরা ধর্মঘট তুলে নিয়েছি। এরপর থেকে ১৪ দিন আগে প্রশাসনকে না জানিয়ে কোনওভাবেই বাস বন্ধ রাখব না।” কৃষ্ণনগর সদর মহকুমাশাসক পূর্ণেন্দু মাজী বলেন, “সোমবার সব পক্ষের সঙ্গে বৈঠক করে সাধারণ মানুষের সমস্যার কথা বুঝিয়ে বলেছি। বেশ কিছু লছিমনও আটক করা হয়েছে। তাছাড়া সকলকে জানিয়ে দেওয়া হয়েছে ধর্মঘট করার ন্যুনতম ১৪ দিন আগে প্রশাসনকে জানাতে হবে। হঠাৎ বাস বন্ধ করে দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।”

খুনের চেষ্টায় নওদায় ধৃত শ্বশুর-শাশুড়ি
এক মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে তাঁর শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার নওদার দুর্লভপুর গ্রামের বাসিন্দা মেরিনা বিবির গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বামী সারদাম শেখ, শ্বশুর আমিরুদ্দিন শেখ ও শাশুড়ি মেহেরান বিবির বিরুদ্ধে। সারদামের বিয়ের সময় থেকেই পণের জন্য শ্বশুরবাড়ির লোকজন মেরিনার উপরে অ্যাচার করত বলে অভিযোগ মেরিনার বাবা গফুর মোল্লার। এ দিন দগ্ধ মেরিনাকে উদ্ধার করে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে জানানো হয়েছে, গফুর মোল্লার অভিযোগের ভিত্তিতেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে।


নদীতে জল ফিরেছে। নৌকা মেরামতিতে হাত পড়েছে তাই। করিমপুরে তোলা কল্লোল প্রামাণিকের ছবি।

ভাতা বকেয়া, অভিযোগ
টানা দু’মাস ধরে ভাতা না পাওয়ার অভিযোগ তুলেছেন জেলার শিশু শিক্ষা কেন্দ্রের কর্মীরা। ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছে অভিযোগও জানিয়েছেন তাঁরা। সংগঠন সূত্রে খবর, জেলার ২৬ টি ব্লকের প্রায় ৬ হাজার কর্মী ওই সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। মাসে তাঁরা পান ৫৪০০ টাকা। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসের ভাতা তারা পাননি। সংগঠনের জেলা সম্পাদক সুশীল মণ্ডল বলেন, “দু’মাস ধরে কর্মীদের ভাতা দেওয়া হচ্ছেনা। আমরা জেলা প্রশাসনের কাছে অভিযোগও জানিয়েছি। কিন্তু তাঁদের কোনও হেলদোল নেই। ভাতা বকেয়া থাকার বিষয়টি স্বীকার করে নিয়ে অতিরিক্ত জেলাশাসক নিরঞ্জন কুমার বলেন, “জেলা পরিষদ থেকে টাকা বরাদ্দ না হওয়ায় বেতন দিতে সমস্যা হচ্ছে। তবে বিষয়টি দেখা হচ্ছে।”

দুর্ঘটনায় মৃত্যু
দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শেরিফা বিবি (৩৫) নামে এক মহিলার। বাড়ি নলহাটির গোপালচক গ্রামে। সোমবার সন্ধ্যায় ভরতপুরের বিন্দারপুর গ্রাম থেকে দাদা মাকসাদুল আকসারের সঙ্গে মোটরসাইকেলে ফিরছিলেন তিনি। পথে বড়ঞার কুলি এলাকায় রাজ্য সড়কের উপর একটি শিয়াল আচমকা মোটরসাইকেলের সামনে এসে পড়ে। ধাক্কায় রাস্তায় পড়ে যান শেরিফা বিবি। তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথায় আঘাত লেগেছিল তাঁর। পরে সেখানেই মারা যান তিনি।

পুড়ে ছাই ১২টি দোকান
নিজস্ব চিত্র।
পুড়ে ছাই হয়ে গেল ১২টি দোকান। নাকাশিপাড়ার বেথুয়াডহরী তহবাজারে সোমবার গভীর রাতে ওই আগুন লাগে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ মিলে প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কৃষ্ণনগর দমকলের ওসি হরলাল সরকার বলেন, “আগুন লাগার কারণ এখনও পরিষ্কার নয়। তবে কোনও জীবনহানি হয়নি।” ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশের ওই দোকানগুলির মধ্যে আছে জামাকাপড়, চা ও দশকর্মার দোকান। বেথুয়াডহরী ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি হরিদাস দে বলেন, “এমনতিতেই জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য আতঙ্কে দিন কাটাচ্ছেন ব্যবসায়ীরা। তারমধ্যে ১২ জন ক্ষুদ্র ব্যবসায়ীর এই সর্বনাশ হল।” পুলিশ জানিয়েছে, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

টাকা ছিনতাই
ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফেরার পথে তা ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার চাকদহের কালীতলা গ্রামে মহম্মদ আলি নামে এক শিক্ষকের ব্যাগ থেকে ওই টাকা ছিনতাই হয়। এ দিন স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে টাকা তুলে সাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই দুই যুবক মোটর সাইকেলে এসে তার কাছ থেক ব্যাগটা ছিনিয়ে নিয়ে পালায়।

দুর্ঘটনায় মৃত্যু
ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক মহিলার। মৃতার পরিচয় জানা যায়নি। মঙ্গলবার কৃষ্ণগঞ্জের আদিত্যপুর দাসপাড়ার কাছে রেল লাইনে দেহটি মেলে।


মুখ ঢেকেছে হালখাতায়। বহরমপুরে তোলা গৌতম প্রামাণিকের ছবি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.