টুকরো খবর
বিদুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদ
বিদ্যুৎ গ্রাহক সমিতির প্রতিবাদ তমলুকে।
বিদ্যুতের বর্ধিত মাসুল প্রত্যাহার ও কৃষকদের স্বল্পমূল্যে বিদ্যুৎ দেওয়ার দাবিতে মঙ্গলবার তমলুকে সড়ক অবরোধ করল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি। সমিতির সমর্থকরা এ দিন বিকালে তমলুক শহরের হাসপাতাল মোড়ে প্রায় ঘণ্টাখানেক হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক অবরোধ করেন। অবরোধে নেতৃত্ব দেন বিদ্যুৎগ্রাহক সমিতির জেলা সভাপতি জয়মোহন পাল, প্রণব মাইতি। পরে সমিতির নেতারা তমলুকে বিদ্যুৎ দফতরের আঞ্চলিক অফিসে দাবি সংবলিত স্মারকলিপিও জমা দেন। একই দাবিতে এ দিন দুপুরে কাঁথির বিদ্যুৎ দফতরে ডিভিশনাল ম্যানেজার কল্যাণ মাইতির কাছে স্মারকলিপি দেয় সমিতি। তার আগে দফতরের সামনে বিক্ষোভ দেখানো হয়। কাঁথি বড় ডাকঘরের সামনে সভাও হয়। সেখানে সমিতির রাজ্য কমিটির সদস্য সুশান্ত জানা অভিযোগ করেন, “কয়লার দাম বৃদ্ধির অজুহাতে গত দু’মাসে বিদ্যুতের দাম বেড়েছে প্রতি ইউনিটে ১২৬ পয়সা এবং বকেয়া ধরলে তা দাঁড়াবে১৯২ পয়সা। অথচ কেন্দ্রীয় কয়লামন্ত্রী প্রকাশ জয়সওয়াল গত ১৫ মার্চ বলেছেন, গত তিন বছরে কয়লার কোনও দাম বাড়েনি।” প্রতিবাদে আগামী ৩ মে ‘মহাকরণ অভিযানে’র ডাক দিয়েছে সমিতি। এ দিনের সভায় সমিতির জেলা কমিটির সদস্য কল্পনা দাস, অশোক ধাড়া, শ্যামল সাঁতরা, মুক্তিপদ পাত্র, সুব্রত জানা, মণীন্দ্রনাথ পড়্যা উপস্থিত ছিলেন। সভাশেষে বর্ধিত বিদ্যুৎ মাসুলের ঘোষণাপত্রের প্রতিলিপি পোড়ানো হয়।

প্রাথমিক বিদ্যালয় সংসদের বৈঠক পূর্বে
নবগঠিত পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের প্রথম বৈঠক হল মঙ্গলবার। তমলুকের মানিকতলায় জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের অফিসে এই বৈঠক হয়। সংসদের অধিকাংশ প্রতিনিধি তৃণমূলের হলেও শিক্ষক প্রতিনিধি হিসাবে জেতা ৭ জন বাম সদস্যই বৈঠকে উপস্থিত ছিলেন। জেলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে নিয়মিত পরিদর্শন, অবর বিদ্যালয় পরিদর্শক অফিসের কর্মসংস্কৃতি উন্নয়ন, শিক্ষক-শিক্ষিকাদের প্রাপ্য সুবিধা প্রদানে দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়। প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা দ্রুত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও হয়। বৈঠকের পর প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি গোপাল সাহু বলেন, “সংসদের প্রতিনিধি সদস্যদের নিয়ে সাব-কমিটি গঠনের জন্য আগামী ২৩ এপ্রিল ফের বৈঠক হবে। শিক্ষক নিয়োগের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”

ধৃত ‘মাওবাদী’ দলীয় কর্মী: তৃণমূল বিধায়ক
মাওবাদী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে সোমবার রাতে ঝাড়গ্রামের মানিকপাড়া থেকে সমীর মাহাতো নামে বছর চুয়াল্লিশের এক জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বাড়ি সাঁকরাইল থানার ধগাড়ি গ্রামে। রাষ্ট্রদ্রোহ, খুন, হামলা-নাশকতা এবং বেআইনি অস্ত্র ও বিস্ফোরক মজুতের ৬টি মামলায় অভিযুক্ত করে ধৃতকে মঙ্গলবার ঝাড়গ্রাম এসিজেএম আদালতে হাজির করা হয়। ৩ দিনের পুলিশি-হেফাজতের নির্দেশ দেন বিচারক। অন্য দিকে, অভিযুক্তকে নিজেদের দলীয় কর্মী দাবি করে গোপীবল্লভপুরের তৃণমূল বিধায়ক চূড়ামণি মাহাতোর বক্তব্য, “আগের বাম সরকার সমীরবাবুকে একাধিক মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।”

নানা দাবিতে ফব’র বিক্ষোভ-মিছিল
সব আদিবাসী মানুষকে জল-জঙ্গল-জমির আইনি অধিকার দেওয়া, কৃষি শ্রমিক এবং অসংগঠিত শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা করা, সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ না-করা সহ বেশ কয়েকটি দাবিতে মঙ্গলবার জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ-সভা করল ফরওয়ার্ড ব্লক ও দলের যুব সংগঠন যুব-লিগ। জেলাশাসককে স্মারকলিপিও দেওয়া হয়। এর আগে বেরোয় মিছিল। নেতৃত্ব দেন ফব-র পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুকুমার ভুঁইয়া। এ দিনের মিছিলে ছোট ছোট ছেলেমেয়েরাও পা মেলায়। এদের কেন মিছিলে আনা হল, সেই নিয়ে প্রশ্ন ওঠে। যদিও জেলা নেতৃত্বের বক্তব্য, কয়েকজন দলীয় কর্মী তাঁদের ছেলেমেয়েদের নিয়ে মিছিলে এসেছিলেন। মিছিল থেকে সকল সম্প্রদায়ের বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি তোলা হয়। জেলা সম্পাদক বলেন, “কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। বেকার যুবক-যুবতীর সংখ্যা বাড়ছে। এ ক্ষেত্রে রাজ্য সরকার উদাসীন।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.