|
|
|
|
হোমে ভাঙচুর, ডেবরায় নালিশ তৃণমূলের নামে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ডেবরার একটি হোমে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল কয়েকজন তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে। হোম কর্তৃপক্ষ পুলিশে অভিযোগও জানিয়েছেন। তাঁদের বক্তব্য, অপপ্রচার করে একাংশ গ্রামবাসীকে সঙ্গে নিয়ে ওই নেতা-কর্মীরা মঙ্গলবার হোমে তাণ্ডব চালিয়েছেন। অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে পুলিশ।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে। ডেবরা থানার চককুমারে স্বেচ্ছাসেবী সংস্থার একটি হোম রয়েছে। এ দিন সকালে হোমের কিছুটা দূরে মাটির ঢিবি দেখতে পান কয়েকজন গ্রামবাসী। খোঁড়াখুড়ি শুরু হয়। সেখান থেকে এক কিশোরের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, ২০ মার্চ রাতে মারা যায় হোমের এক কিশোর। খড়্গপুরের এক স্বেচ্ছাসেবী সংস্থা ওই কিশোরকে উদ্ধার করে প্রশাসনের মাধ্যমে এই হোমে পাঠিয়েছিল। বছর চোদ্দর ওই কিশোর মাদকাসক্ত ছিল। হোম সূত্রে খবর, বাড়ি কোথায় তা জানাতে না পারলেও ওই কিশোর জানিয়েছিল, তার নাম আখতার। বছর দুয়েক ধরে সে এখানে ছিল। অসুস্থ হয়ে পড়ায় ১৯ মার্চ তাকে ডেবরা হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন মারা যায় সে। ময়নাতদন্তের পর চককুমার এলাকাতেই তার দেহ পুঁতে ফেলা হয়। বিষয়টি পুলিশ-প্রশাসনকে জানানো হয়েছিল বলে দাবি হোম কর্তৃপক্ষের। মঙ্গলবার সকালে ওই কিশোরের দেহ উদ্ধারের পর কয়েকজন তৃণমূল নেতা-কর্মী হোমে এসে ভাঙচুর চালান বলে অভিযোগ। হোমটি দেখভাল করে যে সংস্থা, তার সম্পাদক ত্রিদিব দাস বেরা বলেন, “কম্পিউটার রুম ভাঙচুর করা হয়েছে। কেন এমন ঘটনা ঘটানো হল, কিছুই বুঝতে পারছি না। আমরা তো কিছু অন্যায় কাজ করিনি।” দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে তৃণমূলের ডেবরা ব্লক সভাপতি অলোক আচার্য বলেন, “এই হোমের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এর তদন্ত হওয়া উচিত।” স্থানীয় কংগ্রেস নেতা পৃথ্বীশ ভট্টাচার্যের অবশ্য বক্তব্য,“ এমন ঘটনা দুর্ভাগ্যজনক।” |
|
|
|
|
|