টুকরো খবর |
সভার পথে ‘হেনস্থা’ যুব তৃণমূল সভাপতি
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
পশ্চিম মেদিনীপুর জেলা যুব তৃণমূল সভাপতি দেবাশিস চৌধুরির উপস্থিতিতে হাতাহাতিতে জড়িয়ে পড়ল সংগঠনের দুই গোষ্ঠী। জখম হলেন ৪ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যুব সভাপতিকেও বিক্ষোভের মুখে পড়তে হয়ে বলে দলীয় সূত্রের খবর। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে চন্দ্রকোনা থানার বঔড়াতে। আগামী ২২ এপ্রিল খড়্গপুরে যুব তৃণমূলের জেলা সম্মেলন রয়েছে। সেই উপলক্ষে এখন ব্লকে ব্লকে প্রস্তুতি সভা চলছে। মঙ্গলবার গড়বেতা-১, চন্দ্রকোনা-১ ও ২ ব্লকে এই সভা হয়। এ দিন বিকেলে চন্দ্রকোনা-১ ব্লকের জাড়ায় প্রস্তুতি সভা শুরু হওয়ার আগেই এই গোলমাল বাধে। জাড়ায় আসার পথে বঔড়াতে দেবাশিসবাবুর উপস্থিতিতে হাতাহাতিতে জড়িয়ে পড়ে যুব তৃণমূলের দুই গোষ্ঠী। এক গোষ্ঠীর অভিযোগ, তাদের প্রস্তুতি সভায় ডাকাই হয়নি। শুরুতে বচসা বাধে। তার পরেই হাতাহাতি। জখম হন ৪ জন। তাঁদের মধ্যে আরিফুল আলম নামে এক জনের আঘাত গুরুতর। দেবাশিসবাবুকেও বিক্ষোভের মুখে পড়তে হয়। তাঁকে হেনস্থা করা হয়ে বলেও দলীয় সূত্রের খবর। যদিও যুব তৃণমূলের সাধারণ সম্পাদক কৌশিক কুলভি বলেন, “যুব সভাপতিকে কেউ হেনস্থা করেনি।” পাশাপাশি তাঁর বক্তব্য, “একটা গোলমাল হয়েছে। বিষয়টি জেলা নেতৃত্বকে জানানো হয়েছে।” জেলা যুব সভাপতি দেবাশিসবাবুর আবার অভিযোগ, “প্রস্তুতি সভায় আসার পথে সিপিএমের লোকেরা আমাদের কর্মীদের উপর হামলা করে।”
|
আদিবাসী নৃত্যের কর্মশালা ডেবরায়
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
আদিবাসী নৃত্যের কর্মশালা |
ভারত সরকারের সংস্কৃতি বিভাগের আর্থিক সহায়তায় ডেবরার মেউদিপুরের সাংস্কৃতিক সংস্থা ‘স্বপ্নিল’-এর উদ্যোগে ৫ দিন ব্যাপী আবাসিক আদিবাসী নৃত্য-কর্মশালা অনুষ্ঠিত হল সম্প্রতি। মেউদিপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গত ৫ এপ্রিল এই কর্মশালার উদ্বোধন হয়। পরের ৫ দিন ধরে সকাল ও সন্ধ্যায় দু’ভাগে ভুয়াং, খেমটি, শিকার প্রভৃতি আদিবাসী নৃত্যের বিভিন্ন দিক নিয়ে চর্চা হয় কর্মশালায়। সংশ্লিষ্ট নৃত্যশৈলীর বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দেন। কর্মশালায় যোগ দেন ১০০ জন যুবক-যুবতী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কানুরাম হাঁসদা, নদাই কালিন্দি, ফণি শবর। সোমবার সন্ধ্যায় সমাপ্তি অনুষ্ঠানে কর্মশালায় যোগদানকারী যুবক-যুবতীরা আদিবাসী নৃত্য পরিবেশন করেন। উদ্যোক্তাদের পক্ষে সৌমেন্দু দে জানান, আদিবাসী শবরদের ঐতিহ্যশালী
এই সব নৃত্যের অনুশীলনের প্রতি আরও আগ্রহ বাড়াতেই এই কর্মশালার আয়োজন।
|
বিবেক উৎসব
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
স্বামী বিবেকানন্দের জন্ম-সার্ধশতবর্ষে বিবেক উৎসবের আয়োজন করল খড়্গপুরের মাওয়া গ্রামের ‘মাওয়া পল্লি উন্নয়ন যুব সংস্থা’। বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির, রক্তদান শিবির, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-সহ নানা আয়োজন ছিল। সম্প্রতি উৎসবের উদ্বোধন করেন পিংলার বিধায়ক প্রবোধচন্দ্র সিংহ। বিবেকানন্দের মূর্তির আবরণ উন্মোচন করেন মেদিনীপুর রামকৃষ্ণপুর মিশনের স্বামী মায়াধীশানন্দজি। উৎসবের শেষ দিন গ্রামীণ পাঠাগারের উদ্বোধন হয়।
|
নৃত্যানুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
সোমবার খড়্গপুরের নিউ সেটলমেন্টের অন্ধ্রা হাইস্কুলে হয়ে গেল ‘নৃত্য ঝঙ্কার’-এর বার্ষিক অনুষ্ঠান। ১৮তম বর্ষে রবীন্দ্রনৃত্য, কত্থক, কুচিপুড়ি, আধুনিক নৃত্য-সহ নানা বিভাগে যোগ দেন সংস্থার ছাত্রছাত্রীরাই। একক ও দলগত দু’ধরনের পরিবেশনাই ছিল। পরিচালনার দায়িত্বে ছিলেন সংস্থার অধ্যক্ষ রিঙ্কু চট্টোপাধ্যায়। |
|