দিল্লি উড়িয়ে দিল চেন্নাইকে |
অস্ট্রেলিয়া সফর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠছিল। তাই ধোনি বনাম সহবাগ লড়াইয়ের দিকে তাকিয়ে ছিলেন অনেকে। বাস্তবে কিন্তু কোনও লড়াইই হল না। চেন্নাই সুপারকিংসকে ছ’ ওভার চার বল বাকি থাকতে আট উইকেটে উড়িয়ে দিল দিল্লি ডেয়ারডেভিলস। সহবাগ আগেই বলেছিলেন, পিটারসেন-জয়বর্ধনে চলে এলে দলের শক্তি অনেক বেড়ে যাবে। দেখা গেল, তাই হয়েছে। দিল্লির বোলাররা আগেই চেন্নাইকে মাত্র ১১০ রানে আটকে রাখায় দিল্লির সামনে চ্যালেঞ্জটা কঠিন ছিল না। দিল্লির মর্নি মর্কেল ১৯ রানে দু’উইকেট নেন। আর প্রথম ম্যাচেই পিটারসেন ২৬ বলে ৪৩ নট আউট থাকলেন, জয়বর্ধনে ২১ বলে ২০ ন.আ.। সহবাগ করেন ২১ বলে ৩৩।
|
ম্যাচ ভাতার ২৫ শতাংশ কাটা গেল মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার মুনাফ পটেলের। একই সঙ্গে আইপিএলের আচরণবিধি ভাঙার জন্য সতর্কিত হলেন মুম্বই অধিনায়ক হরভজন সিংহ। ডেকান চার্জার্সের বিরুদ্ধে ম্যাচে আম্পায়ারের সঙ্গে দীর্ঘক্ষণ তর্ক চালানোর জন্য সরকারি ভাবে সতর্কিত হলেন হরভজন। তাঁকে তিরস্কারও করা হয়েছে। ডেকান অধিনায়ক কুমার সঙ্গকারা গত রাতের ম্যাচে মুনাফের বলে বোল্ড হয়েছিলেন। আম্পায়ারের ধারণা ছিল মুম্বই কিপার দীনেশ কার্তিকের প্যাডে লেগে বল উইকেটে লেগেছে। মুনাফ ও হরভজন ক্রমাগত আম্পায়ারে কাছে দাবি করেন, কেন তিনি তৃতীয় আম্পায়ারের সাহায্য নিচ্ছেন না। তৃতীয় আম্পায়ারের সাহায্য নিলে তিনি সঙ্গকারাকে আউট ঘোষণা করেন। একই ভাবে সতর্কিত হয়েছেন ডেকানের পেসার ডেল স্টেইন। সব সিদ্ধান্তই ম্যাচ রেফারি গ্রেম ল্য ব্রুয়ের। |