কাল পুণের নতুন ঘোড়া ম্যাথেউজ
ব্যাটের লোগো নিয়ে সতর্কিত সৌরভ
তিনে তিন করার সুখস্বপ্ন যখন পুণে শিবিরে ভাসছে, তখনই হঠাৎ করে ঢুকে পড়ল ছোটোখাটো বিতর্কের চোরাস্রোত। আইপিএলের নিয়মবিধি ভাঙার দায়ে অভিযুক্ত হলেন পুণে ওয়ারিয়র্স অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএলের নিয়ম অনুযায়ী ক্রিকেটারদের ব্যাটে কোনও ব্যাট প্রস্তুতকারী সংস্থার লোগো থাকার কথা। তার বদলে পুণের প্রথম দুটি ম্যাচে সৌরভের ব্যাটে ছিল তাঁর সঙ্গে নতুন চুক্তি হওয়া একটি বেসরকারি বিমা সংস্থার লোগো। এই নিয়েই আপত্তি তোলেন ম্যাচ রেফারি। ‘লেভেল ওয়ান অফেন্স’ এর দায়ে অভিযুক্ত করে সরকারি ভাবে সতর্ক করে দেওয়া হয়েছে সৌরভকে।
মঙ্গলবার বিকেল নাগাদ চণ্ডীগড়ে পা দেওয়া পুণে ওয়ারিয়র্সকে দেখে অবশ্য কোনও রকম বিতর্কের গন্ধ পাওয়ার উপায় নেই। টুর্নামেন্টের শুরুতেই যে আইপিএলের নিয়মের কোপে পড়েছেন তাঁদের অধিনায়ক, দলের অধিকাংশ সদস্য সেই খবরটাই পাননি। জানা গেল, এটা পুরোপুরি আইপিএলের নিয়ম। এক সদস্য বলছিলেন, “এ রকম যে নিয়ম, সেটা আমাদের জানা ছিল না। পরের ম্যাচ থেকে আর সমস্যা হবে না।” স্বয়ং সৌরভ অবশ্য এটা নিয়ে মুখ খোলেননি। চণ্ডীগড় পৌঁছে পুণে অধিনায়ক বিকেল থেকে হোটেলে ঘরবন্দিই রইলেন।
এই ব্যাটের লোগো নিয়েই সমস্যা।
জয়ের হ্যাটট্রিকের হাতছানি যখন সামনে, যে কোনও টিম তেতে থাকবে। পুণে ব্যতিক্রম নয়। শরীরী ভাষায় পরিষ্কার ফুটে উঠছে টুর্নামেন্টের প্রথম দুটো ম্যাচ জিতে থাকার পরিতৃপ্তি। তার চেয়েও গুরুত্বপূর্ণ, টিমের নতুন সংযোজন শ্রীলঙ্কা থেকে উড়ে আসা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথেউজ। পরশুর ম্যাচে সৌরভের নতুন ঘোড়া ম্যাথেউজকে খেলানোর সম্ভাবনাও যথেষ্ট জোরালো। রবিবার সকালেই পুণে শিবিরে যোগ দিয়েছিলেন ম্যাথেউজ। বিমানযাত্রার পরে ক্লান্ত থাকায় আর রবিবার পঞ্জাব ম্যাচে তাঁকে খেলানোর ঝুঁকি নেওয়া হয়নি। পুণে থেকে অবশ্য টিমের সঙ্গে আসেননি তামিম ইকবাল আর আলফ্যান্সো থমাস। এশিয়া কাপে তামিম ধারাবাহিক রান পেলেও এখনই জেসি রাইডারের বদলে সৌরভের সঙ্গে তাঁর ওপেন করার সম্ভাবনা কম।
তবে সব মিলিয়ে পুণে শিবিরে খুশির হাওয়া। রাইডারের কথাই ধরা যাক। আগাগোড়া কিংস ইলেভেন পঞ্জাবের লাল-সাদা পোস্টারে মোড়া টিম হোটেলের লবিতে খোশমেজাজে ঘুরে বেড়াচ্ছিলেন রাইডার। সঙ্গে তাঁর মনোবিদ। মদাসক্তি থেকে স্বাভাবিক জীবনে ফেরা রাইডার এ বার নিউজিল্যান্ড থেকে সঙ্গে এনেছেন তাঁকে। এ দিনই চণ্ডীগড় এসেছেন স্টিভ স্মিথের বান্ধবী। স্পিনার রাহুল শর্মাকে নিয়ে লবিতে আড্ডা মারতে দেখা গেল অশোক দিন্দাকে। সমর্থকদের একের পর এক ছবি তোলার আব্দার হাসিমুখে মেটাচ্ছিলেন। হালকা মেজাজের মধ্যেও যে বৃহস্পতিবারের ম্যাচের চিন্তা মাথায় ঘোরাফেরা করছে, সেটা বোঝা গেল যখন ছবি তোলার ফাঁকেই দিন্দা বলে উঠলেন, “পঞ্জাব ম্যাচটা সহজ হবে না। আমাকে আরও জোরে বল করতে হবে। সবে তো ছন্দে এসেছি। আরও খাটতে হবে।”
খাটছে গোটা টিমই। আর টিমের সঙ্গে খাটছেন প্যাডি আপটন। গত বিশ্বকাপের সময় ধোনির টিমের সঙ্গে থাকা মনোবিদ। এটাও এ বার আইপিএলে ‘পুণে স্পেশ্যাল’।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.