টুকরো খবর
‘আমরা’র উদ্যোগে মঞ্চগান উত্তরপাড়ায়
নিজস্ব চিত্র।
উত্তরপাড়ার ‘আমরা’ নাট্য সংস্থার সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে সম্প্রতি ‘রবীন্দ্র নাটকে মঞ্চ গান’-এর উপর এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। উত্তরপাড়া অমরেন্দ্রনাথ বিদ্যাপীঠে আয়োজিত ওই অনুষ্ঠানে রবীন্দ্র নাটকের উপর বক্তব্য রাখেন মুনমুন হোড়। উপস্থিত ছিলেন মঞ্চ গানের বিশিষ্ট শিল্পী দেবজিৎ বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্র নাটকের আঙ্গিকে কী ভাবে মঞ্চ গানের ‘ধারা বিবর্তন’ হয়েছে, তা নিয়ে বক্তব্য এবং সঙ্গীত পরিবেশন করেন তিনি। এই অনুষ্ঠানে দেবজিৎবাবুর গলায় শ্রোতারা এমন অনেক গান শোনেন, যা বহুশ্রুত নয়। সংগঠনের সম্পাদক দেবদত্ত মুখোপাধ্যায় জানান, সুবর্ণ জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠানে ‘বিসর্জন’ নাটক মঞ্চস্থ করা হবে।

শিক্ষক ‘ঘেরাও’ শ্রীরামপুরেও
অকৃতকার্য ছাত্রছাত্রীদের পাশ করানোর দাবিতে মঙ্গলবার বিকেল থেকে শ্রীরামপুর কলেজে মহিলা টিচার ইনচার্জ-সহ অন্য শিক্ষকদের ‘ঘেরাও’ করে রাখলেন তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা। গভীর রাত পর্যন্ত ‘ঘেরাও’ ওঠেনি। যদিও ওই ঘেরাওয়ের কথা অস্বীকার করেছে টিএমসিপি। কলেজ সূত্রের খবর, পার্ট ওয়ানের অনার্স ও পাশ পরীক্ষায় শ’খানেক পড়ুয়া অকৃতকার্য হন। টিএমসিপির বক্তব্য, তাঁদের পাশ করানোর দাবিতেই শিক্ষকদের সঙ্গে আলোচনা চলছিল। টিচার ইনচার্জ রত্না দত্তও দাবি করেন, “ছাত্ররা আমাদের ঘেরাও করেনি। অকৃতকার্যদের পাশ করিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে।” রাত সওয়া ১১টা নাগাদ তিনি বলেন, “সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আলোচনা চলবে।” কেউ ঘেরাওয়ের কথা স্বীকার না করলেও কলেজের মধ্যে স্থানীয় কয়েক জন তৃণমূলের নেতানেত্রীকে দেখা গিয়েছে।

লিবারেশনের সভায় নিন্দা সরকারের
নিজস্ব চিত্র।
রাজ্য জুড়ে ‘আইনশৃঙ্খলার অবনতি, ধর্ষণ, খুন এবং দ্রব্যমূল্য বৃদ্ধি’র প্রতিবাদে রবিবার চুঁচুড়ায় বিক্ষোভ সমাবেশ করে সিপিএই (এমএল) লিবারেশন। বক্তৃতা করেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কার্তিক পাল। এ ছাড়াও ছিলেন দলের রাজ্য নেতা সজল অধিকারী এবং প্রবীর হালদার। সজলবাবু এ দিন বলেন, “সিঙ্গুরের চাষি থেকে ডানলপের শ্রমিক, এই রাজ্য সরকারের আমলে সকলেরই পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সমস্যার সমাধানে রাজ্য সরকার যথাযথ পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি প্রতিদিনই খারাপ হচ্ছে।” বিক্ষোভ সমাবেশে বক্তারা কৃষিপণ্য থেকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেন। লিবারেশনের দ্বাদশ হুগলি জেলা সম্মেলন চুঁচুড়ার শিশুবিজ্ঞান মঞ্চে মঙ্গলবার থেকে শুরু হয়েছে। চলবে বুধবার পর্যন্ত।

কংগ্রেস-তৃণমূল গোলমাল হরিপালে
এক কংগ্রেস নেতার সঙ্গে স্থানীয় কয়েক জন তৃণমূল কর্মীর গোলমালের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে হরিপালের পাঁটরা পঞ্চায়েতের প্রসাদপুর গ্রামে। কংগ্রেসের অভিযোগ, কয়েক জন স্থানীয় তৃণমূল নেতা কংগ্রেসের অঞ্চল সভাপতি সামসের আলি এবং তাঁর স্ত্রীকে মারধর করেন। সামসেরের বিরুদ্ধেও মারধরের অভিযোগ তৃণমূলের। গোলমালের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামলায়। দু’দলের নেতারাই নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

বৃদ্ধাবাসের শিলান্যাস
হুগলির শ্রীরামপুরে গঙ্গার ধারে সম্প্রতি একটি বৃদ্ধাবাসের শিলান্যাস হল। শিলান্যাস করেন রাজ্যের পরিবহণ ও ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই বৃদ্ধাবাসে অবস্থাপন্ন, মধ্যবিত্তদের পাশাপাশি অবহেলিত বা আর্থিক সঙ্গতিহীন বৃদ্ধবৃদ্ধাদের জন্য নিখরচায় থাকার বন্দোবস্ত করা হবে। ‘শ্রীরামপুর লোকনাথ মিশন’-এর আওতায় ওই আবাস করা হচ্ছে। মিশনের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে একটি সেবাকেন্দ্র, যেখানে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এবং ওষুধপথ্য দেওয়া হবে।

দুর্ঘটনায় মৃত্যু
কোনা এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার রাতে গাড়ি দুর্ঘটনায় চালকের মৃত্যু হয়েছে। তাঁর পরিচয় জানা যায়নি। ওই দুর্ঘটনার জেরে দীর্ঘ ক্ষণ যানজট হয়। পুলিশ জানায়, একটি টাটা সুমো নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। চালককে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.