দু’দিনের মেয়েকে নিকোটিন খাইয়ে মেরে ফেলেছিল স্বয়ং তার বাবা। গ্বালিয়রের মুরার এলাকার ঘটনা। তাও প্রায় মাস ছয়েক আগের। সম্প্রতি শিশুকন্যাটির ময়না তদন্তের রিপোর্ট পেয়ে অভিযুক্ত বাবাকে সোমবার তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম নরেন্দ্র রানা(৪০)। বাবার হাতে নিগৃহীত হয়ে গত সপ্তাহেই বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি হয় আফরিন নামে আরও এক শিশুকন্যা। তার অবস্থা বেশ সঙ্কটজনক বলে জানান চিকিৎসকরা। অদ্ভূত ভাবে দুটি ঘটনারই কারণ এক। ছেলে চেয়েছিল ধৃত দুই ‘বাবা’ই। কিন্তু মেয়ে জন্মানোয় ক্ষিপ্ত হয়ে তাকেই হত্যার চেষ্টা করে তারা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রানার স্ত্রী অনিতা গত বছরের ১৭ অক্টোবর একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন। তার ঠিক দু’দিন পরে, হাসপাতালেই শিশুটির মৃত্যু হয়। ময়না তদন্তের রিপোর্ট অনুসারে, মাত্রাতিরিক্ত নিকোটিন খাওয়ায় মারা যায় শিশুটি। এবং সন্দেহজনক ভাবে, যে দিন তার মৃত্যু হয়, সে দিনই হাসপাতালের শিশু বিভাগে ঢুকতে দেখা গিয়েছিল রানাকে। পুলিশ আরও জানায়, জেরায় রানা ইতিমধ্যে তার অপরাধ স্বীকার করে নিয়েছে। অনিতার বক্তব্য থেকেও একই ছবি উঠে এসেছে। তাঁর অভিযোগ, “বিয়ের পর থেকেই, আমার স্বামী এবং শাশুড়ি পণের দাবীতে আমার উপর নানারকম অত্যাচার চালাত। এমনকী, আমার সন্তানকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল তারা।” অনিতা আরও জানান, ছেলের পরিবর্তে মেয়ে জন্মানোয় যেন আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে রানা।
এ দিকে তিন মাসের আফরিনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁদের আশঙ্কা, আফরিনের মস্তিষ্কের কোষগুলি ক্ষতিগ্রস্থ হলেও হয়ে থাকতে পারে। তার ঘাড়ের হাড়ও সড়ে গিয়েছে। মাঝে মাঝেই তড়কা হচ্ছে। রাতে, আফরিনের মলের সঙ্গে রক্তও বেরিয়েছে। তবে, ভেন্টিলেটর থেকে না বেরোনো পর্যন্ত কিছুই সুনিশ্চিত জানাতে পারছেন না চিকিৎসকরা। তাঁদের ধারণা, সম্পূর্ণ সুস্থ হতে এখনও তিন সপ্তাহ সময় লাগবে আফরিনের।
আফরিনের উপর নির্যাতনের প্রসঙ্গে, কর্নাটকের শিশুরক্ষা কমিশনের চেয়ারপার্সন, নিনা পি নায়ক সোমবারই উদ্বেগ প্রকাশ করেন। আর সোমবারই গ্রেফতার হয় রানা।
একই অপরাধে। |