ঘুষ-কাণ্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে (সিবিআই) বিস্তারিত অভিযোগ পাঠালেন সেনাপ্রধান ভি কে সিংহ। সিবিআই অভিযোগের প্রাপ্তিস্বীকার করেছে। গত মাসে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সিংহ জানান, নিম্ন মানের ট্রাক কিনতে তাঁকে প্রায় ১৪ কোটি টাকা ঘুষ দিতে চেয়েছিলেন এক অবসরপ্রাপ্ত সেনা অফিসার। বিষয়টির সিবিআই তদন্তের নির্দেশ দেন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। তার পরিপ্রেক্ষিতেই এ বিষয়ে সিংহের কাছে বিস্তারিত অভিযোগ চেয়ে পাঠায় সিবিআই।
এ বিষয়ে মূলত যাঁর দিকে আঙুল তুলেছেন সিংহ, সেই অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তেজেন্দ্র সিংহ আগেই যাবতীয় অভিযোগ অস্বীকার করে মানহানির মামলা করেছিলেন সেনাপ্রধানের বিরুদ্ধে। আজ সেই মামলায় নিজের বক্তব্য জানাতে দিল্লির এক আদালতে হাজির হয়েছিলেন তেজেন্দ্র। সিবিআই সূত্রের খবর, সেনাপ্রধানের অভিযোগের ভিত্তিতে শিগগিরই তেজেন্দ্রর বিরুদ্ধে এফআইআর করা হতে পারে।
গত ৫ মার্চ সেনা এক প্রেস বিবৃতিতে জানায়, ট্রাক নির্মাতা সংস্থা টাট্রা-র তরফে ঘুষ দিতে চেয়েছিলেন তেজেন্দ্র। আজ আদালতে তেজেন্দ্র সিংহ বলেছেন, “এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”
তেজেন্দ্রর পাল্টা অভিযোগ, গত মাসের গোড়ার দিকে সাউথ ব্লকে মোবাইলে ‘বেআইনি ভাবে আড়ি পাতার’ ঘটনায় আঙুল ওঠে সেনাপ্রধানের দিকে। বিষয়টি থেকে নজর ঘোরাতেই সেনা সদর দফতর থেকে ওই প্রেস বিবৃতি জারি করা হয়। এ ব্যাপারে সেনা সদর দফতরের আরও কয়েক জন কর্তার বিরুদ্ধেও তেজেন্দ্র অভিযোগের আঙুল তুলেছেন বলেও জানা গিয়েছে। |