টুকরো খবর
মাদক পাচার, ৪ পুলিশ সাসপেন্ড
মাদক চোরাচালানে রাজ্যের পুলিশকর্মীদের একাংশের জড়িত থাকার একাধিক ঘটনা সামনে আসার পরে কঠোর মনোভাব নিচ্ছেন মণিপুরের স্বরাষ্ট্রমন্ত্রী গাইখংবাম। মাদক নিয়ন্ত্রণ শাখার এক ইনস্পেক্টর ও তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করার পরে তিনি ঘোষণা করেছেন, রাজ্য পুলিশের ভাবমূর্তি স্বচ্ছ করতে সরকার এই বিষয়ে আরও কঠোর হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বরখাস্ত হওয়া ইনস্পেক্টরের নাম ডব্লিউ ইবোচা সিংহ। তিনি পশ্চিম ইম্ফল পুলিশ কর্মরত। বাকি তিনজনের নাম বিক্রম সিংহ, এম রণন সিংহ ও সি দীনচন্দ্র সিংহ। কর্তব্যে গাফিলতির অভিযোগে তাঁদের পুলিশ রিজার্ভে পাঠানো হয়। বিনা অনুমতিতে সদর দফতর ছাড়তে পারবেন না তাঁরা। গাইখংবাম বলেন, “এই সব বরদাস্ত করা হবে না। জনগণের বন্ধু হিসেবে পুলিশের দায়িত্ব অনেক বেশি। বাহিনীর ভিতরে দূষিত চরিত্রের ব্যক্তিদের স্থান নেই।” পাশাপাশি, ৯৩ কিলো নিষিদ্ধ এফিড্রিন, ৯,৬০,০০০ পলিফেড ও ৯,৯৪,৫০০ রেসপাইটেড ট্যাবলেট-সহ ধরা পড়া অসম রাইফেল্স-এর সুবেদার ও সাত রাইফেলম্যানকে সাজিওয়া জেলে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণ বিষয়ক বিশেষ আদালত এই নির্দেশ দিয়েছে। সাইবমে কর্মরত এই আট জওয়ানকে সশস্ত্র, উর্দি পরা অবস্থায় মাদক-সহ গ্রেফতার করা হয়েছিল।

বিধায়ক খুনে যাবজ্জীবন হল রূপমের
পূর্ণিয়ার বিজেপি বিধায়ক রাজকিশোর হত্যাকাণ্ডে অভিযুক্ত রূপম পাঠককে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল সিবিআইয়ের বিশেষ আদালত। আজ পটনায় বিশেষ আদালতের বিচারক বশিষ্ট নারায়ণ সিংহ এই রায় দেন। দশ দিন আগে আদালত রূপমকে দোষী সাব্যস্ত করে। দণ্ডাদেশ ঘোষিত হল আজ। গত বছর ৪ জানুয়রি পূর্ণিয়ার বিজেপি বিধায়ক রাজকিশোর কেশরী পূর্ণিয়া শহরে নিজের বাড়িতেই খুন হন। পূর্ণিয়ার খাজাঞ্চিহাট থানা এলাকার চারবারের এই বিধায়ক মারা যানস্থানীয় একটি স্কুলের অধ্যক্ষা রূপম পাঠকের ছুরিকাঘাতে। হত্যার দায়ে রূপম দেবীকে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকে রূপম জেলেই বন্দি ছিলেন। ওই মহিলা যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন। সেই ক্ষোভ থেকেই এই ঘটনা বলে পুলিশ জানিয়েছে। ওই হত্যাকাণ্ডের চারদিন পরে রাজ্য সরকার সিবিআইয়ের হাতে তদন্তের ভার তুলে দেয়। ২ এপ্রিল সিবিআই চার্জশিট দেয়। সেপ্টেম্বরে শুনানি শুরু হয়। বিধায়কের ভাইপোর বয়ানের ভিত্তিতে সিবিআই তথ্যপ্রমাণ জমা দেয় বিশেষ আদালতে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয় সে সময়। তবে আদালতের এই রায়ে দুই পরিবারের কেউই সন্তুষ্ট নয়। পাঠকের পরিবারের তরফে এ দিন জানানো হয়েছে, এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানানো হবে। অন্য দিকে, প্রয়াত বিধায়কের ভাইপো সুদীপ কেশরী বলেন, “অভিযুক্তের ফাঁসি হলে আমরা খুশি হতাম। ওই মহিলার যাতে মৃত্যুদণ্ড হয় সে জন্য আমরা উচ্চতর আদালতে যাব।”

পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ দুমকায়, গুলিতে জখম ১৫
জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পুলিশের গুলিতে চার গ্রামবাসী জখম হল। গ্রামবাসীদের আক্রমণে জখম হয়েছে ১১ পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে দুমকা জেলার রামেশ্বরপুর থানা এলাকার পারপলশা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদিবাসী অধ্যুষিত গ্রামটিতে একটি জমিকে ঘিরে দীর্ঘ দিন ধরে বিবাদ-বিতর্ক চলছিল। আজ সেই বিরোধের মীমাংসা করার জন্য স্থানীয় পঞ্চায়েত সালিশি আলোচনায় বসেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছিল পুলিশ বাহিনীও। দুমকার পুলিশ সুপার হেমন্ত টোপ্পো জানান, “বৈঠক চলাকালীন একদল গ্রামবাসী লাঠি-টাঙ্গি নিয়ে পুলিশের উপর চড়াও হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে গুলি চালাতে হয়। পুলিশ ৬ রাউন্ড গুলি চালায়। পুলিশের গুলিতে ৪ গ্রামবাসী জখম হয়।” পুলিশ সুপার জানান, আহত গ্রামবাসীদের লাগোয়া পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখন পুলিশ কর্মীদের চিকিৎসা চলছে রানিশ্বর ব্লক হাসপাতালে। এলাকায় উত্তেজনা রয়েছে। বাড়তি পুলিশও মোতায়েন করা হয়েছে।

সামরিক প্রস্তুতি যথেষ্ট: অ্যান্টনি
দেশে সামরিক প্রস্তুতির অভাব রয়েছে, এই খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি। আজ নয়াদিল্লিতে বায়ুসেনার এক অনুষ্ঠানে অ্যান্টনি বলেন, “ভারতের কাছে মাত্র ৪ দিন লড়াই করার মতো গোলাবারুদ রয়েছে, এটা সম্পূর্ণ গুজব। ভারত যথেষ্ট প্রস্তুত।” গত মাসে প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে দেওয়া এক চিঠিতে সেনাপ্রধান ভি কে সিংহ দাবি করেন, ভারতের যুদ্ধক্ষেত্রে লড়ার প্রস্তুতি ‘বিপজ্জনক ভাবে’ কম। প্রায় একই কথা গত কালই প্রতিরক্ষা বিষয়ক সংসদের স্থায়ী কমিটিকে বলেন উপ সেনাপ্রধান এস কে সিংহ। প্রতিরক্ষা মন্ত্রী অবশ্য বলেন, “প্রস্তুতি আগের থেকেও ভাল।” কালই সংসদীয় স্থায়ী কমিটি তিন বাহিনীর প্রধানকে নির্দেশ দিয়েছে, ২০ এপ্রিল কমিটির কাছে সামরিক প্রস্তুতির খতিয়ান দিতে। এ বিষয়ে অ্যান্টনি বলেন, “এটা কমিটির ব্যাপার। এ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আমার ক্ষমতা নেই।”

গ্বালিয়রে জেলে বসেও ফেসবুক
জেলে বন্দি থেকেই নিয়মিত ফেসবুকে নিজের অ্যাকাউন্টে চোখ রাখছে সে। বন্ধু করে নিচ্ছে অন্য কাউকে। এরই মধ্যে, তার বন্ধুর সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সম্প্রতি এ খবর জানাজানি হতেই গ্বালিয়র জেলের কর্তৃপক্ষ এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। ওই বন্দির নাম দুর্গেশ ভাদোরিয়া। স্ত্রীকে খুনের মামলায় যাবজ্জীবন হয়েছে তাঁর। দুর্গেশের ফেসবুক প্রোফাইল বলছে, সে আইআইটি-মুম্বই-এর ছাত্র ছিল। ৭ এপ্রিল শেষ বারের মতো তার প্রোফাইলে তথ্য সংযোজন করা হয়। কিন্তু জেলে নেট-দুনিয়ায় ঢোকা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও দুর্গেশ কী ভাবে ফেসবুক করে? জেল কর্তৃপক্ষ স্বীকার করেছেন, কর্মী কম হওয়ায় কম্পিউটার সংক্রান্ত কোনও সমস্যা হলে তাঁরা দুর্গেশের সাহায্য নিতেন। তাঁরা এটা জানতেন, দুর্গেশ দ্রুত কম্পিউটার সংক্রান্ত কোনও সমস্যার সমাধান করতে পারবে। জেল কর্তপক্ষ জানিয়েছেন, ভদ্র ব্যবহারের জন্য ওই ব্যক্তিকে প্যারোলে বেশ কয়েক বার ছাড়া হয়েছে। তখনই তিনি ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে পারেন। দুর্গেশের প্রোফাইল অবশ্য বলছে, ওই অ্যাকাউন্ট খোলা হয় ২৯ জুন ২০১০। তখন দুর্গেশ জেলেই ছিল। তা হলে? জেল সুপার ডি এস অলবা অবশ্য দাবি করেন, ওই সময় জেলে ইন্টারনেট সংযোগ ছিল না।

পাক বন্দিদের নিয়ে প্রশ্নের মুখে কেন্দ্র
মানসিক ভারসাম্যহীন পাকিস্তানি নাগরিকদের জেলে রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। তাঁদের পাকিস্তানে কেন ফেরত পাঠানো হচ্ছে না তাও জানতে চেয়েছে শীর্ষ আদালত। ভারতের জেলে বন্দি পাকিস্তানিদের নিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিলেন প্যান্থার্স পার্টির নেতা ভীম সিংহ। সেই মামলার আগের শুনানিতে সব পাক বন্দি সম্পর্কে তথ্য জানতে চেয়েছিল শীর্ষ আদালত। কেন্দ্র জানিয়েছে ভারতীয় জেলে বন্দি ১৬ জন পাকিস্তানি মানসিক ভারসাম্যহীন। আরও ৫ জনের শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে। এই বন্দিদের জেল খাটার মেয়াদও শেষ হয়ে গিয়েছে। এই সমস্যা নিয়ে রাষ্ট্রপ্রধানদের বৈঠকে আলোচনা হওয়া উচিত বলে মন্তব্য করেছে বিচারপতি আর এম লোঢার নেতৃত্বাধীন বেঞ্চ। পরোক্ষে বেঞ্চ পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সাম্প্রতিক সফরের দিকেই ইঙ্গিত করেছে বলে ধারণা সংশ্লিষ্ট শিবিরের। কেন্দ্রের আইনজীবীরা জানিয়েছেন, ধৃত পাকিস্তানিদের পরিচয় স্পষ্ট ভাবে জানা না গেলে তাঁদের ফেরত পাঠানো যাবে না। এর পরে ভীম সিংহ বলেন, পাক সংবাদপত্রে প্রকাশের জন্য ওই বন্দিদের ছবি পাকিস্তান সরকারকে দেওয়া উচিত কেন্দ্রের। বেঞ্চের মতে, এই বিষয়ে পাক হাইকমিশনেরই উদ্যোগী হওয়া উচিত। ২ মে ফের এই মামলার শুনানি হবে।

ছাত্ররা অভব্য, মুচলেকা দিলেন অভিভাবকরা
পটনার যাদবপুর মহল্লায় একটি স্কুলের ৬ জন ছাত্রের অভব্য আচরণের জন্য অভিযোগ গিয়েছিল পুলিশের কাছে। এলাকার অধিবাসীরা রাস্তাঘাটে এই কিশোরদের আচারণে উত্যক্ত হয়েই পুলিশের দ্বারস্থ হন। এরা অষ্টম থেকে একাদশ শ্রেণির ছাত্র। তারা বেশ কিছু অপরাধমূলক কাজকর্ম ঘটিয়েছে বলে খবর আছে পুলিশের কাছে। বয়সের কথা বিবেচনা করে এদের গ্রেফতার করা না হলেও পুলিশ ওই ছাত্রদের অভিভাবকদের কাছে এ ব্যাপারে নোটিস পাঠিয়েছে। তাঁদের সন্তানেরা এর পর থেকে দুষ্কর্ম করবে না এবং সংযত জীবনযাপন করবে এই মর্মে অভিভাবকদের মুচলেকা দিতে বলা হয়েছে (ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারায়)। তিন মাস সময় ধরে এদের আচার-আচরণের উপরে নজর রাখা হবে।

দিল্লি ও মুম্বইয়ে গাড়ির ধাক্কায় মৃত ১, আহত ২
ফের দিল্লির রাস্তায় গাড়ির ধাক্কায় এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে নয়াদিল্লির পশ্চিম বিহার অঞ্চলে এই ঘটনাটি ঘটেছে। দিল্লি পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনার সময় দীপক সিংহ চৌহান এবং অমিত কুমার একটি মোটরসাইকেলে করে ওই অঞ্চলে টহল দিচ্ছিলেন। হঠাৎই পিছন থেকে একটি মার্সিডিস গাড়ি এসে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান দীপক। গুরুতর আহত অবস্থায় অমিতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ঘাতক মার্সিডিস ও চালক গুরদীপকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, জেরার মুখে গুরদীপ স্বীকার করেছে, সে গাড়ি চালানোর সময়ে ঘুমিয়ে পড়েছিল। তাই গাড়ির সামনে আসা ওই মোটরসাইকেলকে দেখতে পায়নি। মুম্বইয়ে আজ ভোরবেলায় একই ভাবে গাড়ির ধাক্কায় এক সাইকেল আরোহী গুরুতর জখম হয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালক পরমদীপ পরমজিৎ সঁধু ঘটনার সময়ে মদ্যপ ছিল। সাইকেলে ধাক্কা মেরে পালানোর সময়ে পরমজিৎকে স্থানীয়রা ধরে ফেলেন। কিন্তু পরমজিৎ পুলিশদের সঙ্গে দুর্ব্যবহার করেছে বলে পুলিশ দাবি করেছে। আজ স্থানীয় আদালত পরমজিৎজকে এক দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

অমিতাভের সিটি স্ক্যান
ফের অসুস্থ অমিতাভ বচ্চন। আজ ভোরবেলায় তিনি ব্লগে লিখেছেন, গত কয়েক দিন ধরেই তাঁর পেটে ব্যথা হচ্ছিল। কিন্তু কাল রাত থেকে তাঁর অসহ্য পেটে ব্যথা হচ্ছে। এবং ব্যথাটা কিছুতেই কমছে না। আজ সেভেন হিল হাসপাতালে তাঁর সিটি স্ক্যান হবে বলেও লিখেছেন তিনি। প্রসঙ্গত দু’মাস আগে একই রকম পেটে ব্যথার কারণে তাঁর অস্ত্রোপচার হয়েছিল। তবে এ বার ঠিক কী কারণে তিনি অসুস্থ হলেন তা জানা যায়নি।

শিয়ালদহে রেলকর্মীদের বিক্ষোভ
বারবার বলা সত্ত্বেও কর্মীদের অভাব-অভিযোগ, দাবিদাওয়ার মীমাংসা না-হওয়ার প্রতিবাদে মঙ্গলবার শিয়ালদহের ডিআরএম ভবনের সামনে বিক্ষোভ দেখাল পূর্ব রেলের লোকো পাইলট ও গার্ডদের একটি সংগঠন। বিক্ষোভে সামিল হন ইস্টার্ন রেলওয়ে মেনস কংগ্রেসের সমর্থকরা। সংগঠনের তরফে শ্রীকুমার সাহা জানান, দীর্ঘদিন ধরে লোকো পাইলট ও গার্ডদের প্রতি বঞ্চনা চলছে। তাঁদের অভিযোগের সুরাহা করছেন না কর্তৃপক্ষ।

ঝড়ের তাণ্ডবে মৃত ৯
ঝড়ের তাণ্ডবে মাটির বাড়ি ভেঙে সীতামঢ়ী জেলার চারটি ব্লকে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন জেলাশাসক। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে: গত কাল রাতে ওই জেলার বিভিন্ন জায়গায় ঝড়ের তাণ্ডব শুরু হয়। মানুষের মৃত্যুর পাশাপাশি প্রচুর ফসলেরও ক্ষতি হয়েছে। প্রশাসন এখনও ক্ষয়ক্ষতির হিসেব করতে উঠতে পারেনি। জেলাশাসক দয়া নিগম পাণ্ডে বলেন, “দিঘা ব্লকে ৪ জন, সুপি ব্লকে ২ জন, ডোমরায় ২ এবং বাজপট্টিতে ১ জনের মৃত্যু হয়েছে।” নিয়ম অনুযায়ী বিপর্যয় মোকাবিলা দফতর থেকে পরিবার পিছু ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ছাড়াও পরিবার লাভ যোজনা প্রকল্পে প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। অন্ত্যেষ্টির জন্য জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে আরও ১৫০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

বালিকা ধর্ষণে জেল
নাবালিকা ধর্ষণের অভিযোগে ভিকি সাঁই নামে যুবককে দশ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করল দিল্লির এক আদালত। ধর্ষণের পরই বালিকাটি অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তার চিকিৎসায় ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

কিশোরী উদ্ধার,যুবক পাকড়াও
এক কিশোরীকে অপহরণের অভিযোগে মোগলসরাইয়ে এক যুবককে গ্রেফতার করেছে বালি থানার পুলিশ। ধৃত জিতেন্দ্র রাই লিলুয়ার বাসিন্দা। মঙ্গলবার তাকে হাওড়া আদালতে তোলা হয়। পুলিশ জানায়, বেলুড়ের গিরিশ ঘোষ রোডের বাসিন্দা ওই কিশোরী একাদশ শ্রেণির ছাত্রী। গত শনিবার সকালে পড়তে যাওয়ার জন্য বেরিয়ে তিনি বাড়ি ফেরেননি। তাঁর পরিবার জিতেন্দ্রের নামে থানায় অপহরণের অভিযোগ করে। পুলিশ জেনেছে, জিতেন্দ্রের সঙ্গে মেয়েটির সম্পর্ক ছিল। তাতে আপত্তি জানায় কিশোরীর পরিবার। মেয়েটিকে নিয়ে শনিবার মোগলসরাই পালায় জিতেন্দ্র। আরপিএফ তাদের আটকায়।

মুঙ্গেরে স্কুলের ছাত্র অপহৃত
মুঙ্গের জেলার জামালপুর থানা এলাকায় স্কুল থেকে বাড়ি ফেরার সময় অহহৃত হয়েছে ১২ বছরের একটি ছেলে। পুলিশ জানায়, আদিত্য রাজ নামে ওই ছেলেটি গুরু নানক খালসা স্কুলের ছাত্র। স্কুলের কাছেই একটি গুরুদ্বার। কাল বিকালে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল আদিত্য। গুরুদ্বারের কাছে আসতেই কয়েকজন দুষ্কৃতী জোর করে তুলে নিয়ে যায় তাকে। আদিত্যর বাবা রাজ কমল এই অপহরণের ব্যাপারে পুলিশকে তিনি জানান, ফোনে তাঁর কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। পুলিশ অপহৃত বালকটির সন্ধানে মুঙ্গের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে।

কুয়োয় মিলল শিক্ষকের দেহ
গুমলার নিখোঁজ হয়ে যাওয়া শিক্ষকের দেহ মিলল কুয়োর মধ্যে। গত রবিবার থেকে সন্ধান মিলছিল না প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখরাম ওরাওঁয়ের। গত কাল গ্রামের একটি কুয়ো থেকে শিক্ষকের নিষ্প্রাণ দেহটি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় আজ রাত পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর নেই। পুলিশের একাংশের অনুমান, অপহরণ করেনিয়ে গিয়ে খুন করা হয়েছে ওই শিক্ষককে। তাঁর দেহের একাধিক অংশে ছুরির আঘাতের পাশাপাশি ভারী কোনও কিছু দিয়ে থেঁতলে দেওয়ার চিহ্ন পাওয়া গিয়েছে. বলে পুলিশ জানায়।

বাইক উল্টে মৃত ৩
পথ দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হল। গত কাল রাতে ঘটনাটি ঘটেছে ভোজপুরের পিঁয়ের থানার পঞ্চটোলায়। পুলিশ জানিয়েছে, রাত ১১ টা নাগাদ তিন জন মোটরসাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে রাস্তার গর্তে পড়ে বাইকটি উল্টে যায়। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। মৃতরা হলেন: দীননাথ যাদব (৫৫), বীর বাহাদুর (২৮) এবং শ্যাম বাহাদুর (২৬)। মৃত্যুর পরেই রটে যায় তিনজনকে গুলি করে খুন করা হয়েছে। পুলিশ সুপার এম আর নায়েক বলেন, “নিছক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে।”

বিস্ফোরক-সহ জঙ্গি ধৃত
হাফলং থানার খংসাই গ্রামে অভিযান চালিয়ে পাউলেন খংসাই নামে এক জঙ্গিকে কাল রাতে গ্রেফতার করেছে আসাম রাইফেলস। ধৃত এই জঙ্গির কাছ থেকে দেড় কেজি ওজনের একটি বোমা, দূর নিয়ন্ত্রিত বোমা তৈরির কাজের ব্যবহৃত কম্পিউটার, ১২টি মোবাইল সেট, ১৪টি সিম কার্ড, ২টি ট্যাবলেট কম্পিউটার ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে। তাকে জেরা করছে পুলিশ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.