লক্ষ্য আগামী নির্বাচন, সমাবেশ আইএনপিটি-র
ত্রিপুরায় আগামী বছরের গোড়ার দিকেই বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের দিকে তাকিয়ে বিরোধী দল কংগ্রেসের জোট সঙ্গী ইন্ডিজেনাস ন্যাশনাল পার্টি অফ তুইপ্রা (আইএনপিটি) নিজেদের শক্তি প্রদর্শন করতে মাঠে নেমে পড়ল। প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও এ দিন আগরতলার আস্তাবল ময়দানে দলের কেন্দ্রীয় সমাবেশে হাজার দশেক লোক হয়েছিল। সমাবেশে সংগঠনের সভাপতি বিজয় রাংখল বলেন, ‘‘রাজ্যের উপজাতি-অনুপজাতি সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রেখেই আইএনপিটি-র দাবিগুলি আদায় করতে হবে। বাম-জমানা থেকে না বেরিয়ে আসতে পারলে রাজ্যের উপজাতি সম্প্রদায়ের উন্নতি হবে না।’’
এ দিনের সভায় মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার আইএনপিটি-র একমাত্র বিধায়ক তথা দলের সভাপতি বিজয় রাংখল, দলের সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা, অসম থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ বিশ্বজিৎ দইমারি। ছিলেন অমিয় দেববর্মা, রাজেশ্বর দেববর্মা সহ অন্য নেতারা। এ ছাড়াও ছিলেন ত্রিপুরা রাজপরিবারের সদস্য তথা প্রদেশ কংগ্রেস সদস্য প্রদ্যোৎকুমার দেববর্মা। সভায় দলের সমর্থকেরা এসেছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে।
রাজ্যে গত বিধানসভা নির্বাচনে ১১টি আসনে লড়াই করে মাত্র একটিতে জয়লাভ করলেও আগামী বিধানসভা নির্বাচনে আরও বেশি সংখ্যক আসনে দল প্রার্থী দিতে পারবে বলে আশা দলের সম্পাদক জগদীশ দেববর্মার। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের অভিমত, ২০১৩ সালের নির্বাচনে আসন বন্টন নিয়ে কংগ্রেসের সঙ্গে যাতে ‘দর কষাকষি’ ঠিকমতো করা যায়, সে লক্ষ্যেই আজকের এই কেন্দ্রীয় সমাবেশ। কংগ্রেসের জোটসঙ্গী হয়েই আগামী বিধানসভা নির্বাচনে আইএনপিটি প্রার্থী দেবে বলে আজ জনসভায় ঘোষণা করলেন প্রদ্যোৎকুমার দেববর্মা। সম্প্রতি জিরানিয়া কাণ্ডে যে দুই উপজাতি যুবকের মৃত্যু হয়েছে, সে বিষয়ে তদন্ত সিবিআইয়ের উপর ন্যস্ত করার দাবিও মঞ্চ থেকে ওঠে। এ ছাড়াও যে যে দাবি উতথাপিত হয় তা হল-- সংবিধান সংশোধন করে ত্রিপুরায় এডিসি-র হাতে আরও ক্ষমতা দান, আফস্পা প্রত্যাহার, উপজাতি ছেলেমেয়েদের চাকরির সুযোগ বৃদ্ধির স্বার্থে বিশেষ নিয়োগ-নীতি চালু করা ইত্যাদি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.