অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার সিউড়ি থানায় বিক্ষোভ দেখালেন সিউড়ি বড়বাগান এলাকার বেশ কিছু বাসিন্দা। বিক্ষোভকারীদের অভিযোগ, শনিবার রাতে স্থানীয় নেতাজি সব্জি বাজারে প্রসেনজিৎ অধিকারী নামে এক তৃণমূল সমর্থককে বেধড়ক মেরেছে সিপিএম সমর্থক রমেশ কাহার ও তাঁর ছেলেরা। তাঁদের গ্রেফতারের দাবিতেই বিক্ষোভ। স্থানীয় তৃণমূল নেতা প্রাণতোষ ওঝা-র অভিযোগ, “রমেশ কাহার ও তাঁর ছেলেরা দীর্ঘদিন থেকে ওই সব্জি বাজারে বাস সংগঠনের নামে জোর জবরদস্তি তোলা আদায় করে। প্রসেনজিৎ ও আরও কয়েকজন মিলে বহুদিন থেকেই এখানে তৃণমূলের সংগঠন গড়ে তুলেছে। সেই আক্রোশেই রমেশের লোকজন তাঁদের মারধরের হুমকি দিয়ে আসছিল। শনিবার রাতে বিনা প্ররোচনায় রমেশ ও তাঁর দিন ছেলে প্রসেনজিৎকে আক্রমণ করে।” প্রসেনজিৎবাবু বর্তমানে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি আছেন।বিক্ষোভকারীদের অভিযোগ, ঘটনার পর তিনদিন কেটে গেলেও পুলিশ অভিযুক্তদের ধরতে কোনও উদ্যোগ নেয়নি। রমেশ কাহার ও তাঁর ছেলেদের অবিলম্বে গ্রেফতার করার দাবিতে তাঁরা সিউড়ি থানায় বিক্ষোভ দেখালেন। এ দিকে সিউড়ি থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা গা ডাকা দেওয়ায় তাঁদের ধরা যায়নি। তবে তাঁদের খোঁজে জোর তল্লাশি শুরু হয়েছে।
|
পানীয় জলের সঙ্কট দূর করা, গ্রামের ভিতরে মোরাম রাস্তা সংস্কার, দারিদ্রসীমার নীচে বসবাসকারী মানুষদের বিদ্যুৎ দেওয়ার দাবি জানাল সিপিএম, বিজেপি, কংগ্রেস। মঙ্গলবার নলহাটি থানার সোনারকুঞ্জ গ্রামের বাসিন্দাদের একাংশ ১০ দফা দাবিতে তৃণমূল পরিচালিত বাউটিয়া প্রধানের কাছে স্মারকলিপি দেন। প্রধান ললিতা লেট বলেন, “দাবিগুলি বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”
|
পুলিশি নিরপেক্ষতা, সমাজ বিরোধী কার্যকলাপ বন্ধ করা, নারী নির্যাতন রোধ-সহ ৬ দফা দাবিতে মঙ্গলবার ময়ূরেশ্বর থানায় বিক্ষোভ দেখাল ফরওয়ার্ড লোকাল কমিটি। পরে তারা স্মারকলিপি দেয়। ওসি কার্তিকমোহন ঘোষ দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
|
অবিলম্বে স্থানীয় গার্লস হাইস্কুলে কম্পিউটার শিক্ষা চালু করার দাবিতে নামলেন অভিভাবকদের একাংশ। মুরারই থানার রাজগ্রাম গার্লস হাইস্কুলে অভিভাবকদের সভায় ওই দাবি ওঠে। তাঁদের অভিযোগ, স্কুলে কম্পিউটার কেনা হলেও এখনও ক্লাস শুরু হচ্ছে না।
|
পুরুলিয়ার পাড়ায় মঙ্গলবার একটি বেসরকারি রেফারেল চক্ষু হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী সুকুমার হাঁসদা। |