খেলার টুকরো খবর

‘রং-রং’
(হারিয়ে যাওয়া খেলা পর্ব ১৫)
খেলার মধ্যেও যে বহু শিক্ষনীয় বিষয় অন্তর্নিহিত থাকে তার প্রমাণ মেলে এই খেলায়। খেলার ছলে কচিকাঁচাদের বিভিন্ন রং চেনানোর অন্যতম আকর্ষণীয় মাধ্যম এই খেলা। এ জন্যই এই খেলার নাম ‘রং-রং’।
ছেলেমেয়ে একত্রে কিংবা আলাদা ভাবে ১৫-১৬ জন খেলোয়াড় নিয়ে এই খেলা চলে। ‘উবু-দশ-কুড়ি’ হিসাবে অন্যান্য খেলার মতই একজনের ‘মোড়’ নির্ধারিত হয়। ১৫-২০ ফুট দূরত্বের ব্যবধানে দু’টি সরলরেখা টানা হয়। একটি সরলরেখায় অবস্থান করে মোড়ধারী। অন্যটিতে বাকি খেলোয়াড়রা। নিজেদের সরলরেখায় মুখোমুখি দাঁড়িয়ে মোড়ধারীকে অন্য খেলোয়াড়রা প্রশ্ন করে বলে ‘‘রং রং কী রং?”। মোড়ধারী তখন নিজের ইচ্ছানুযায়ী রংয়ের নাম বলে।
নিয়ম হল, মোড়ধারী নিজের পছন্দ মত রংয়ের নাম বলা মাত্র বাকি খেলোয়াড়দের সেই রংয়ের কাঁচ, কাগজ কিংবা কাপড়ের টুকরো সংগ্রহ করে ক্ষিপ্রতার সঙ্গে নিজেদের ঘরে ফিরতে হয়। কারণ ওই সময় নির্ধারিত রং সংগ্রহ করতে না পারা কোনও খেলোয়াড়কে মোড়ধারী তাড়া করে ছুঁয়ে দিতে পারলেই, সেই নতুন খেলোয়াড়ের ‘মোড়’ হয়ে যাবে। তা না হলে নির্ধারিত রং সংগ্রহ করে সকলে নিজের ঘরে ফিরতে পারলেই ফের একই প্রক্রিয়ায় মোড় খাটতে হবে মোড়ধারীকে।
কোথাও কোথাও এই খেলার নিয়মের মধ্যে কিছুটা ভিন্নতাও রয়েছে। এক্ষেত্রে মোড়ধারী নির্বাচিত হওয়ার পর বাকি খেলোয়াড়রা নিজেদের পছন্দ অনুযায়ী একই রংয়ের সামগ্রী নিজেদের হাতের মুঠোয় সংগ্রহ করে রাখে। তারপর মোড়ধারীকে প্রশ্ন করে ‘‘রং রং কী রং?”। মোড়ধারী আন্দাজে সঠিক রংয়ের নাম বলতে পারলেই বাকিদের হাতের মুঠো খুলে তা দেখিয়েই নিজেদের ঘর ছেড়ে ছুটতে হয়। না হলে মোড়ধারী যাকে ছোঁবে তাকে মোড় মেনে নিতে হবে। কিন্তু ছোঁয়া বাঁচিয়ে যদি বাকিরা একে একে মোড়ধারীর ঘর স্পর্শ করে নিজেদের ঘরে পৌঁছে যেতে পারে তাহলে মোড়ধারীর আর মোড় কাটে না।
ছোটবেলায় এই মোড় খাটতে খাটতে ঘেমে-নেয়ে একশা হয়েছেন ময়ূরেশ্বরের ডাঙাপাড়া গ্রামের কাশীনাথ দে, সাঁইথিয়ার মাঠপলশা গ্রামের আনারুল ইসলামরা। তাঁরা বলেন, “ছোটবেলায় পৃথক পৃথক রং সম্পর্কে সুস্পষ্ট কোনও ধারণা ছিল না। ওই খেলার মাধ্যমে বড়দের কাছ থেকে রং চেনার অভিজ্ঞতা মনে গেঁথে যেত। এখনকার ছেলেমেয়েদের মধ্যে ওই খেলার চল দেখি না।”

চ্যাম্পিয়ন জিতেন্দ্রলাল
সিএবি (ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল) আয়োজিত এবং জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত অনূর্ধ্ব ১৬ আন্তঃ স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় সিউড়ি সেন্ট অ্যান্ড্রুজ হাইস্কুলকে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন হল রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন। রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ৪ এপ্রিল থেকে তিনদিন ব্যাপী রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে ওই প্রতিযোগিতা হয়। জেলার ১২টি স্কুল যোগ দিয়েছিল ওই প্রতিযোগিতায়। রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন ১১ এপ্রিল থেকে তিনদিন ব্যাপী হুগলিতে অনুষ্ঠিত দাত্তু ফাদকার ট্রফিতে খেলার সুযোগ পাবে।

জিতল ইয়ং টাউন ক্লাব
বোলপুরে পুলিশের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা।
বোলপুর থানা পরিচালিত ৮ দলের নক আউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বোলপুর ইয়ং টাউন ক্লাব। ট্রাইবেকারে তারা ৮-৭ গোলে হারায় বোলপুর টাউন ক্লাবকে। ৮ মার্চ বোলপুর স্টেডিয়ামে ওই খেলা হয়। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন ইয়ং টাউন ক্লাবের প্রসূন চৌধুরী। টাউন ক্লাবের সুকান্ত পোদ্দার সর্বোচ্চ গোলদাতার সঙ্গে-সঙ্গে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন। ফাইনালে হাজির ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বোলপুর মহকুমাশাসক প্রবালকান্তি মাইতি, উপপুরপ্রধান নরেশচন্দ্র বাউড়ি, বোলপুর থানার আইসি কমল বৈরাগ্য, বোলপুর ক্রীড়া সংস্থার সম্পাদক তাপস দে প্রমুখ।

আদিবাসী ফুটবল
ময়ূরেশ্বর থানা পরিচালিত ৩২ দলীয় আদিবাসী নক আউট ফুটবল প্রতিযোগিতায় শিবপুর আদিবাসী ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হল ক্ষেত্রঘোষী আদিবাসী সঙ্ঘ। ৭-৮ মার্চ ময়ূরেশ্বরে দিঘির পাড় সংলগ্ন মাঠে ওই খেলা হয়। ক্ষেত্রঘোষীর প্রশান্ত মুদি ম্যান অফ দ্য ম্যাচ হন। শিবপুরের শিবু সোরেন হন ম্যান অফ দ্য সিরিজ। হাজির ছিলেন রামপুরহাট মহকুমাশাসক মহম্মদ ইব্রাহিম, এসডিপিও অবধেশ পাঠক, স্থানীয় বিধায়ক অশোক রায়, ময়ূরেশ্বর ২ ব্লকের বিডিও বাবুলাল মাহাতো, ওসি কার্তিকমোহন ঘোষ, ময়ূরেশ্বর ১ ও ২ পঞ্চায়েত সমিতির সভাপতি যথাক্রমে কাজল সাহা ও বিনয় সাহা প্রমুখ।

জয়ী নাকড়াকোন্দা
খয়রাশোল থানা পরিচালিত ৮ দলীয় ফুটবল প্রতিযোগিতায় রানিপাথর ফুটবল টিমকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল নাকড়াকোন্দা ফুটবল একাদশ। ৭ মার্চ নাকড়াকোন্দা ফুটবল মাঠে ওই প্রতিযোগিতা হয়। নাকড়াকোন্দার রবিন মাল ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। হাজির ছিলেন স্থানীয় বিএমওএইচ স্বরূপ মান্ডি, পঞ্চায়েত সমিতির সভাপতি সমীর রায়, ওসি রাকেশ সাধুখাঁ প্রমুখ।

দুবরাজপুরে ফুটবল
দুবরাজপুর থানা আয়োজিত ১৬ দলের ফুটবল প্রতিযোগিতায় পণ্ডিতপুর ফুটবল একাদশকে ট্রাইবেকারে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল দুবরাজপুর স্পোর্টস্ অ্যাসোসিয়েশন। ৭ মার্চ স্থানীয় সারদা ফুটবল মাঠে ওই প্রতিযোগিতা হয়। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন দুবরাজপুরের লক্ষ্মীকান্ত ঘোষ। ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হন পণ্ডিতপুরের শুভম কর্মকার। হাজির ছিলেন স্থানীয় রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক সত্যশিবানন্দ মহারাজ, পুরপ্রধান পীযূষ পাণ্ডে, ওসি সৌম্য দত্ত প্রমুখ।

জয়ী সাঁইথিয়া
সাঁইথিয়া থানা পরিচালিত ৮ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতায় আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশনকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিসেশন। ৫ মার্চ সাঁইথিয়া কামোদাকিঙ্কর স্টেডিয়ামে ওই খেলা হয়। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন সাঁইথিয়ার রাজকুমার রায়। হাজির ছিলেন সাঁইথিয়ার ওসি তরুণ চট্টোরাজ, ক্রীড়াবিদ শম্ভুনাথ চট্টোপাধ্যায় প্রমুখ।

মিস্ত্রী পাড়ায় ক্রিকেট
২৫-২৬ এপ্রিল বোলপুরের মিস্ত্রী পাড়া আর্য সঙ্ঘের পরিচালনায় স্থানীয় তাঁতপুকুর মাঠে অনুষ্ঠিত হবে দু’রাত্রি ব্যাপী চতুর্থ বর্ষ টাইম কাপ ক্রিকেট প্রতিযোগিতা। পটনা, ওড়িশা, রাঁচি, ধানবাদ, কলকাতা-সহ ৮টি দল যোগ দেবে। অন্যতম উদ্যোক্তা রাজকুমার সাহানি জানান, উইনার্স ও রানার্স দলকে ট্রফি-সহ যথাক্রমে ৩০ হাজার ও ১৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

নানুরে ফুটবল
নানুর থানার পরিচালনায় হয়ে গেল ১২ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতার ফাইনালে নানুর থানাকে সাডেন ডেথে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল স্থানীয় উচকরণ পঞ্চায়েত। ৮ মার্চ নানুর পঞ্চায়েত সমিতির মাঠে ওই খেলা হয়। উচকরণের রবীন্দ্রনাথ ঘোষ ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন নানুর থানার জলকা সোরেন। খেলায় হাজির ছিলেন নানুরের সিআই লালা মীর, নানুরের বিডিও সজল দাস, নানুর থানার ওসি অর্ণব গুহ, স্থানীয় চণ্ডীদাস-নানুর পঞ্চায়েতের প্রধান শোভারানি মণ্ডল প্রমুখ।

জয়ী ঘুড়িষা
ইলামবাজারের সগড় বীণাপানি ক্লাব পরিচালিত ৮ দলীয় সুতনু মিত্র স্মৃতি ভলিবল প্রতিযোগিতায় স্থানীয় হালসেডাঙা বীণাপানি সঙ্ঘকে ৪-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল ঘুড়িষা নেতাজি সঙ্ঘ। ৯ এপ্রিল গ্রামের মাঠে ওই প্রতিযোগিতা হয়। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন ঘুড়িষার টোটন মুখোপাধ্যায়। হাজির ছিলেন ইলামবাজারের বিডিও অনিরুদ্ধ নন্দী, জয়দেব-কেঁদুলি পঞ্চায়েতের প্রধান দুর্গা ধীবর প্রমুখ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.