নদীর তীরে রাত্রিবাসের ব্যবস্থা কাটোয়ায় |
ভাগীরথীর তীরে ‘নাইট শেল্টার’ তৈরি হল কাটোয়ায়। বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবি মেনেই তা তৈরি করেছে কাটোয়া পুরসভা। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি দিন নদিয়া থেকে কয়েক হাজার মানুষ নানা প্রয়োজনে কাটোয়া শহরে আসা-যাওয়া করেন। খেয়া পারাপার বন্ধ থাকলে তাঁদের অনেকেই বাড়ি ফিরতে অসুবিধায় পড়েন। তাঁদের কথায় চিন্তা করেই বিধায়ক উন্নয়ন প্রকল্প ও কাটোয়া পুরসভার যৌথ উদ্যোগে এই কেন্দ্র তৈরি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সেটির উদ্বোধন করেন জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় প্রস্তাব দেন, নদিয়ায় জায়গা পাওয়া গেলে সে দিকেও নাইট শেল্টার তৈরি করা যেতে পারে। এ দিন জেলাশাসক কাটোয়া শহরের ৩ নম্বর ওয়ার্ডের হাজরাপুর কলোনিতে প্রায় সাড়ে ১৭ লক্ষ টাকা ব্যয়ে তৈরি একটি কমিউনিটি সেন্টার ও কাটোয়া মহকুমা হাসপাতালে পরিবেশবান্ধব জেনারেটরের উদ্বোধন করেন।
|
চালক অসুস্থ, ট্রেন আটকে গেল মাঝপথে |
ট্রেন নিয়ে কাটোয়ায় যাওয়ার পথে ধাত্রীগ্রাম স্টেশনের কাছে অসুস্থ হয়ে পড়েন ৩৭৭৪৪ ডাউন ব্যান্ডেল-কাটোয়া লোকালের চালক বাবলু পাল। তাঁকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর জেরে মঙ্গলবার ট্রেনটি দীর্ঘ ক্ষণ কালনার ধাত্রীগ্রাম স্টেশনেই আটকে পড়ে। পরে অন্য চালক এসে গাড়িটিকে কাটোয়ায় নিয়ে যায়। এ দিকে, ট্রেনটি কাটোয়া পৌঁছতে দেরি করায় ৩৭৭৪৩ আপ ব্যান্ডেলমুখী কাটোয়া লোকালটি বাতিল করতে হয়। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পরীক্ষা। ট্রেনটি বাতিল হওয়ায় কালনায় পরীক্ষা দিতে যেতে অসুবিধায় পড়েন কাটোয়া কলেজের পড়ুয়ারা।
|
জেলায় ১০০ দিনের কাজ প্রকল্পের গড় দাঁড়িয়েছে ৫০.২৩। জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা জানিয়েছেন, ইতিমধ্যে এই প্রকল্পে জেলার ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫৫ কোটি টাকায়। শ্রম দিবসের সংখ্যা দাঁড়িয়েছে ১৯০ লক্ষ। এই প্রকল্প বাবদ ৩৩ কোটি টাকা খরচ ও ১৬ লক্ষ শ্রম দিবস সৃষ্টি করে ভাতার ব্লক জেলায় শীর্ষস্থান দখল করেছে। মহকুমা স্তরে এই প্রকল্পে শীর্ষে রয়েছে বর্ধমান দক্ষিণ। এই মহকুমার ১০০ দিনের কাজ বাবদ খরচ হয়েছে ১০৭ কোটি টাকা, শ্রমদিবস তৈরি হয়েছে ৫৫ লক্ষ। পঞ্চায়েতগুলির মধ্যে শীর্ষস্থানে রয়েছে কাঁকসা ব্লকের আমলাজোড়া ও বনকাটি। জেলাশাসক বলেন, “জেলার সেরা ব্লক ও পঞ্চায়েতগুলিকে প্রশাসনের তরফে পুরস্কৃত করা হবে।”
|
বধূহত্যার অভিযোগে মঙ্গলবার ভোরে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, মৃত বধূর নাম হিমা বিবি। গত ৪ এপ্রিল গলায় ফাঁস দিয়ে তাঁকে খুন করার অভিযোগ উঠেছিল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। তার ভিত্তিতেই ওই বধূর স্বামী রাজু শেখ ও দেওর সাজু শেখকে কাটোয়ার বাগানেপাড়া থেকে গ্রেফতার করে পুলিশ।
|
ভাগীরথীর তীর থেকে এক কিশোরের দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার কাটোয়া জেটিঘাটের কাছে দেহটি মেলে। পুলিশ জানায়, মৃতের নাম হাসান শেখ (১৪)। বাড়ি কাটোয়ার বাগানেপাড়ায়। পুলিশ জানায়, সোমবার দুপুরে ভাগীরথীতে স্নান করার সময়ে তলিয়ে গিয়েছিল হাসান। এ দিন দুপুরে তার দেহ ভেসে ওঠে। |