টুকরো খবর
নিখোঁজ রোগিণী
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সরকারি হোমের এক তরুণীর নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদহে। রবিবার সন্ধ্যায় হোমে অসুস্থ হয়ে পড়ার পর তাকে ভর্তি করা হয়েছিল মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে। রবিবার সকালে ওই তরুণীর কোনও খোঁজ না মেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতালে। ঘটনার কথা জানতে পেরে তদন্তের নির্দেশ দিয়েছেন নারী ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র। হোম সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর নাম মারিয়ম খাতুন (২০)। গত বছর ২৮ ডিসেম্বর আদালতের নির্দেশে ভবঘুরে ওই তরুণীকে হোমে পাঠানো হয়। রবিবার সন্ধ্যায় সে অসুস্থ হয়ে পড়ার পর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তার জন্য পৃথক আয়াও রাখা হয়েছিল। সকালে তাঁর আর খোঁজ মেলেনি। ওই তরুণী পালিয়েছেন না কি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তা এখনও পুলিশ, হোম বা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে স্পষ্ট নয়। হোমের সুপার মৌসুমী সাহা এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। মন্ত্রী সাবিত্রী মিত্র বলেন, “ঘটনার পেছনে কার গাফিলতি রয়েছে তা জানতে তদন্ত করে জেলা প্রশাসনকে রিপোর্ট দিতে বলেছি।”

আন্দোলনে উদ্বাস্তু সমিতি
ছবি: রাজা বন্দ্যোপাধ্যায়।
ভারতের নাগরিকত্ব এবং ছিটমহলে নিজেদের অধিকার রক্ষার দাবিতে আন্দোলন শুরু করল ছিটমহল উদ্বাস্তু সমিতি। সোমবার কমিটির সদস্যরা হলদিবাড়ি বিডিও দফতরে দিনভর অবস্থান বিক্ষোভ করেন। বিডিওকে স্মারকলিপিও দেওয়া হয়। সমিতির সদস্যরা জানান, রেশন কার্ড, ভোটার কার্ড নেই। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে যাযাবরের মত থাকছে হচ্ছে। ছিটমহলও বিনিময় হচ্ছে না। সমিতির সম্পাদক ফলিন রায় বলেন, “আমাদের সমস্যার সমাধান না হওয়ায় আন্দোলনের পথ বেছে নিতে হয়েছে।” বিডিও দিব্যেন্দু মজুমদার বলেন, “সমিতির দাবি উর্ধ্বতন কতৃজ্ঞপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।”

অনিয়মের অভিযোগে বিক্ষোভ
রেশনের সামগ্রী সরবরাহে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। সোমবার দুপুর নাগাদ রায়গঞ্জ ব্লকের বিন্দোল গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েকশো বাসিন্দা কর্ণজোড়ায় উত্তর দিনাজপুর জেলা খাদ্য সরবরাহ দফতরের সামনে প্রায় দু ঘন্টা বিক্ষোভ দেখায়। পরে প্রশাসনের কর্তাদের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান মনসুর আলি বলেন, “পঞ্চায়েত এলাকার একটি রেশন ডিলার সরকারি নিয়মে সঠিক ওজনে এলাকার ২৫৫টি পরিবারকে তেল, চিনি, আটা, চাল ও গম দিচ্ছেন না। ” জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া বলেন, “খাদ্য সরবরাহ আধিকারিকেরা খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।”

ভাঙল স্কুলের মূল দরজা
নির্মীয়মাণ স্কুলের মূল দরজা ভেঙে পড়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। চাঁচলের পৌড়িয়া প্রাথমিক স্কুলে সোমবার সকালে ঘটনাটি ঘটে। সর্বশিক্ষা মিশনের বরাদ্দ ২ লক্ষ ১৫ হাজার টাকায় স্কুলের সীমানা প্রাচীর সহ মূল গেট তৈরি হচ্ছিল। বাসিন্দাদের অভিযোগ, কাজ অত্যন্ত নিম্নমানের হচ্ছিল। এ দিন গেটটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ার পর নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান বাসিন্দারা। তাঁরা নির্মীয়মাণ সীমানা প্রাচীরটিও ভেঙে দেন। স্কুল চলাকালীন ঘটনাটি ঘটলেও গেট ভেঙে কেউ আহত হননি। প্রাথমিক শিক্ষা সংসদের চাঁচল চক্রের স্কুল পরিদর্শক আবদুল মালেক বলে, “ঘটনার তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ছয় জনের একটি কমিটি গড়ে ঠিকায় রাজমিস্ত্রি নিয়োগ করে ওই কাজ করা হচ্ছিল। গেটটি ১৪ ফুট চওড়া এবং লম্বায় ১২ ফুট। স্থানীয় মতিহারপুর গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক সিংহ বলেন, “নজরদারির অভাবেই ঘটনাটি ঘটেছে। নিম্নমানের কাজের জন্যই গেট ভেঙে পড়েছে।” গ্রাম শিক্ষা কমিটি তথা কাজের মনিটরিং কমিটির সভাপতি অমলা মুশহর বলেন, “যা হয়েছে তা মিস্ত্রির জন্যই হয়েছে। প্রয়োজন মত সমস্ত কিছুই তাঁকে দেওয়া হয়েছিল।” যদিও এই কাজের দায়িত্বে থাকা মিস্ত্রি মহম্মদ ইসমাইলের বক্তব্য, “আমাকে যে পরিমাণ সিমেন্ট, বালি, লোহা দেওয়া হয়েছিল তাই দিয়েই আমি কাজ করেছি।”

চালু নতুন রবীন্দ্রভবন
দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকে নবনির্মিত রবীন্দ্রভবন চালু হল। সোমবার ভবনের উদ্বোধন করেন জেলাশাসক দুর্গাদাস গোস্বামী। তপন পঞ্চায়েত সমিতি ভবনটি তৈরি করেছে। মূলত সাসংদ তহবিল, সীমান্ত এলাকা উন্নয়নের টাকায় ভবনটি তৈরি হয়েছে। ৫০০ আসন বিশিষ্ট ভবন তৈরিতে খরচ হয়েছে প্রায় ১ কোটি ৫১ লক্ষ টাকা। ২০০৭ সালে তপন ব্লক অফিস চত্বরে রবীন্দ্র ভবন তৈরির কাজ শুরু হয়েছিল। জেলাশাসক বলেন, “ব্লকস্তরে এমন ভবন তৈরি হওয়ায় এলাকায় সংস্কৃতি চর্চার বিশেষ সুযোগ পেলেন বাসিন্দারা।” অনুষ্ঠানে ছিলেন আরএসপি সাংসদ প্রশান্ত মজুমদার, জেলা পরিষদের সভাধিপতি মাগদালিনা মুর্মু সহ আরএসপি’র নেতৃবৃন্দ। তপনের তৃণমূল বিধায়ক বাচ্চু হাঁসদার অভিযোগ “অনুষ্ঠান সম্পর্কে আমাকে আগে কিছু জানানো হয়নি। জেলার মন্ত্রীকেও আমন্ত্রণ করা হয়নি।” গঙ্গারামপুরের তৃণমূল বিধায়ক সত্যেন রায় বলেন, “অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করা হয়। তবে বিশেষ কাজে বাইরে থাকায় যেতে পারিনি।” সাংসদ প্রশান্তবাবু বলেন, “অভিযোগ ঠিক নয়। দুই বিধায়ককে অনুষ্ঠানের বিষয়ে আগাম জানানো হয়েছিল।”

ত্রাণের ত্রিপল বিলি
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির মধ্যে ত্রিপল বিলি করল ব্লক প্রশাসন। সোমবার করণদিঘি ব্লক প্রশাসনের কর্তারা রানিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ৩০০ টি পরিবারের মধ্যে ত্রিপল বিলি করেন। বিডিও অফিস চত্বর থেকে শিবির করে ত্রিপল বিলি করা হয়। গত শুক্রবার প্রায় আধঘন্টা ধরে চলা শিলাবৃষ্টির জেরে ওই গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকশো বাড়ি ক্ষতিগ্রস্থ হয়। ত্রাণের দাবিতে গত রবিবার দুর্গতরা এলাকার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। করণদিঘির বিডিও শম্ভুদীপ সরকার বলেন, “দুর্গতরা সরকারি নিয়ম মতো সাহায্য পাবেন।”

ত্রাণ অমিল
শুক্রবার রাতের ঝড়-শিলাবৃষ্টির তিন দিন পরেও দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছয়নি বলে অভিযোগ। সোমবার মালদহের চাঁচল মহকুমার ৩টি এলাকায় ত্রাণের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভও দেখান দুর্গতরা। চাঁচলের ভারপ্রাপ্ত মহকুমাশাসক অশোক সরকার বলেছেন, “ত্রাণ কিছুটা অপ্রতুল হওয়ায় সমস্যা হয়েছিল। দু-এক দিনের মধ্যেই সবাইকে ত্রাণ দেওয়া হবে।” হামলার আশঙ্কায় এদিন বাহারাল পঞ্চায়েত খোলেনি। ত্রাণ অপ্রতুল হওয়ায় বিলি হয়নি পরাণপুর পঞ্চায়েতে। হরিশ্চন্দ্রপুরেও দুর্গত এলাকায় ত্রাণই পৌঁছয়নি। ত্রাণ বিলি নিয়ে প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে ফরওয়ার্ড ব্লক বিধায়ক তজমূল হোসেন বলেন, “এই রকম চললে দুর্গতদের নিয়ে বিডিও অফিসে ধর্নায় বসব।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.