|
|
|
|
নন্দীগ্রাম-মামলায় জেল হেফাজতের মেয়াদ-বৃদ্ধি |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
নন্দীগ্রাম ‘নিখোঁজ-কাণ্ডে’ জেলবন্দি ১২ জন সিপিএম নেতা-কর্মীর মধ্যে ৯ জনের হলদিয়া আদালতে হাজিরার দিন ছিল সোমবার। অজিত বর, সত্যরঞ্জন মাকুর, নাড়ু করণ, কানাইলাল ভুঁইয়া, শক্তি দলপতি, নব সামন্ত, মতিউর রহমান, গুরুপদ দাস, মৃন্ময় দাসদের সেই মতোই এ দিন হাজির করা হয় এসিজেএম সর্বাণী মল্লিক চট্টোপাধ্যায়ের এজলাসে। তাঁদের আইনজীবীদের পক্ষে জামিনের আবেদন করা হলেও তা না-মঞ্জুর করে বিচারক আরও ১৪ দিন জেল হেফাজতেরই নির্দেশ দেন। আগামী ২৩ এপ্রিল এই ৯ জনকে ফের আদালতে হাজির করা হবে। আজ, মঙ্গলবার আবার আদালতে হাজিরার দিন রয়েছে জেলবন্দি তিন নেতালক্ষ্মণ শেঠ, অশোক গুড়িয়া, অমিয় সাউদের। সোমবার যে ৯ জনকে আদালতে হাজির করা হয়েছিল, তাঁদের আইনজীবী বিমল মাজি বলেন, “অভিযুক্তরা দীর্ঘ দিন ধরে জেলে রয়েছেন। এমনকী তাঁদের চার্জশিটের প্রতিলিপিও দেওয়া হয়নি। এ ভাবে চলতে পারে না। সেই মর্মেই জামিনের আবেদন করা হয়েছিল। তবে এ দিন সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক।” কয়েক জন অভিযুক্তের পক্ষে আবার উচ্চ আদালতেও জামিনের আবেদন করা হয়েছে বলে আইনজীবীরা জানিয়েছেন।
গত ৩০ জানুয়ারি মোট ৮৮ জন সিপিএম নেতা-কর্মীর নামে এই মামলায় চার্জশিট দিয়েছিল সিআইডি। ১২ জন এখনও পর্যন্ত ধরা পড়েছেন। অন্য ৬ জন আগে থেকেই জামিন রয়েছেন। আরও ২ জন সম্প্রতি আগাম জামিন পেয়েছেন হাইকোর্ট থেকে। এক জন অভিযুক্ত মারা গিয়েছেন। বাকিদের নামে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। পরোয়ানার মেয়াদ ২৪ এপ্রিল পর্যন্ত।
তৃণমূলের সভা। তৃণমূলের শ্রমিক সংগঠনের অন্তর্গত টেলি-টাওয়ার ইউনিয়নকে সক্রিয় করার তোড়জোড় শুরু হয়েছে। রবিবার কাঁথিতে ইউনিয়নের জেলা নেতৃত্বের উপস্থিতিতে এক সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ১ মে জ়েলা সম্মেলন করা হবে। রবিবারের সভায় তৃণমূল বিধায়ক দিব্যেন্দু অধিকারী, রণজিৎ মণ্ডল, কাঁথির পুরপ্রধান সৌমেন্দু অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে টেলি-টাওয়ার ইউনিয়নকে মজবুত করার জন্য গ্রাম পঞ্চায়েত থেকে জেলাস্তর পযর্ন্ত দলীয় নেতৃত্বকে দায়িত্ব নিয়ে কাজ করার আবেদন জানানো হয়। |
|
|
|
|
|