টুকরো খবর
বধূর অপমৃত্যু, অভিযুক্ত সিপিএম নেতার পরিবার
নয়াগ্রামের প্রাক্তন বিধায়ক তথা সিপিএমের গোপীবল্লভপুর-১ জোনাল কমিটির সম্পাদক সুভাষ সোরেনের পুত্রবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ওই পরিবারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছে। মৃত বধূ অনিতা সোরেন (২৪) বাবা চৈতন্য মুর্মুর অভিযোগ, তাঁর মেয়ের মৃত্যুর জন্য শ্বশুরবাড়ির লোকজনই দায়ী। সোমবার চৈতন্যবাবুর অভিযোগের ভিত্তিতে সুভাষবাবু ও তাঁর ছেলে শ্যাম সোরেন-সহ মোট ৫ জনের বিরুদ্ধে বধূ নির্যাতন ও পণজনিত অত্যাচারে মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। এখনও কেউ গ্রেফতার হননি। সুভাষবাবু অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন। ঝাড়গ্রামের নতুনডিহির বাসিন্দা চৈতন্যবাবু জানান, বছর দেড়েক আগে শ্যাম সোরেনের সঙ্গে তাঁর মেয়ের সম্পর্ক গড়ে ওঠে। গত বছর জানুয়ারিতে অনিতা শ্যামের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান। তার পর থেকে নরিশোলেই তাঁরা স্বামী-স্ত্রী হিসেবে থাকতে শুরু করেন। পরে অনিতা অন্তঃসত্ত্বা হন। রবিবার বিকেলে হঠাৎ-ই শ্যাম ফোন করে জানান, অনিতা অসুস্থ। সন্ধ্যায় নরিশোলে গিয়ে চৈতন্যবাবুরা অনিতাকে মৃত অবস্থায় দেখতে পান। চৈতন্যবাবুদের জানানো হয়, ওড়িশার বারিপদা হাসপাতালে অনিতা একটি কন্যাসন্তানের জন্ম দেন। রবিবার সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ বারিপদা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

মিড-ডে নিয়ে অশান্তি
শিশুশিক্ষা কেন্দ্রে মিড ডে মিল রান্নার দায়িত্ব নিয়ে স্বনির্ভর গোষ্ঠীগুলির মধ্যে বিবাদের জেরে সোমবার সকাল থেকে ঘেরাও হয়ে রইলেন কেন্দ্রের চার জন সহায়িকা। বন্ধ হয়ে যায় ভগবানপুর ১ ব্লকের কাকরা পঞ্চায়েতের শিশুশিক্ষা কেন্দ্রটির পঠনপাঠন। কেন্দ্রের পরিচালন সমিতির সম্পাদক তৃণমূলের অরবিন্দ মাইতির বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ওই শিশুশিক্ষা কেন্দ্রে ৪৬ জন পড়ুয়ার জন্য এতদিন মিড ডে মিল রান্নার দায়িত্বে ছিল সুজাতা খাটুয়ার নেতৃত্বাধীন স্বনির্ভর গোষ্ঠী। গ্রামের আরও ৭টি গোষ্ঠী ওই দায়িত্ব পেতে নিয়মমাফিক আবেদন জানায়। অভিযোগ, সুজাতাদেবী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী হওয়া সত্ত্বেও নিয়ম বহির্ভূত ভাবে স্বনির্ভর গোষ্ঠীতে রয়েছেন। এর প্রতিবাদে গত মঙ্গলবার ওই কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন আবেদনকারীরা। গত শুক্রবার সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা আলোচনা করে সিদ্ধান্ত নেন, সব গোষ্ঠীকেই পালা করে রান্নার সুযোগ দেওয়া হবে। সোমবার রান্নার দায়িত্ব ছিল শান্তি খাটুয়ার গোষ্ঠীর। শান্তিদেবীর অভিযোগ, এ দিন সকালে তিনি রান্না করতে গিয়ে দেখেন সুজাতা গোষ্ঠীর সদস্যরাও হাজির হয়েছেন। এরপরই দু’পক্ষের অশান্তি বাধে। বচসা চলাকালীন কেন্দ্রের পরিচালন সমিতির সম্পাদক তৃণমূলের অরবিন্দ মাইতি মারধর ও শ্লীলতাহানি করেন বলেও অভিযোগ। এরপরই ঘেরাও করা হয় ওই কেন্দ্রের চার জন সহায়িকাকে। প্রধান সহায়িকা রাধারানি খাটুয়া বলেন, “সকাল ৬টা থেকে ঘেরাও হয়ে আছি। ক্লাসও হয়নি।” বিডিও-র প্রতিনিধির হস্তক্ষেপে বিকেল তিনটে নাগাদ ঘেরাও ওঠে। স্থির হয়েছে, আবেদনকারী ৭টি গোষ্ঠীর সদস্যরা বছরে ১০ মাস পালা করে ও সুজাতাদেবীর গোষ্ঠী দু’মাস মিড ডে মিল রান্না করবে।

বাইক পেল পুলিশ
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী খুনে অভিযুক্ত স্বরূপ মাইতিকে ধরতে না পারলেও তার মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে তমলুক থানার রাধামণির কাছে পূর্ব হাকোলা গ্রামে স্বরূপের দিদির বাড়ি থেকে ওই মোটর সাইকেল উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদের জন্য স্বরূপের ভগ্নীপতিকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে নন্দকুমারের পুয়্যাদা বাজারের কাছে স্থানীয় কাঞ্চনপুর গ্রামের মেধাবী ছাত্রী মনীষা মেট্যাকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে ‘ব্যর্থ প্রেমিক’ স্বরূপ। ঘটনার পর সে মোটর সাইকেলে দিদির বাড়িতে এসেছিল। তদন্তে নেমে তা জানতে পেরে রবিবার রাতে পূর্ব হাকোলা গ্রামে অভিযান চালায় পুলিশ। কিন্তু আগেই স্বরূপ সেখান থেকে পালিয়ে যাওয়ায় ধরা যায়নি।

বেতন মেলেনি, বিক্ষোভে আংশিক সময়ের শিক্ষকরা
বকেয়া বেতন না পেয়ে প্রথমে অবস্থান-বিক্ষোভ ও পরে অধ্যক্ষকে ঘেরাও করলেন মহিষাদল মহিলা কলেজের আংশিক সময়ের শিক্ষকেরা। সোমবার ২৬ জন আংশিক সময়ের শিক্ষক ঘেরাও-বিক্ষোভে সামিল হন। তাঁদের অভিযোগ, গত বছর এপ্রিল থেকে তাঁরা বেতন পাচ্ছেন না। বারবার দরবার করলেও কলেজ কর্তৃপক্ষের কোনও হেলদোল দেখা যায়নি বলে অভিযোগ। বিক্ষোভের নেতৃত্বে থাকা অরূপ বেরার অভিযোগ, “উচ্চশিক্ষা দফতরের নির্দেশ সত্ত্বেও বেতনের টাকা পাচ্ছি না। কলেজ-ফান্ড থেকে নামমাত্র কিছু টাকা পেয়েছি। অধ্যক্ষের গাফিলতির ফলেই এই সমস্যা।” যদিও অধ্যক্ষ উপল উত্থাসীনির বক্তব্য, “উচ্চশিক্ষা দফতর থেকে টাকা না আসলে আমার কিছু করার নেই।”

শিশিরের পাল্টা প্রদীপের
ভূপতিনগর থানার মাধাখালি বাসস্ট্যান্ডে সোমবার বিকেলে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ প্রদীপ ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া-সহ প্রদেশ ও জেলা কংগ্রেসের বহু নেতা-নেত্রী। তৃণমূলের সঙ্গে জোট না করলে এ রাজ্যে কংগ্রেস সাইনবোর্ড থেকেও সাফ হয়ে যাবে বলে রবিবারই কটাক্ষ করেছিলেন তৃণমূলের কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। সোমবার তার প্রতিক্রিয়ায় প্রদীপবাবু বলেন, “কংগ্রেস ১২৭ বছরের দল। অনেকেই এল, গেল। কিন্তু কংগ্রেস ছিল, আছে, থাকবে।” পঞ্চায়েতস্তরে জোটের বিষয়টি নিয়ে স্থানীয় নেতৃত্বই সিদ্ধান্ত নেবেন বলেও এ দিন স্পষ্ট করে দেন প্রদীপবাবু।

ধরমপুরে মিছিল শাসক তৃণমূলের
সিপিএম-পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগে এবং এলাকার উন্নয়নের দাবিতে সোমবার সোমবার লালগড়ের ধরমপুর অঞ্চলে মিছিল করল তৃণমূল। পঞ্চায়েত প্রধান আভারানি মাইতির কাছে ১৭ দফা দাবি-সম্বলিত স্মারকলিপিও দিল রাজ্যের প্রধান শাসকদল। একশো দিনের প্রকল্পে কাজ, গরিবদের বার্ধক্যভাতা, বিধবাভাতা, কৃষি-পেনশন, সরকারি প্রকল্পে গরিবদের বাড়ি, প্রতিটি গ্রামে পরিস্রুত জল, সেচের ব্যবস্থার দাবি জানায় তারা। ধরমপুরের মূলাপাড়া থেকে কয়েক হাজার মানুষের মিছিলটি শুরু হয়। মিছিলের পুরোভাগে স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গেই ছিলেন রাজু আদক। রাষ্ট্রদ্রোহ, খুন ও হামলা-নাশকতার অভিযোগে এক সময়ে ধৃত রাজু আদক ও জয়দেব বেরা সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছেন। তৃণমূলের ধরমপুর অঞ্চল-সভাপতি দিলীপ মাহাতো জানান, রাজু-জয়দেব তৃণমূল কর্মী হিসেবে এলাকায় কাজ করার অঙ্গীকার করেছেন।

সংসদে আজ বৈঠক
শিক্ষক প্রতিনিধি নির্বাচনের প্রায় দেড় বছর পরে আজ, মঙ্গলবার নবগঠিত পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের প্রথম বৈঠক হচ্ছে। বিধায়ক প্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে সংসদের গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। অচলাবস্থা দূর হওয়ায় তৃণমূল নিয়ন্ত্রিত সংসদ এ বার আটকে থাকা শিক্ষক নিয়োগ পরীক্ষার আয়োজন করবে বলে আশায় রয়েছেন জেলার তরুণ-তরুণীরা। সংসদের চেয়ারম্যান গোপাল সাহু বলেন, “প্রথম বৈঠকে প্রতিনিধিদের মধ্যে সৌজন্য বিনিময় হবে। পরের বৈঠকে পাঁচটি সাব-কমিটি গঠন করা হবে, যারা নিয়োগ পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নেবে।”

‘ইউএপিএ’ মামলায় বিচার শুরু ছত্রধরের
বেআইনি কার্যকলাপ নিরোধক আইনে (ইউএপিএ) ধৃত জনগণের কমিটির নেতা ছত্রধর মাহাতোর বিচার সোমবার থেকে শুরু হল। ২০০৯-এর ২৬ সেপ্টেম্বর দুপুরে সাংবাদিক সেজে লালগড়ের বীরকাঁড় গ্রামে যায় গোয়েন্দা পুলিশ। সেখান থেকেই ধরা হয় ছত্রধরকে। তিনি ছাড়াও এই মামলায় অভিযুক্ত রাজা সরখেল, প্রসূন চট্টোপাধ্যায়, সুখশান্তি বাস্কে-সহ ৬ জন। এ দিন মেদিনীপুরের চতুর্থ অতিরিক্ত জেলা-দায়রা বিচারক অভিজিৎ সোমের এজলাসে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এ দিন সাক্ষ্য দেন প্রশান্ত পাঠক নামে এক পুলিশ অফিসার। তাঁর অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু হয়েছিল। পুলিশের দাবি, ছত্রধরেরা ওই দিন নাশকতার ছক কষেছিলেন। কমিটি-নেতার কাছ থেকে মাওবাদী প্রচার-পুস্তিকাও উদ্ধার হয়েছিল। যদিও অভিযুক্ত পক্ষের বক্তব্য, ‘মিথ্যা’ মামলায় ‘হয়রান’ করা হচ্ছে তাঁদের।

পথদুর্ঘটনায় মৃত ২
দিঘা যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল উত্তর ২৪ পরগনার দু’জনের। দুই মহিলা ও এক বালক-সহ জখম আরও ৭ জন। মৃত ও আহতেরা বারাসত এবং মধ্যগ্রাম এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। সোমবার ১২টা নাগাদ দক্ষিণ কলমদানে ইড়িঞ্চি সেতুর কাছে দুর্ঘটনাটি ঘটে। দিঘাগামী গাড়িটিতে চালক ছাড়া ছিলেন ৮ জন পর্যটক। উল্টো দিক থেকে আসা গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। রাস্তায় ছড়িয়ে পড়ে সিলিন্ডারগুলো। ঘটনাস্থলেই মারা যান রিতা দাস (২৭) এবং গাড়ির চালক বাপিন কর (২৩)। বাকি ৭ জনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে খড়িপুখুড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়।

দগ্ধ বধূর মৃত্যু, স্বামী পলাতক
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বধূর। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পটাশপুরের কুপচিবাড় গ্রামে। মৃতার নাম রায়না বিবি (৪৫)। মৃতার স্বামী শেখ কালুর বিরুদ্ধে বধূ নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছেন রায়নার দাদা স্থানীয় মতিরামপুর গ্রামের বাসিন্দা লিয়াকত আলি। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পলাতক। রবিবার রাত ৮টা নাগাদ বন্ধ ঘরের ভেতর থেকে ধোঁয়া দেখে চিৎকার করে ওঠে মৃতার দুই মেয়ে। প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ওই বধূর দেহ উদ্ধার করে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

প্রয়াত তৃণমূল নেতা
মারা গেলেন খেজুরির তরুণ তৃণমূল নেতা কৃষ্ণেন্দু দাস (৩৮)। সোমবার সকালে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয় তাঁর। গত ৯ মার্চ মোটরবাইক দুর্ঘটনায় আহত হন তৃণমূলের প্রদেশ কমিটি ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কৃষ্ণেন্দুবাবু।

ফের ভাঙন মায়াচরে
ফের নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হল মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মায়াচর দ্বীপের ১১টি মাটির ঘর। সোমবার দ্বীপের পূর্ব-পশ্চিম প্রান্তে এই ভাঙন হয়েছে। সপ্তাহখানেক ধরেই ভাঙন চলছে এই এলাকায়। জেলার সহ-সভাধিপতি মামুদ হোসেন বলেন, “ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। ভাঙনরোধে সেচ-দফতরেও চিঠি পাঠানো হয়েছে।”

আদালতে আত্মসমর্পণ
ঝাড়গ্রাম শহরে এক বিধবা মহিলাকে গণ-ধর্ষণের ঘটনায় পলাতক ৬ অভিযুক্তের মধ্যে বড় হাঁসদা ও তারাস টুডু নামে দু’জন সোমবার ঝাড়গ্রাম এসিজেএম আদালতে আত্মসমর্পণ করল। তাদের ১৪ দিনের জেল-হাজতের নির্দেশ হয়। শহরের নুননুনগেড়িয়ায় ২৪ মার্চ রাতে বড় ও তারাস-সহ ৬ তরুণ ওই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। হেমলাল সোরেন নামে আরও এক যুবক আত্মসমর্পণ করতে এলেও এফআইআরে নাম না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়। পরে হেমলালকে পুলিশ কোর্ট-রোড থেকে ‘আটক’ করেছে বলে অভিযোগ তাঁর আইনজীবী অশ্বিনী মণ্ডলের।

বধূর ঝুলন্ত দেহ
ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক বধূর দেহ। মৃত রহিমা বিবির (৩৬) বাড়ি মহিষাদল থানার গোলাপচকে। সোমবার সকালে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে আনে। মৃতার স্বামী শেখ রফিকুল সম্প্রতি আরও একটি বিয়ে করেছেন। তা নিয়ে অশান্তি চলছিলই। তার জেরেই এই মৃত্যু বলে মনে করছে পুলিশ।

ট্রেনে কাটা, মৃত্যু
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির। সোমবার সকালে মহিষাদল ও বরদা স্টেশনের মধ্যে রেললাইনের ধারে বছর বিয়াল্লিশের ওই ব্যক্তির দেহটি পড়েছি। রেলপুলিশ গিয়ে উদ্ধার করে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.