শারজা নয়, বিশাখাপত্তনম। জাভেদ মিয়াঁদাদ নয়, রোহিত শর্মা। কিন্তু ফল একই। ম্যাচের শেষ বল গ্যালারিতে ফেলে দিয়ে টিমকে জয় এনে দেওয়া।
সচিন তেন্ডুলকর আজও খেলতে পারেননি। টুইট করে জানিয়েছেন, আঙুলের অবস্থা খুব একটা ভাল নয়। এ দিন ডাগ আউটে বসেছিলেন। আর সেখানে বসেই দেখলেন শেষ ওভারে ২১ রান তুলে ম্যাচ জিতে নিল মুম্বই ইন্ডিয়ান্স। ডেল স্টেইনের আগুনে ১৯তম ওভার শেষ হওয়ার পর শেষ ওভারে মুম্বইয়ের দরকার ছিল ১৮ রান। ড্যানিয়েল ক্রিশ্চিয়ানকে দুটো ছয়-সহ ২১ রান তুলে মুম্বইকে পুরো পয়েন্ট এনে দিলেন রোহিত শর্মা (৫০ বলে ৭৩ ন.আ.)। মেরেছেন চারটে চার, পাঁচটা ছয়।
সচিন না খেললেও মুম্বইয়ের সামনে চ্যালেঞ্জটা যে এত কঠিন হয়ে যাবে, তা প্রথমে বোঝা যায়নি। ডেকান চার্জার্স প্রথমে ব্যাট করতে নেমে ১৩৮ রানের বেশি করতে পারেনি। সেই রান তাড়া করতে গিয়ে ডেল স্টেইনের বিষাক্ত পেসের সামনে ঝামেলায় পড়ে যায় মুম্বই। চার ওভারে ১২ রান দিয়ে তিন উইকেট তুলে নেন স্টেইন। কিন্তু শেষ রক্ষা হয়নি। রোহিত শর্মা অতিমানব হয়ে ওঠায়।
প্রথম ইনিংসেও কম নাটক ছিল না। আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন হরভজন। মুনাফের বলে সঙ্গকারা বোল্ড হয়েছিলেন। কিন্তু আম্পায়াররা মনে করেছিলেন বল আগে উইকেটকিপারের প্যাডে লেগে উইকেটে লাগে। এর পরই হরভজনের চাপাচাপিতে তৃতীয় আম্পায়ারের সাহায্য নিয়ে সঙ্গকারাকে আউট দেন আম্পায়ার। যা ডেকান শিবির ভাল ভাবে নেয়নি।
|