নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
অবশেষে বাড়ি ফিরলেন যুবরাজ সিংহ।
লাল টি-শার্ট এবং তার উপর কালো জ্যাকেট। ধুসর রংয়ের জিন্স। চোখে কালো গগলস। কেমোথেরাপিতে চুল উঠে যাওয়া মাথা ঢাকতে বেসবলের লাল-সাদা রংয়ের টুপি। আজ সকাল দশটা পাঁচে জেট এয়ারওয়েজের বিমান তাঁকে নিয়ে যখন নয়াদিল্লির আন্তর্জাতিক বিমান বন্দরে নামল, বাইরে রীতিমতো ভক্তদের ভিড়।
ক্যানসারে আক্রান্ত হওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্রে তিন বার কেমোথেরাপির শেষে লন্ডন যান যুবরাজ। লন্ডনে কিছু দিন বিশ্রামের পর আজ দেশে ফেরা। সঙ্গে ছিলেন যুবরাজের মা শবনম সিংহ। বিমানবন্দরের সামনে ভিড় জমে যাচ্ছে দেখে যুবরাজকে পিছনের গেট দিয়ে বার করা হয়। পরে অবশ্য মা ছেলে তাঁদের দুধ সাদা অডি গাড়িতে ওঠার সময় সাংবাদিক ও ভক্তদের সামনে আসেন। যুবরাজ হাত তুলে এক বার ‘ভিকট্রি সাইন’ দেখালেন, মুষ্টিবদ্ধ বাঁ হাতটা ঝাঁকিয়ে যেন ইঙ্গিত দিয়ে গেলেন, শিগগিরই মাঠে ফিরছেন। বিমানবন্দরে ভারতীয় বোর্ডের কোনও কর্তা বা যুবরাজের সতীর্থদের মধ্যে কাউকে দেখা না গেলেও হাজির ছিল তাঁর বেশ কিছু ভক্ত। গাড়িতে ওঠার আগে যুবরাজ আশ্বাস দিয়ে গেলেন “আমি ভাল আছি এখন। তাড়াতাড়ি মাঠে ফিরছি”। আর সাংবাদিকদের বলে যান, “আমি বুধবার সাংবাদিক সম্মেলন করব। সেখানেই যা জিজ্ঞেস করার, করবেন।” |
ঘরে ফেরা। মা শবনমের সঙ্গে নয়াদিল্লি বিমানবন্দরের
বাইরে যুবরাজ।
সোমবার। ছবি: রমাকান্ত কুশওয়া |
যুবরাজের গাড়ি বিমানবন্দর থেকে বেরিয়ে যেতেই পিছন-পিছন ছুটল সাংবাদিকদের দল। গুরগাঁওয়ের বাড়িতে পৌঁছে যুবরাজ ভিতরে ঢুকে যান। পরে জনতার দাবিতে দোতলার বারান্দায় এসে হাত নাড়েন। তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাঁর মা। “শেষমেশ আমার বেটাকে নিয়ে বাড়ি ফিরতে পেরে আমি খুব খুশি। ছেলে তো খুশিই, তার সঙ্গে গোটা দেশও।” কেমন আছেন যুবি? মাঠে ফিরবেন কবে? গোটা দেশ এখন এই দুটো প্রশ্নের উত্তর চাইছে। শবনম বললেন “যু্বি ভাল আছে। ১০/১৫ দিন বাড়িতে থাকার পর ও হাল্কা ব্যায়াম শুরু করবে। তিন মাস পরে ওকে চেক আপের জন্য আমেরিকা নিয়ে যাব।”
|
যুবি—
তাড়াতাড়ি ভাল হয়ে গিয়েছ। বাড়িতে স্বাগত।
আমার ভাই, ক্যানসারের সঙ্গে একটা কঠিন লড়াই জিতে ফিরলে তুমি।
—সচিন তেন্ডুলকর |
|